For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

(ছবি) দেখে নিন কোন খাবারগুলি বিবাহিত জীবনে ভালোবাসা বাড়ানোর অনুঘটক

|

বিবাহিত জীবনে প্রবেশের পর স্বামী-স্ত্রীর মধ্যে ভালোবাসার সম্পর্ক গোটা জীবনকে সুন্দর করে তোলে। মন সুস্থ থাকলে তার সুপ্রভাব শরীরের উপরও পড়ে।

তবে আপনি কি জানেন স্বামী-স্ত্রীর মধ্যে ভালোবাসা, ফোর প্লে ইত্যাদি বাড়াতে আপনার রোজকার ডায়েট অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

বিবাহিত জীবনকে আরও সুন্দর করে তুলতে কিছু খাবারের জুড়ি মেলা ভার। স্বামী-স্ত্রীর সুস্থ সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে কোন খাবারগুলি ডায়েট চার্টে প্রয়োজন তা দেখে নিন নিচের স্লাইডে।

বাদাম

বাদাম

হার্টের স্বাস্থ্য ভালো রাখতে বাদাম খাওয়া আবশ্যক। এছাড়াও ক্ষতিকারক কোলেস্টেরলের মাত্রা কমিয়ে রক্তনালী গুলিকে পরিষ্কার রাখে বাদাম।

ডার্ক চকোলেট

ডার্ক চকোলেট

বিশেষজ্ঞরা জানিয়েছেন, ডার্ক চকোলেট তৎক্ষণাৎ আপনার খারাপ মুড ভালো করতে পারে। এতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট ও ফাইটো-নিউন্ট্রিয়েন্টস। এছাড়াও রয়েছে ম্যাগনেশিয়াম যা শরীরের পেশি ও নার্ভগুলিকে রিল্যাক্স করে।

টম্যাটো

টম্যাটো

টম্যোটোতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্টস ও অন্যান্য প্রয়োজনীয় পুষ্টিগুণ যা বিশেষ করে পুরুষের যৌনাঙ্গে রক্তের প্রবাহকে বাড়িয়ে তোলে।

স্ট্রবেরি

স্ট্রবেরি

স্ট্রবেরিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন বি যা মাংসপেশি ও নার্ভের জন্য উপযোগী। ফলে যে খাবার আপনার নার্ভকে সুস্থ রাখবে তা নিঃসন্দেহে ভালোবাসা বাড়িয়ে তুলবে।

চিয়া বীজ

চিয়া বীজ

চিয়া বীজে রয়েছে লোহা, দস্তা, ফাইবার ও প্রোটিনের মিশেল যা রক্তের প্রবাহ বাড়িয়ে তোলে ও স্ট্য়ামিনা বাড়িয়ে তোলে।

কপি পাতা

কপি পাতা

কপির পাতায় রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন বি ও ম্যাগনেশিয়াম। যা শরীরে গেলে যৌন মিলনের সময় বৃদ্ধি পায়।

গাজর

গাজর

গাজরের রস খান বা কাঁচা বা সবজি বানিয়ে, সবভাবেই উপকার পাবেন।

মাছ

মাছ

মাছে রয়েছে প্রচুর পরিমাণে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড। যা খেলে বিছানায় স্বামী-স্ত্রীর সম্পর্ককে আরও সুন্দর হয়ে ওঠে।

পালং শাক

পালং শাক

সবুজ পালংয়ের পাতায় রয়েছে ফাইটো-নিউট্রিয়েন্টস, অ্যান্টি অক্সিডেন্টস, ভিটামিন, খনিজের মিশেল। এই সবকিছুই শরীরে রক্তের প্রবাহকে বাড়িয়ে তোলে।

ব্রকোলি

ব্রকোলি

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ব্রকোলিতে রয়েছে এমন উপাদান যা ভালোবাসার মাত্রাকে কয়েকগুণ বাড়িয়ে দেয়। বাজার চলতি নানা ধরনের পিল ব্যবহার করার চেয়ে ব্রকোলির উপর ভরসা রাখতে পারেন।

ভুট্টা

ভুট্টা

ভুট্টায় রয়েছে পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, লোহার মতো খনিজ যা শরীরের জন্যও অত্যন্ত প্রয়োজনীয়।

লঙ্কা

লঙ্কা

লঙ্কা খেলে বিছানায় কাটাতে সময়ের পরিমাণ বেড়ে যায়। নানা গুণাগুণের মধ্য়ে এটি অন্যতম প্রধান।

শশা

শশা

শশা এমনিতে শরীরের জন্য অত্যন্ত উপযোগী। স্বামী-স্ত্রীর ভালোবাসা বাড়াতেও এটি অনুঘটকের কাজ করে।

রসুন

রসুন

খাবারে রসুনের প্রয়োগ রান্নার স্বাদ বাড়িয়ে দেয়। তেমনই এটি ভালোবাসাকেও বাড়িয়ে দিতে পারে কারণ এটি রক্ত সঞ্চালনকে তরান্বিত করতে পারে।

কলা

কলা

কলায় রয়েছে ম্যাগনেশিয়াম ও পটাশিয়াম। এছাড়াও রয়েছে নানা উপকারী খনিজ। রোজ একটি করে কলা শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয়।

পেঁয়াজ

পেঁয়াজ

যৌন চাহিদাকে বাড়িয়ে তুলতে পেঁয়াজের জুড়ি মেলা ভার। প্রতিদিন স্যালাডের সঙ্গে পেঁয়াজ খেলে বিবাহিতরা বেশি উপকার পাবেন।

আদা

আদা

যৌন চাহিদা বাড়াতে ও মিলনের সময় বাড়াতে আদা আবশ্যক। মিলনের আগে আদা দেওয়া চা খেয়ে দেখুন, উপকার পাবেন।

খেঁজুর

খেঁজুর

খেঁজুরে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ও লোহা, পটাশিয়াম, ম্যাগনেশিয়ামের মতো খনিজ যা বিবাহিতদের জন্য প্রয়োজনীয়।

English summary

Best Foods For Love Making

Best Foods For Love Making
Story first published: Wednesday, June 17, 2015, 16:22 [IST]
X
Desktop Bottom Promotion