For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

তৈলাক্ত ত্বকের যত্নে কী ভাবে ময়েশ্চারাইজার বাছাই করবেন? জেনে নিন

|

তৈলাক্ত ত্বকে সারা বছরই কিছু না কিছু সমস্যা লেগেই থাকে। এই ধরনের ত্বকে সব পণ্য ব্যবহারও করা যায় না। সারাক্ষণই মুখ তেলতেলে হয়ে থাকে, চিটচিট করে। ময়েশ্চারাইজার ব্যবহার করলে ত্বকে তেলের উৎপাদন আরও বেড়ে যাবে, এই ভেবে অনেকে ময়েশ্চারাইজার লাগাতেও ভয় পান। কিন্তু তাতে বিপদ কমার পরিবর্তে আরও বাড়ে!

ত্বকের ধরন যেমনই হোক না কেন, সর্বদা ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত। ত্বক তৈলাক্ত এবং ব্রণ প্রবণ হলেও, ত্বককে ময়েশ্চারাইজ করা উচিত। তবে অয়েলি স্কিনের জন্য ময়েশ্চরাইজার কেনার আগে অবশ্যই দেখে নেবেন প্রোডাক্টে এই ৫ উপাদান আছে কিনা -

Best Moisturizing Ingredients For Oily Skin

অ্যালোভেরা জেল

অ্যালোভেরা জেলের অ্যান্টি-ইনফ্ল্যামেটরি, অ্যান্টি-অক্সিডেন্ট এবং হাইড্রেটিং বৈশিষ্ট্যগুলি ত্বক উজ্জ্বল করার পাশাপাশি সিবাম উৎপাদন নিয়ন্ত্রণে সহায়তা করে। এছাড়াও, অ্যালোভেরা জেলে অ্যান্টি-ব্যাকটেরিয়াল গুণ রয়েছে, যা ব্রণ প্রতিরোধ করে।

স্যালিসিলিক অ্যাসিড

তৈলাক্ত ত্বকের জন্য আরেকটি চমৎকার ময়েশ্চারাইজার হল স্যালিসিলিক অ্যাসিড। স্যালিসিলিক অ্যাসিড ব্রণ-প্রবণ ত্বকের জন্য দারুণ উপকারি। এর অগণিত উপকারিতা রয়েছে। এর মধ্যে অ্যান্টি-ইনফ্ল্যামেটরি গুণ রয়েছে, যা ডেড স্কিন সেল অপসারণ করে ত্বকের ছিদ্রগুলি খুলে দেয়।

নিয়াসিনামাইড

নিয়াসিনামাইড ত্বকে অতিরিক্ত সিবাম (তেল) উৎপাদন নিয়ন্ত্রণ করে এবং ব্রণ হতে দেয় না।

হায়ালুরোনিক অ্যাসিড

হায়ালুরোনিক অ্যাসিড ত্বককে ভেতর থেকে পুনরুজ্জীবিত করে তোলে। হায়ালুরোনিক অ্যাসিডে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যার সাহায্যে এটি কোষের পুনর্জন্ম করে। ত্বকের অমেধ্য বা ডেড স্কিন সেল দূর করে। স্বাস্থ্যকর, উজ্জ্বল ত্বক পেতে সহায়তা করে।

বিটেইন

বিটেইন আমাদের ত্বককে হাইড্রেট, উজ্জ্বল করে তোলে এবং ত্বকের তারুণ্যতা বজায় রাখে। এছাড়াও, এই উপাদান ত্বকের টেক্সচার উন্নত করে এবং তৈলাক্ত ত্বকের সমস্যা দূর করে।

English summary

Best Moisturizing Ingredients For Oily Skin In Bengali

Moisturising Ingredients For Oily Skin: Make Sure Your Moisturiser Have These Five Ingredients. Read on.
Story first published: Wednesday, November 30, 2022, 18:51 [IST]
X
Desktop Bottom Promotion