For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ছেলেদের মুখের ব্রণ কমাতে এই গ্রিন টি ফেস মাস্ক ব্যবহার করুন

|

গ্রিন টি আমাদের স্বাস্থ্যের পক্ষেও অত্যন্ত উপকারি, তা আমরা সকলেই জানি! তবে স্বাস্থ্যের পাশাপাশি ত্বকের জন্যও কিন্তু গ্রিন টি খুব ভাল। মুখের ব্রণ দূর করতে গ্রিন টি অত্যন্ত কার্যকর। কেবলমাত্র মহিলারাই ব্রণর সমস্যায় ভোগে না, পুরুষদের মুখেও ব্রণ বা পিম্পল দেখা দেয়। গ্রিন টি ব্যবহার করে মুখের ব্রণ কমানো যেতে পারে। গ্রিন টি-তে উপস্থিত পলিফেনল ত্বকে উপস্থিত ব্যাকটিরিয়া দূর করে। তাহলে আসুন জেনে নেওয়া যাক, গ্রিন টি ব্যবহারের সঠিক উপায়।

Use Green Tea To Get Rid Of Acne In Men

গ্রিন টি এবং মধু

১) গ্রিন টি ব্যাগ গরম জলে দুই থেকে তিন মিনিট ভিজিয়ে রেখে তুলে নিন।

২) টি ব্যাগ ঠান্ডা হয়ে এলে, এটি কেটে তার মধ্যে থেকে গ্রিন টি বার করে ফেলুন।

৩) এবার এই গ্রিন টি-তে মধু মিশিয়ে পেস্ট তৈরি করুন।

৪) এরপরে এই পেস্টটি মুখে লাগান। প্রায় কুড়ি মিনিট পরে মুখ ধুয়ে ফেলুন।

৫) এই ফেস প্যাকটি সপ্তাহে তিন থেকে চারবার প্রয়োগ করুন। দেখবেন মুখের ব্রণ কমবে!

গ্রিন টি ফেস মিস্ট

মুখের ব্রণ দূর করতে গ্রিন টি ফেস মিস্ট ব্যবহার করা যেতে পারে। এছাড়াও এটি মুখের জ্বালাভাব এবং ফোলাভাব কমাতে পারে। মুখের ব্রণ থেকে মুক্তি পেতে প্রতিদিন গ্রিন টি পান করার পাশাপাশি মুখে গ্রিন টি ফেস মিস্ট ব্যবহার করুন। ফেস মিস্ট ব্যবহার করতে, গ্রিন টি গরম জলে ভিজিয়ে তুলে নিন। এর পরে এই জলটি স্প্রে বোতলে রেখে দিন। মুখ পরিষ্কার করার পরে মুখে মিস্ট-টি লাগান। কিছুক্ষণ পর জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। দিনে অন্তত দু'বার মুখে ফেস মিস্ট লাগান। এতে মুখের দাগ কমতে পারে।

আরও পড়ুন : হাতের চামড়ায় ভাঁজ পড়েছে? আজ থেকেই মেনে চলুন এই নিয়ম

English summary

Use Green Tea To Get Rid Of Acne In Men

Men Skin Care Tips: How To Get Rid Of Acne Of Boys By Green Tea At Home. Read On.
X
Desktop Bottom Promotion