For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

মহিলাদের জন্য সবচেয়ে নিরাপদ মেন্স্ট্রুয়াল কাপ AmTrue, ইন্টারন্যাশনাল গ্লোরি অ্যাওয়ার্ড ২০২২-এ ভূষিত হল

|

অধিকাংশ মেয়েরাই এখনও পিরিয়ডের সময় স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করেন। কেউ কেউ ট্যাম্পনও ব্যবহার করে থাকেন। কিন্তু এগুলোর থেকেও বেশি উপকারী মেনস্ট্রুয়াল কাপ। বিশেষজ্ঞদের মতে, মেনস্ট্রুয়াল কাপ যেমন পরিবেশ দূষণ কমায়, তেমনই এটা স্বাস্থ্যের জন্যও খুবই ভালো। ইদানিং সময় অনেকেই মেনস্ট্রুয়াল কাপ ব্যবহার করছেন। মার্কেটে এখন অনেক কোম্পানির মেনস্ট্রুয়াল কাপ বিদ্যমান।

মাতৃছায়া ওয়েলনেস কোম্পানির প্রতিষ্ঠাতা আশিস দত্তুজি ভাঞ্জারি নিয়ে এলেন "অ্যামট্রু" কিউ-কাপ। ২০২১ সালের সবচেয়ে উদ্ভাবনী এবং রিভলিউশনারি পণ্যের জন্য ইন্টারন্যাশনাল গ্লোরি অ্যাওয়ার্ড ২০২২-এ ভূষিত হয়েছে। তিনি এবং তাঁর স্ত্রী ইচ্ছা আশিস ভাঞ্জারি, বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির কাছ থেকে এই সম্মান গ্রহণ করেছেন।

AmTrue, A Safe Menstrual Cup For Women, Was Awarded The International Glory Awards 2022

ইচ্ছা আশীষ ভাঞ্জারি পিরিয়ডের সময় ব়্যাশ, জ্বালা, ইনফেকশন এবং দুর্গন্ধের সমস্যা-সহ বিভিন্ন সমস্যায় ভুগতেন। যে কারণে পিরিয়ডের সময় তিনি তাঁর দৈনন্দিন কাজগুলি ঠিক ভাবে করতে পারতেন না। তখনই তাঁর স্বামী আশীষ ভাঞ্জারির মাথায় এই পণ্যটির আইডিয়া আসে।

আশিস গবেষণা করে দেখেছেন যে, স্যানিটারি ন্যাপকিন ব্যবহারের কারণেই মাসিকের সময় তাঁর স্ত্রী নানা সমস্যায় ভুগতেন। এর পর তিনি মেন্সট্রুয়াল কাপ সম্পর্কে খোঁজ নিয়ে জানতে পারেন, এটি স্যানিটারি প্যাডের চেয়ে কয়েক গুণ বেশি নিরাপদ এবং বেশি আরামদায়ক। তখন তিনি তার স্ত্রীকে দোকান থেকে মাসিক কাপ কিনে আনতে বলেন। পরে তাঁরা জানতে পারেন সেটি একটি চীনা পণ্য।

আশিস এই আইটেমগুলির উপর গবেষণা করে দেখেছেন, সেই সময়ে বাজারে পাওয়া মেনস্ট্রুয়াল কাপের প্রায় ৯০ শতাংশই অত্যন্ত খারাপভাবে চীনে তৈরি হচ্ছিল। তাঁরা জানতে পারেন, এই সমস্ত মাসিক কাপগুলি মেডিকেল-গ্রেড সলিড সিলিকন দিয়ে তৈরি হয়। এগুলি তৈরির সময় সিলিকন অন্যান্য রাসায়নিক, কেমিক্যাল প্রোডাক্ট বা ব্যাকটেরিয়া দ্বারা দূষিত হতে পারে। যা পরবর্তীকালে ব্যবহারকারীদের শারীরিক ক্ষতি করতে পারে। মহিলাদের স্বাস্থ্য এবং পরিচ্ছন্নতার কথা মাথায় রেখেই, এই দম্পতি স্বাস্থ্যকর মেন্সট্রুয়াল কাপ তৈরি করার সিদ্ধান্ত নেন।

অ্যামট্রু প্রিমিয়াম মেন্সট্রুয়াল কিউ কাপ লিক হয় না

খুব বেশি এবং হালকা পিরিয়ডের সময়ও প্রিমিয়াম মেন্সট্রুয়াল কিউ কাপ লিক করে না, ফলে পোশাকে দাগ পড়ে না। তরল সিলিকন ব্যবহার করার জন্য, তাঁরা ভারতে কাপ তৈরি করার সিদ্ধান্ত নেন। যারা এখন মেন্সট্রুয়াল কাপ ব্যবহার করেন, তারা অ্যামট্রু কাপ ব্যবহার করে দেখতে পারেন।

English summary

'AmTrue,' A Safe Menstrual Cup For Women, Was Awarded The International Glory Awards 2022

'AmTrue,' A Safe Menstrual Cup For Women, Was Awarded The International Glory Awards 2022. Read on.
X
Desktop Bottom Promotion