For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

(ছবি) আপনার স্ট্যামিনা বাড়াবে এই খাবারগুলি

By Oneindia Bengali Digital Desk
|

প্রত্যেকদিনের কাজকর্ম চালাতে গেলে নিজেকে সুস্থ রাখা বিশেষ প্রয়োজন। আর সেজন্য শরীরকে শক্ত-সামর্থ্য হতে হবে। আর তাই স্ট্যামিনা ঠিক রাখা। [গরমে এনার্জি ধরে রাখার উপায়]

দুর্বল শরীর নিয়ে কোনও কিছুই ভালোভাবে চলতে পারে না। কার্বোহাইড্রেট, প্রোটিন, ফাইবার, ভিটামিন সি ইত্যাদি নানা পুষ্টিগুণ ঠিকভাবে শরীরে গেলে স্ট্য়ামিনা বাড়বে। [রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এই খাবারগুলি]

শরীরের স্ট্যামিনা ঠিক না থাকলে তার প্রভাব পড়ে মস্তিষ্কেও। মস্তিষ্ক ঠিকমতো কাজ না করলে গোটা শরীরটাই অচল হয়ে পড়তে পারে। সেজন্যই স্ট্যামিনার বিষয়টি খেয়াল রাখা অত্যন্ত প্রয়োজন। ['অ্যাসিড রিফ্লাক্স'-কে থামাতে পারে এই খাবার]

নিচের স্লাইডে ক্লিক করে দেখে নিন, নিজের স্ট্যামিনা ধরে রাখতে কোন খাবারগুলিকে নিজের ডায়েট চার্টে জায়গা করে দেবেন। [সাইনাসের সমস্যা থেকে মুক্তি পাওয়ার সহজ দাওয়াই]

আপেল

আপেল

আপেলে অ্যান্টিঅক্সিডেন্টস রয়েছে প্রচুর পরিমাণে। এছাড়াও এতে ফাইবার, ভিটামিন, খনিজ রয়েছে যা রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে তোলে। আপেল লিভারকে ডি-টক্সিফাই করে, হার্ট ভালো রাখে ও ওজন ঠিক রাখে।

আমন্ড

আমন্ড

আমন্ডে রয়েছে ভিটামিন ই ও ওমেগা থ্রি ফ্য়াটি অ্যাসিড যা শরীরকে অনেক এনার্জি দেয়। হাড় শক্ত করে, মস্তিষ্ক ও হার্টের স্বাস্থ্য ভালো রাখে।

বিনস

বিনস

বিনসে রয়েছে আয়রন, ফাইবার, কার্বোহাইড্রেটস, প্রোটিন ও খনিজ। এগুলি শরীরের এনার্জির মাত্রা বাড়িয়ে তোলে।

ব্রাউন রাইস

ব্রাউন রাইস

ব্রাউন রাইসে রয়েছে ফাইবার ও ভিটামিন বি কমপ্লেক্স। হজম প্রক্রিয়াকে মসৃণ করতে এটি সাহায্য করে। এছাড়া এটি এনার্জিবর্ধকও।

কলা

কলা

কলায় রয়েছে প্রচুর পুষ্টিগুণ। এতে কার্বোহাইড্রেটস, ফাইবার, ফ্রুকটোজ রয়েছে যা তৎক্ষণাৎ এনার্জি ফিরিয়ে দেয়। এছাড়া মনোসংযোগ বাড়াতেও সাহায্য করে এটি।

বিটের রস

বিটের রস

বিটে রয়েছে ভিটামিন এ ও সি। এটি স্ট্য়ামিনা বাড়াতে বিশেষ সাহায্য করে। ক্লান্তি ও অবসাদকেও কমিয়ে আনে এটি।

English summary

Best Foods To Increase Your Stamina

Best Foods To Increase Your Stamina
Story first published: Monday, March 7, 2016, 12:18 [IST]
X
Desktop Bottom Promotion