For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Coronavirus : ভ্যাকসিন নেওয়ার পরেও আক্রান্ত হতে পারেন ডেল্টা ভেরিয়্যান্টে, দেখুন গবেষণা কী বলছে

|

ভারতে করোনার দ্বিতীয় ঢেউয়ে, সংক্রমণের গ্রাফ ধীরে ধীরে নিম্নমুখী হচ্ছে। ঠিক এই সময়ে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সাইন্স (AIIMS)-এর স্টাডিতে ডেল্টা ভেরিয়্যান্ট সংক্রান্ত নয়া তথ্য উঠে এল। ইনস্টিটিউট অফ জিনোমিক্স অ্যান্ড ইন্টিগ্রেটিভ বায়োলজি (IGIB) এবং ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (NCDC) এর সাহায্যে এইমস-এর করা দুটি পৃথক গবেষণা থেকে জানা গিয়েছে যে, কোভিডের ডেল্টা ভেরিয়্যান্ট কোভিশিল্ড বা কোভ্যাক্সিনের একটি অথবা দুটি ডোজ নেওয়ার পরেও মানুষকে সংক্রমিত করতে পারে।

AIIMS Study Claims Delta Variant Can Infect Despite Covishield, Covaxin Doses

AIIMS-এর এই গবেষণা ৬৩ জনের ওপর করা হয়েছে। যাদের মধ্যে ৩৬ জন ভ্যাকসিনের দুটি ডোজ নিয়েছেন এবং ২৭ জন ভ্যাকসিনের একটি করে ডোজ নিয়েছেন।

AIIMS এর গবেষণায় কী তথ্য উঠে এসেছে?

১) গবেষণা অনুসারে, ৬৩ জন করোনা রোগী, যাদের দেহে কোভিডের একাধিক উপসর্গ রয়েছে, তাদের থেকে নমুনা সংগ্রহ করা হয়।

২) এদের মধ্যে ৩৬ জন ভ্যাকসিনের দুটি ডোজই নিয়েছেন, অন্য ২৭ জন একটি ডোজ নিয়েছিলেন।

৩) ৬৩ জনের মধ্যে, ৫৩ জন কোভ্যাক্সিনের একটি করে ডোজ দেওয়া হয়েছিল এবং বাকিরা কোভিশিল্ড নিয়েছিলেন।

৪) গবেষণায় দেখা গেছে, এর মধ্যে ৭৬.৯ শতাংশই ডেল্টা ভেরিয়্যান্ট দ্বারা আক্রান্ত, যারা সিঙ্গেল ডোজ পেয়েছিলেন এবং ৬০ শতাংশ মানুষ দুটি ডোজই পেয়েছিলেন।

৫) AIIMS জানিয়েছে যে, এই গবেষণায় ৪১ জন পুরুষ এবং ২২ জন মহিলা ছিলেন।

৬) তবে এই সমীক্ষায় কারুর মৃত্যু হয়নি। এর থেকে বোঝা যাচ্ছে যে টিকাকরণ মৃত্যুর হার হ্রাস করে।

NCDC-IGIB স্টাডি অনুসারে, যারা কোভিশিল্ড ভ্যাকসিন পেয়েছিলেন তারা ডেল্টা ভেরিয়্যান্ট দ্বারা সংক্রামিত হয়েছেন। ২৭ জনের শরীরে করোনা ভাইরাসের ডেল্টা ভেরিয়্যান্ট থাবা বসিয়েছে, যারা এই ভ্যাকসিন গ্রহণ করেছিলেন এবং সংক্রমণের হার ৭০.৩ শতাংশ।

আরও পড়ুন : COVID nails : কোভিড থেকে সুস্থ হওয়ার পর নখে এই পরিবর্তনগুলি দেখা দিচ্ছে? জানুন এই গুরুতর সমস্যা সম্পর্কে

ভারতে করোনার দ্বিতীয় ঢেউয়ের জন্য ডেল্টা ভেরিয়্যান্ট-কেই দায়ী বলে মনে করা হচ্ছে। এই উভয় গবেষণায় বলা হয়েছে যে, কোভিশিল্ড বা কোভ্যাক্সিন এই দুটি টিকা ডেল্টা ভেরিয়্যান্টের বিরুদ্ধে কার্যকর, তবে কম। গবেষণায় আরও বলা হয়েছে যে, প্রতিটি ক্ষেত্রে সংক্রমণের তীব্রতার ফলাফলের উপর এর কোনও প্রভাব পড়ে না।

English summary

AIIMS Study Claims Delta Variant Can Infect Despite Covishield, Covaxin Doses

AIIMS Study Claims Delta Variant Can Infect Despite Covishield, Covaxin Doses. Read on.
X
Desktop Bottom Promotion