For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

আপনার ত্বক কি খুব সেনসিটিভ? নিশ্চিন্তে ব্যবহার করুন এই ৫ উপাদান!

|

ত্বকের ধরন যেমনই হোক না কেন, কোনও না কোনও সমস্যা থাকবেই। এর প্রধান কারণ হল দূষণ, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও জীবনযাত্রা। তবে যাদের ত্বক সেনসেটিভ, তাদের সমস্যা সবচেয়ে বেশি। সামান্য এদিক-ওদিক হলেই ত্বকে র‍্যাশ বেরোতে আরম্ভ করে, ফুলে যায়, লাল হয়ে যায়। আর, যদি কোনও প্রোডাক্ট ত্বকে সহ্য না হয়, তা হলে তো আরও বিপদ! ত্বকে ব়্যাশ, লালচে ভাব তো হবেই, আরও বড়ো সমস্যাও দেখা দিতে পারে। তাই আপনার যদি সেনসেটিভ ত্বক হয়, তাহলে প্রথম থেকেই সাবধান হয়ে যাওয়া ভাল। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন।

কিন্তু এমন কয়েকটি উপাদান রয়েছে, যা চোখ বন্ধ করে সেনসেটিভ ত্বকের পরিচর্যায় ব্যবহার করতে পারেন। সেগুলি কী কী, তা জেনে নিন।

Skin care Ingredients People With Sensitive Skin

অ্যালোভেরা

অ্যালোভেরা যে কোনও ধরনের ত্বকের জন্যই আদর্শ। বিশেষ করে, সংবেদনশীল ত্বকের জন্য অ্যালোভেরা দারুণ উপকারী। এর মধ্যে থাকা ভিটামিন, মিনারেল, অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের বিবিধ সমস্যা দূর করে। অ্যালোভেরা ত্বক প্রশমিত করতে পারে, সানবার্ন এবং ত্বকের ছোটোখাটো সমস্যা নিরাময়ে খুবই কার্যকর। আপনি ত্বকের পাশাপাশি চুলের যত্নেও অ্যালোভেরা ব্যবহার করতে পারেন।

গ্লিসারিন

হিউমেক্ট্যান্ট হিসেবে পরিচিত গ্লিসারিন। এটি ত্বককে ময়েশ্চারাইজ করতে পারে। ত্বকের যত্নে এই উপাদানটি খুবই নিরাপদ বলে মনে করা হয়।

গ্রিন টি

গ্রিন টি ত্বকে বয়সের ছাপ পড়তে দেয় না। এতে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে এবং ত্বককে প্রশমিত করতে পারে। গবেষকদের মতে, গ্রিন টি ত্বকের আর্দ্রতা বজায় রাখে এবং প্রদাহ কমাতে পারে।

আরও পড়ুন : তৈলাক্ত ত্বকের যত্নে কী ভাবে ময়েশ্চারাইজার বাছাই করবেন? জেনে নিন

হায়ালুরোনিক অ্যাসিড

ত্বক ও চুলে আর্দ্রতা ধরে রাখতে পারে হায়ালুরোনিক অ্যাসিড। এই পলিস্যাকারাইড আমাদের ত্বক ও চুলে প্রাকৃতিকভাবে দেখা দেয়। এই উপাদানটি সংবেদনশীল ত্বকের যত্নে খুবই উপকারী।

ডাইমেথিকোন

ডাইমেথিকোন এক ধরনের সিলিকন-ভিত্তিক উপাদান। এখন অনেক স্কিন ও হেয়ার কেয়ার প্রোডাক্টে এই সিলিকন উপাদানটি ব্যবহার করা হয়। এটি ত্বককে ময়েশ্চারাইজ করতে পারে। চুলের যত্নেও এই উপাদানটি চোখ বন্ধ করে ব্যবহার করতে পারেন।

English summary

Skin care Ingredients For People With Sensitive Skin MUST Have!

Managing sensitive skin is essential so that you don’t make any conditions worse. Using the right skin care products will improve the look and feel of your skin. Read on.
Story first published: Wednesday, December 7, 2022, 17:52 [IST]
X
Desktop Bottom Promotion