For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

কোভিড-১৯ : খুলছে সিনেমা হল, সংক্রমণ এড়াতে অবশ্যই এই নিয়মগুলি মেনে চলুন

|

'দুধের স্বাদ ঘোলে মেটানো'-র মতই এতদিন আমরা বিভিন্ন সিনেমা অনলাইনে বাড়িতে বসেই দেখছিলাম। কারণ, করোনার দৌলতে সরকারের নিয়ম মেনেই বন্ধ ছিল সমস্ত সিনেমা হল ও থিয়েটার। সিনেমাপ্রেমী মানুষ ও শিল্পীরা আনলক পর্বের পর খুলে দেওয়ার আবেদন জানালেও, সকলের সুরক্ষার কথা ভেবে সরকারের তরফ থেকে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়েছিল না। তবে এবার সরকারি নির্দেশ অনুসারে কনটেনমেন্ট জোনের বাইরে ১৫ অক্টোবর খুলতে চলেছে সমস্ত সিনেমা হল, মাল্টিপ্লেক্স এবং থিয়েটার।

Cinema halls to open from 15 October; here is a 16-point guideline to stay safe

ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং মিনিস্টার প্রকাশ জাভাদেকার সাংবাদিক বৈঠকে বলেন, "সিনেমা হলগুলিতে ৫০ শতাংশ বসার আসন নিয়ে খোলার অনুমতি দেওয়া হবে এবং একটি আসনের থেকে অন্য আসনের মাঝে দূরত্ব বজায় রাখতে হবে। সর্বদা মাস্ক পরে থাকতে হবে।" ভারত সরকারের কয়েকটি নিয়ম মেনে হল কর্তৃপক্ষ তাদের সিনেমা হল খুলতে পারবেন। কী সেই নিয়মাবলী? তবে চলুন সিনেমা হলে ঢোকার আগে, জেনে নিন ভারত সরকারের নির্দেশিকাগুলি।

১) সিনেমা হলগুলির মধ্যে সিট ক্যাপাসিটি থাকবে ৫০ শতাংশ।

২) হলের মধ্যে বসার ক্ষেত্রে শারীরিক দূরত্ব বজায় রাখা বাধ্যতামূলক। অন্তত ছয় ফুট শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে।

৩) যে আসনগুলিতে বসা বারন, সেগুলিতে ক্রস মার্ক দিতে হবে কর্তৃপক্ষকে।

৪) হলে মাস্ক পরতে হবে সারাক্ষণ।

৫) কেবলমাত্র উপসর্গহীন ব্যক্তিদের সিনেমা হলে ঢুকতে দেওয়া হবে।

৬) আরোগ্য সেতু অ্যাপ থাকতে হবে।

৭) হলে ঢোকার মুখে থার্মাল স্ক্রীনিং-এর ব্যবস্থা রাখতে হবে এবং তাপমাত্রা পরীক্ষার পরেই ঢুকতে দেওয়া হবে।

৮) সংক্রমণ এড়াতে ডিজিটাল লেনদেন করতে হবে, অর্থাৎ অনলাইনে টিকিট কাটতে হবে।

৯) হাঁচি-কাশির সময় টিস্যু পেপার বা কনুই দিয়ে মুখ নাক ডাকতে হবে। ব্যবহার করা টিস্যু পেপার নির্দিষ্ট জায়গায় ফেলতে হবে।

১০) মাল্টিপ্লেক্সে একই সময়ে শো রাখা যাবে না। সময়ের পরিবর্তন করে চালাতে হবে, যাতে ভিড় এড়ানো যায়।

১১) সিনেমা হল নিয়মিত জীবাণুমুক্ত ও স্যানিটাইজ করতে হবে।

১২) সিনেমা হলগুলির মধ্যে কেবলমাত্র প্যাকেটজাত খাবার ও পানীয়ের অনুমতি দেওয়া হবে।

১৩) সিনেমা হলের সমস্ত এয়ারকন্ডিশনের তাপমাত্রা থাকবে ২৪-৩০ ডিগ্রী সেলসিয়াসের মধ্যে।

১৪) যত্রতত্র থুতু ফেলা চলবে না।

১৫) হলের কর্মীদের মাস্ক, পিপিই, গ্লাভস পরা বাধ্যতামূলক।

১৬) কারুর কোনওরকম অসুস্থতা দেখা দিলে, সংশ্লিষ্ট এলাকার হেল্পলাইন নম্বরে ফোন করে চিকিৎসকের সাহায্য নিতে হবে।

আরও পড়ুন : কোভিড-১৯ : মেট্রোয় যাতায়াত করছেন? সংক্রমণ এড়াতে অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলি

English summary

Cinema halls to open from 15 October; here is a 16-point guideline to stay safe

Cinema halls to open from 15 October; here is a 10-point guideline to stay safe. Read on.
X
Desktop Bottom Promotion