For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

রাস্তার দেকান থেকে ভুট্টা খেলেই খেল খতম!

একাধিক গবেষণায় দেখা গেছে ভুট্টা বাড়িতে পোড়ানো হোক, কী রাস্তার ধারের হেঁদো দোকানে, কোই ফারাক নেহি পারতা। কারণ ভুট্টা যেখানেই সেঁকা হোক না, এটা খেলেই শরীরের মঙ্গল হতে শুরু করে।

By Nayan
|

শীতের হিমেল হাওয়া গায়ে মেখে প্রেমিক-প্রমিকার ভুট্টা খাওয়ার দৃশ্য নয়নাভিরাম হলেও এমনভাবে যেখান-সেখান থেকে ভুট্টা খাওয়া কি আদৌ শরীরের পক্ষে উপকারি?

একি বলছেন মশাই! ট্রামে চেপে গড়ের মাঠ ভ্রমণ করতে করতে হবু স্ত্রীর সঙ্গে কত যে ভুট্টা খেয়েছি তা গুনে শেষ করা যাবে না। আর এখন আপনি এমন কথা বলছেন? তা খবরটা কতটা ঠিক বলতে পারেন? আরে বন্ধু এত সহজে ভরকে গেলে চলবে! এমন কিছুই ঘটে নি, একটা গুজবে ছড়িয়েছে মাত্র। দাঁড়ান দাঁড়ান একটু খোঁজ নিয়ে দেখা যাক।

একাধিক গবেষণায় দেখা গেছে ভুট্টা বাড়িতে পোড়ানো হোক, কী রাস্তার ধারের হেঁদো দোকানে, কোই ফারাক নেহি পারতা। কারণ ভুট্টা যেখানেই সেঁকা হোক না, এটা খেলেই শরীরের মঙ্গল হতে শুরু করে। কারণ এই প্রকৃতিক উপাদানটির শরীরে ঠাসা রয়েছে প্রচুর মাত্রায় ভিটামিন এ, বি, ই সহ নানাবিধ পুষ্টিকর উপাদান। সেই সঙ্গে রয়েছে ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট সহ আরও সব উপকারি মিনারেল, যা নানাভাবে শরীরের উপকারে বিশেষ ভূমিকা পালন করে থাকে। এই যেমন ধরুন...

১. কনস্টিপেশনের মতো সমস্যা দূর করে:

১. কনস্টিপেশনের মতো সমস্যা দূর করে:

ভুট্টার অন্দরে উপস্থিত ফাইবার শরীরে প্রবেশ করার পর একদিকে যেমন পাকস্থলির কর্মক্ষমতা বাড়ায়, তেমনি শরীরের বর্জ্যের পরিমাণ বাড়িয়ে কোষ্ঠকাঠিন্য মতো সমস্যা কমাতেও বিশেষ ভূমিকা পালন করে থাকে। সেই সঙ্গে বদ-হজমের প্রকোপ কমাতেও বিশেষ ভূমিকা নেয়। প্রসঙ্গত, ফাইবার, নানাবিধ ক্যান্সারকে দূরে রাখতেও বিশেষ ভূমিকা পালন করে থাকে।

২. শরীর এবং মস্তিষ্কের গঠনে সাহায্য করে:

২. শরীর এবং মস্তিষ্কের গঠনে সাহায্য করে:

ভুট্টায় উপস্থিত ভিটামিন বি, থিয়ামিন এবং নিয়াসিন ব্রেন পাওয়ার বাড়ানোর পাশাপাশি ব্রেন সেলের গ্রোথেও বিশেষ ভূমিকা পালন করে থাকে। তাই তো এই প্রকৃতিক উপাদানটি নিয়মিত খাওয়ার অভ্য়াস করলে কোনও ধরনের ব্রেন ডিজিজে আক্রান্ত হওয়ার আশঙ্কা একেবারে কমে যায়। শুধু তাই নয়, এই পুষ্টিকর উপাদানগুলি শরীরকে ভিতর থেকে শক্তিশালী করে তুলতেও সাহায্য করে। তাই তো নিয়িমত ভুট্টা খেলে শরীর এবং মস্তিষ্কের স্বাস্থ্য নিয়ে কোনও চিন্তাই থাকে না।

৩. ওজন বাড়ায়:

৩. ওজন বাড়ায়:

১০০ গ্রাম ভুট্টায় কম-বেশি প্রায় ৩৪২ ক্যালরি থাকে। তাই তো ওজন বৃদ্ধির ইচ্ছা থাকলে রোজের ডায়েটে ভুট্টার অন্তর্ভুক্তি ঘটাতেই পরেন। এবার ভুঝেছেন তো বডি বিল্ডাররা কেন এত ভুট্টা খেতে ভালবাসেন! প্রসঙ্গত, ভুট্টার অন্দরে থাকা কার্বোহাইড্রেড, এনার্জির ঘাটতি দূর করে শরীরকে চনমনে করে তুলতেও বিশেষ ভূমিকা পালন করে থাকে। তাই এবার থেকে দিনের শেষে ক্লান্তি যখন ঘিরে ধরবে, তখন একটা ভুট্টা খেতে খেতে বাড়ি ফিরবেন। দেখবেন কেমন নিমেষে ক্লান্তি দূর হয়ে যাবে।

৪. খনিজের ঘাটতি দূর করে:

৪. খনিজের ঘাটতি দূর করে:

শরীরকে সচল এবং রোগমুক্ত রাখতে যে যে খনিজের প্রয়োজন পরে, তার বেশিরভাগই মজুত রয়েছে ভুট্টায়। যেমন- ফসফরাস, ম্যাগনেসিয়াম, মেঙ্গানিজ, জিঙ্ক, আয়রন এবং কপার প্রভৃতি। সেই সঙ্গে রয়েছে সেলেনিয়ামের মতো উপকারি খনিজও। তাই তো নিয়মিত ভুট্টা খেলে শরীর বাবাজিকে নিয়ে আর কোন চিন্তা থাকে না।

৫. ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে:

৫. ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে:

আমাদের দেশে যেহারে ক্যান্সার রোগের প্রকাপ বৃদ্ধি পাচ্ছে তাতে ভুট্টা খাওয়া প্রয়োজনও বাড়ছে লাফিয়ে লাফিয়ে। আসলে ভুট্টার শরীরে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের দেহের অন্দরে প্রবেশ করার পর ক্ষতিকর টক্সিক উপাদানদের বের করে দিতে শুরু করে। ফলে ক্যান্সার সেলের জন্ম নেওয়ার আশঙ্কা হ্রাস পায়। প্রসঙ্গত, ভুট্টায় ফেরলিক অ্যাসিড নামক একটি উপাদান থাকে, এটি আসলে একটি অ্যান্টি-কার্সিনোজেনিক প্রপাটিজ, যা টিউমার প্রতিরোধে বিশেষ ভূমিকা পালন করে থাকে।

৬. হার্টের স্বাস্থ্যের উন্নতি ঘটায়:

৬. হার্টের স্বাস্থ্যের উন্নতি ঘটায়:

ইন্ডিয়ান হার্ট অ্যাসোসিয়েশনের প্রকাশ করা রিপোর্ট অনুসারে আগামী কয়েক বছরের মধ্যে সারা বিশ্বে আমাদের দেশ, কার্ডিওভাসকুলার ডিজিজে আক্রান্তের নিরিখে একেবারে প্রথম স্থান নেবে। এমনটা যদি বাস্তবিকই হয়, তাহলে যে বেজায় চিন্তার বিষয়, তা আর নিশ্চয় আলাদা করে বলে দিতে হবে না। এমন পরিস্থিতিতে নানাবিধ হার্টের রোগের মার থেকে নিজেকে এবং পরিবারের বাকি সদস্যদের বাঁচাতে ভুট্টা খাওয়া শুরু করুন। দেখবেন বেশ উপকার মিলবে। কিন্তু ভুট্টার সঙ্গে হার্টের ভাল-মন্দের কি সম্পর্ক? বেশ কিছু গবেষণায় দেখা গেছে ভুট্টা থেকে তৈরি কর্ন অয়েল খাওয়া শুরু করলে শরীরে খারাপ কোলেস্টেরেলর মাত্রা কমাতে শুরু করে। সেই সঙ্গে তেলটিতে উপস্থিত ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড হার্টের কর্মক্ষমতা বাড়াতে বিশেষ ভূমিকা নেয়। ফলে হার্টের কোনও ধরনের ক্ষতি হওয়ার আশঙ্কা একেবারে কমে যায়।

৭. অ্যানিমিয়া রোগকে দূরে রাখে:

৭. অ্যানিমিয়া রোগকে দূরে রাখে:

শরীরে আয়রনের ঘাটতি দূর করার পাশাপাশি লহিত রক্ত কণিকার উৎপাদন বাড়িয়ে অ্যানিমিয়া রোগের প্রকোপ কমাতে ভুট্টা বিশেষ ভূমিকা পালন করে থাকে। সেই সঙ্গে কোষের গঠনেও সাহায্য করে। তাই এর পর থেকে কোনও সময় যদি রক্তাল্পতার মতো সমস্যায় আক্রান্ত হন, তাহলে ভুট্টা খেতে ভুলবেন না যেন!

Read more about: রোগ শরীর
English summary

শীতের হিমেল হাওয়া গায়ে মেখে প্রেমিক-প্রমিকার ভুট্টা খাওয়ার দৃশ্য নয়নাভিরাম হলেও এমনভাবে যেখান-সেখান থেকে ভুট্টা খাওয়া কি আদৌ শরীরের পক্ষে উপকারি?

Corn not only provides the necessary calories for healthy, daily metabolism but is also a rich source of vitamin A, B, E and many minerals. Its high fiber content ensures that it plays a significant role in the prevention of digestive ailments like constipation and hemorrhoids as well as colorectal cancer. The antioxidants present in it also act as anti-carcinogenic agents and prevent Alzheimer’s disease.
Story first published: Thursday, December 14, 2017, 15:08 [IST]
X
Desktop Bottom Promotion