For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

নিয়মিত ডালিয়া খাওয়া উচিত কি?

খাবার নিয়ে যারা গবেষণা করে থাকেন এমন বিজ্ঞানীদের দেওয়া রিপোর্ট অনুসারে সারা দুনিয়ায় যেকটি সুপার ফুডের সন্ধান পাওয়া গেছে ডালিয়া তার মধ্যে অন্যতম।

|

খাবার নিয়ে যারা গবেষণা করে থাকেন এমন বিজ্ঞানীদের দেওয়া রিপোর্ট অনুসারে সারা দুনিয়ায় যেকটি সুপার ফুডের সন্ধান পাওয়া গেছে ডালিয়া তার মধ্যে অন্যতম। জানি জানি শুনতে আজব লাগছে। কিন্তু গবেষণা বলছে শরীরকে সুস্থ এবং রোগমুক্ত রাখতে ডালিয়ার বাস্তবিকই কোনও বিকল্প নেই বললেই চলে। আসলে চটজলদি রান্না হয়ে যাওয়া এই খাবারটির শরীরে রয়েছে প্রচুর পরিমাণে ডায়াটারি ফাইবার, যা কনস্টিপেশনের মতো রোগকে দূরে রাখার পাশাপাশি কোলেস্টেরল লেভেল কমাতে এবং ওজন হ্রাসেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। শুধু তাই নয়, প্রতিদিন এই খাবরটি খেলে আরও অনেক উপকার পাওয়া যায়। যেমন ধরুন...

১. হজম ক্ষমতার উন্নতি ঘটায়:

১. হজম ক্ষমতার উন্নতি ঘটায়:

বাঙালি মানেই ঝালে-ঝোলে জীবন একেবারে বর্ণময়। তাই তো অনেকেই মাঝে মধ্যে পেটের রোগে কাবু হয়ে পারেন। এই কারণেই তো সকল খাদ্য রসিকদের নিয়মিত ডালিয়া খাওয়া উচিত। কারণ এই খাবারটি খাওয়া মাত্র দেহের অন্দরে এমন কিছু উপাদানের মাত্রা বৃদ্ধি পায়, যা পাচক রসের ক্ষরণ বাড়িয়ে দেয়। ফলে যতই ঝাল-মশলা দেওয়া খাবার খাওয়া হোক না কেন, বদ-হজম এবং গ্যাস-অম্বলের মতো সমস্যা ধারে কাছেও ঘেঁষতে পারে না।

২. পেশির গঠনে সাহায্য করে:

২. পেশির গঠনে সাহায্য করে:

আপনি কি সিলভাস্টার স্টেলন বা ডোয়েন জনসনের মতো বডি বানাতে চান? তাহলে নিয়মিত জিমে গিয়ে ওজন তোলার পাশাপাশি ডালিয়া খাওয়ারও অভ্যাস করতে হবে। এমনটা করলে কি হবে জানেন? ডালিয়ায় উপস্থিত প্রোটিন পেশির গঠনে সাহায্য করবে। ফলে দ্রুত শরীর শেপে আসতে শুরু করবে, সেই সঙ্গে মাসল বিল্ডিং এতটা ভাল হবে যে আপনার স্বপ্ন পূরণ হতে দেরি লাগবে না।

৩. ওজন কমায়:

৩. ওজন কমায়:

অতিরিক্ত ওজনের সমস্যায় যাদের রাতের ঘুম উড়েছে, তাদের নিয়মিত ব্রেকফাস্টে ডালিয়া খাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। আসলে যেমনটা আগেও আলোচনা করা হয়েছে, এই খাবারটির অন্দরে রয়েছে প্রচুর পরিমাণে ডায়াটারি ফাইবার, যা অনেকক্ষণ পেট ভরিয়ে রাখে। ফলে বারে বারে খাওয়ার প্রবণতা হ্রাস পায়। আর কম খাওয়ার কারণে ওজন কমার পথ হয় প্রশস্ত। প্রসঙ্গত, সকাল সকাল ডালিয়ে খেলে শরীরে ক্যালরির অভাবও দূর হয়। ফলে লাঞ্চের আগে এনার্জির ঘাটতি হওয়ার কোনও আশঙ্কাই থাকে না।

৪. পুষ্টির ঘাটতি দূর করে:

৪. পুষ্টির ঘাটতি দূর করে:

শরীরকে সচল রাখতে প্রতিদিন যে যে পুষ্টিকর উপাদানের প্রয়োজন পরে, তার অনেকগুলিই ডালিয়া থেকে পাওয়া যায়। তাই আপনি যদি হোস্টেল বা মেসে থেকে থাকেন, তাহলে কম পয়সায় পুষ্টির ঘাটতি মেটাতে ডালিয়া খাওয়া শুরু করতে পারেন। এতে পুষ্টির অভাব হওয়ার কারণে নানা রোগ হওয়ার আশঙ্কা হ্রাস পাবে।

৫. ডায়াবেটিস রোগকে দূরে রাখে:

৫. ডায়াবেটিস রোগকে দূরে রাখে:

ডালিয়া খাওয়ার সঙ্গে সঙ্গে রক্তে শর্করার মাত্রা বেড়ে যায় না। বরং ধীরে ধীরে রক্তে বাড়তে থাকে চিনির পরিমাণ। ফলে হঠাৎ করে সুগার লেভেল বেড়ে যাওয়ার আশঙ্কা এই খাবার খেলে থাকে না বললেই চলে। শুধু তাই নয়, গ্লাইসেমিক ইনডেক্সে ডালিয়ার স্থান একেবারে নিচের দিকে। তাই তো এই খাবারটি খেলে ডায়াবেটিস রোগীদের কোনও ক্ষতি তো হয়ই না, উল্টে ডায়াবেটিস রোগ একেবারে নিয়ন্ত্রণে চলে আসে।

৬. ক্যান্সার রোগকে দূরে রাখে:

৬. ক্যান্সার রোগকে দূরে রাখে:

একাধিক গবেষণায় দেখা গেছে ডালিয়ায় থাকা ফাইবার, ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হওয়ার আশঙ্কা কমায়। তাই তো মহিলাদের বেশি করে এমন ধরনের খাবার খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন ক্যান্সার বিশেষজ্ঞরা।

৭. পেটের রোগের প্রকোপ কমায়:

৭. পেটের রোগের প্রকোপ কমায়:

এতে রয়েছে ২.৫ গ্রাম ফাইবার, যা শরীরে প্রবেশ করার পর হজমে সহায়ক পাচক রসের ক্ষরণ বাড়িয়ে দেয়। ফলে একদিকে যেমন বদ-হজমের সমস্যা দূর হয়, তেমনি কনস্টিপেশনের মতো রোগও একেবারে নিমূল হয়ে যায়। তাই পেটের রোগের কারণে যাদের জীবন দুর্বিসহ হয়ে উঠেছে, তারা এবার থেকে ব্রেকফাস্টে বা লাঞ্চে ডালিয়া খাওয়া শুরু করতে পারেন। দেখবেন উপকার পাবেন।

৮. এনার্জির ঘাটতি দূর করে:

৮. এনার্জির ঘাটতি দূর করে:

অল্পতেই ক্লান্ত হয়ে পরছেন নাকি? তাহলে বন্ধু ব্রেকফাস্টে ডালিয়া খাওয়া শুরু করুন। দেখবেন উপকার পাবেন। আসলে এই খাবারটির অন্দরে উপস্থিত নানাবিধ উপকারি উপাদান দেহের কর্মক্ষমতাকে এতটা বাড়িয়ে তোলে যে এনার্জির ঘাটতি দূর হতে সময় লাগে না। ফলে গরম যতই বারুক না কেন, ঘাম যতই গড়িয়ে পরুক না কেন, কান্তি আপনার ধারে কাছেও ঘেঁষতে পারবে না।

৯. হার্টের কর্মক্ষমতা বাড়ায়:

৯. হার্টের কর্মক্ষমতা বাড়ায়:

পরিবারে কি হার্টের রোগের ইতিহাস আছে? তাহলে নিয়মিত ডালিয়ে খাওয়া শুরু করুন। দেখবেন হার্টের শক্তি এতটা বেড়ে যাবে যে কোনও ধরনের হার্ট ডিজিজই ধারে কাছে ঘেঁষতে পারবে না। আসলে এই খাবারটির অন্দরে থাকে একাধিক উপকারি উপদান একদিকে যেমন শরীরে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমায়, তেমনি অন্যদিকে রক্তচাপ স্বাভাবিক মাত্রায় রাখতেও সাহায্য করে। ফলে হার্টের কোনও ধরনের ক্ষতি হওয়ার আশঙ্কা একেবারে কমে যায়।

Read more about: রোগ শরীর
English summary

খাবার নিয়ে যারা গবেষণা করে থাকেন এমন বিজ্ঞানীদের দেওয়া রিপোর্ট অনুসারে সারা দুনিয়ায় যেকটি সুপার ফুডের সন্ধান পাওয়া গেছে ডালিয়া তার মধ্যে অন্যতম। জানি জানি শুনতে আজব লাগছে। কিন্তু গবেষণা বলছে শরীরকে সুস্থ এবং রোগমুক্ত রাখতে ডালিয়ার বাস্তবিকই কোনও বিকল্প নেই বললেই চলে।

this nutritious diet works great for building muscles. Dalia is a rich source of proteins and if you are one of those who are looking to gain muscle mass, include dalia in your diet. It is loaded with essential vitamins. Eat a bowl of dalia and increase your protein intake.
Story first published: Thursday, March 15, 2018, 18:10 [IST]
X
Desktop Bottom Promotion