For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

চুল সেট করতে হেয়ার স্প্রে ব্যবহার করেন? জেনে নিন হেয়ার স্প্রে অপসারণের কিছু টিপস

|

চুলের সেটিং ঠিকঠাক রাখার জন্য এখন অনেকেই হেয়ার স্প্রে ব্যবহার করেন। খোঁপা বা চুলের কোনও স্টাইল করার পর তা সঠিক রাখার জন্য চুলে স্প্রে করা হয়। তবে চুল থেকে ঠিক ভাবে হেয়ার স্প্রে অপসারণ না করলে কিন্তু বিপদ! এতে স্ক্যাল্প এবং চুলের মারাত্মক ক্ষতি হয়। জেনে নিন, চুল থেকে হেয়ার স্প্রে অপসারণ করার কিছু ঘরোয়া টিপস -

Ways To Remove Hair spray from Your Hair

থালা বাসন ধোওয়ার সাবান

বাসন ধোওয়ার সাবানে ডিটারজেন্ট থাকে এবং সহজেই চুল থেকে হেয়ার স্প্রে অপসারণ করতে পারে। চিরুনিতে করে এই সাবান নিয়ে পুরো চুলে লাগিয়ে নিন। ১৫ মিনিট রাখার পর চুল ভাল করে ধুয়ে ফেলুন। আপনি ডিশ সোপের পরিবর্তে শ্যাম্পুও ব্যবহার করতে পারেন।

তবে বাসন ধোওয়ার সাবান খুব কঠোর হয়। চুল ও স্ক্যাল্পের তেল শোষণ করতে পারে। তাই, খুব ভেবেচিন্তে এটি ব্যবহার করুন।

বেকিং সোডা

শ্যাম্পুতে এক টেবিল চামচ বেকিং সোডা মিশিয়ে চুলে লাগান। কিছুক্ষণ রাখার পরে ধুয়ে ফেলুন। বেকিং সোডা সরাসরি ভেজা চুল এবং মাথার ত্বকে লাগাতে পারেন। তারপর শ্যাম্পু করে নিন।

ক্ল্যারিফাইং শ্যাম্পু

প্রতিদিন হেয়ার স্প্রে ব্যবহার করেন? তাহলে এই শ্যাম্পু আপনার জন্য সেরা হতে পারে। ক্ল্যারিফাইং শ্যাম্পুতে উচ্চ পরিমাণে SLS (ডিটারজেন্ট) থাকে, যা চুল ও মাথার ত্বকের সমস্ত ময়লা দূর করে। তবে এটি প্রতিদিন ব্যবহার করবেন না।

অ্যাপেল সাইডার ভিনেগার

অ্যাপেল সাইডার ভিনেগার হেয়ার স্প্রে অপসারণ করতে দারুণ কার্যকর। জলে পরিমাণমতো ভিনেগার মিশিয়ে নিন। এটি দিয়ে চুল ধুয়ে ফেলুন। অ্যাপেল সাইডার ভিনেগার চুলকে মসৃণ ও উজ্জ্বল করে তোলে।

আরও পড়ুন : শীতকালে খুশকিতে নাজেহাল? এই ঘরোয়া টোটকায় কাজ হবে এক সপ্তাহেই!

English summary

Ways To Remove Hair spray from Your Hair In Bengali

It is important to remove hairspray buildup, and there are several different ways to do so. Here are some tips. Scroll down.
Story first published: Wednesday, December 7, 2022, 19:28 [IST]
X
Desktop Bottom Promotion