For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

অল্প দিনেই ফর্সা ত্বক পেতে কাজে লাগান মুলতানি মাটিকে!

এই প্রবন্ধে মুলতানি মাটির সঙ্গে আরও বেশ কিছু উপাদান মিশিয়ে কীভাবে নানা ধরনের ফেসপ্যাক বানাতে হয়, সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল। যেগুলিকে কাজে লাগালে ত্বকের স্বাস্থ্যের উন্নতি ঘটতে সময় লাগে না।

|

১৮ শতকে পাকিস্থানের মুলতান শহরে এমন একটি মাটির সন্ধান পাওয়া যায়, যা নাকি ত্বককে পরিষ্কার করে তোলার পাশাপাশি ফর্সা ত্বক পেতেও দারুনভাবে সাহায্য করতে পারে। সে সময় কথাটি সেভাবে কেউ বিশ্বাস না করলেও সময় যত এগিয়েছে, তত মুলতানি মাটি নামে খ্যাত এই প্রকৃতিক উপাদানটি শুধু পাকিস্তানে নয়, ভারত, বাংলা দেশ সহ পশ্চিমী দেশেও জনপ্রিয় হতে শুরু করে। এই সময় একদল ডার্মাটোলজিস্ট মুলতানি মাটি আদৌ কতটা কার্যকরি সেই নিয়ে গবেষণা শুরু করেন। তাতে যা জানতে পারা যায়, তা বেজায় চমকপ্রদ!

কী জানতে পারা যায় গবেষণায়? পরীক্ষাটি চলাকালীন চিকিৎসকেরা লক্ষ করেন মুলতানি মাটির সঙ্গে আরও কিছু প্রকৃতিক উপাদানকে মিশিয়ে বানানো মিশ্রনের সাহায্যে যদি নিয়মিত ত্বকের পরিচর্যা করা যায়, তাহলে একদিকে যেমন ফর্সা হয়ে উঠতে সময় লাগে না, তেমনি স্কিন ইনফেকশন সহ একাধিক ত্বকের রোগের প্রকোপ কমতেও সময় লাগে না। তাই অল্প দিনেই যদি অপরূপ সুন্দরি হয়ে উঠতে চান, তাহলে বাকি প্রবন্ধটি পড়ে ফলতে ভুলবেন না যেন!

এই প্রবন্ধে মুলতানি মাটির সঙ্গে আরও বেশ কিছু উপাদান মিশিয়ে কীভাবে নানা ধরনের ফেসপ্যাক বানাতে হয়, সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল। যেগুলিকে কাজে লাগালে ত্বকের স্বাস্থ্যের উন্নতি ঘটতে সময় লাগে না।

১. তেলতেলে ত্বকের চিকিৎসায়:

১. তেলতেলে ত্বকের চিকিৎসায়:

যাদের ত্বক ওয়েলি তাদের মাঝে মধ্যেই ব্রণর সমস্যা হয়ে থাকে। সেই সঙ্গে স্কিন টোনের অবনতি হওয়া এবং সৌন্দর্য কমে যাওয়ার মতো ঘটনা ঘটার আশঙ্কাও বাড়ে। তাই তো তেলতেলে ত্বকের সমস্যা কমাতে মুলতানি মাটির ব্যবহার শুরু করতে দেরি করবেন না। এক্ষেত্রে ১ টা ছোট কাপে মুলতানি মাটি নিয়ে তার সঙ্গে ২ চামচ গোলাপ জল মিশিয়ে একটি পেস্ট বানিয়ে নিতে হবে। তারপর মিশ্রনটি ভাল করে মুখে লাগিয়ে কম করে ১৫ মিনিট রেখে দিতে হবে। সময় হয়ে গেলে মুখটা ধুয়ে ফেললেই কেল্লাফতে! কারণ এইভাবে প্রায় প্রতিদিন যদি ত্বকের পরিচর্যা করতে পারেন, তাহলে তেলতেলে ত্বকের সমস্যা কমতে দেখবেন সময় লাগবে না।

২. ত্বকে নরম এবং তুলতুলে করতে:

২. ত্বকে নরম এবং তুলতুলে করতে:

এক্ষেত্রে ১ টা ছোট কাপে মুলতানি মাটি নিয়ে তার সঙ্গে ১ চামচ গুঁড়ো বাদাম এবং সমপরিমাণে দুধ মিশিয়ে একটি মিশ্রন বানিয়ে নিতে হবে। তারপর ভাল করে ত্বকে লাগাতে হবে। যখন দেখবেন পেস্টটি একেবারে শুকিয়ে গেছে তখন ভেজা কাপড় দিয়ে মুখটা পরিষ্কার করে নিতে হবে। এইভাবে সপ্তাহে ২-৩ দিন ত্বকের পরিচর্যা করলে দেখবেন অল্প দিনেই ত্বক নরম এবং তুলতুলে হয়ে উঠবে।

৩. দাগ মুক্ত ত্বক পেতে:

৩. দাগ মুক্ত ত্বক পেতে:

খেয়াল করে দেখবেন কখনও ব্রণর কারণে তো কখনও অন্যদিকে কোনও কারণে সারা মুখে ছোপ ছোপ দাগের সৃষ্টির হয়। এমন ধরনের ত্বকের দাগকে নির্মূল করতে মুলতানি মাটির সঙ্গে টমাটোর রস মিশিয়ে একটি পেস্ট বানিয়ে নিতে হবে। তারপর সেই পেস্টটি ভাল করে মুখে লাগিয়ে কম করে ১০-১৫ মিনিট অপেক্ষা করতে হবে। সময় হয়ে গেলে ধুয়ে ফেলতে হবে সারা মুখটা। প্রসঙ্গত, এক্ষেত্রে ২ চামচ মুলতানি মাটির সঙ্গে ২ চামচ টমাটোর রস, ১ চামচ চন্দন গুঁড়ো এবং ১ চামচ হলুদ গুঁড়ো মিশিয়ে পেস্টটি বানাতে হবে।

৪. ত্বককে উজ্জ্বল এবং প্রাণবন্ত করে তুলতে:

৪. ত্বককে উজ্জ্বল এবং প্রাণবন্ত করে তুলতে:

উজ্জ্বল এবং মসৃণ ত্বকের অধিকারি হয়ে উঠতে মুলতানি মাটি এবং মধু সহযাগে বানানো প্যাককে কাজে লাগাতে ভুলবেন না। এই প্যাকটি বানাতে প্রয়োজন পরবে ৩ চামচ মুলতানি মাটি, ১ চামচ টমাটোর রস, ১ চামচ মধু এবং হাফ চামচ দুধের। সবকটি উপাদান একসঙ্গে মিশিয়ে বানানো পেস্টা মুখে লাগিয়ে ১০ মিনিট অপেক্ষা করতে হবে। সময় হয়ে গেলে মুখটা হলকা গরম জল দিয়ে ধিয়ে নিতে হবে। প্রসঙ্গত, সপ্তাহে মাত্র একবার যদি এই পেস্টটি মুখে লাগানো যায়, তাহলে ড্রাই স্কিনের সমস্যা তো কমবেই। সেই সঙ্গে ত্বক উজ্জ্বল এবং প্রাণবন্ত হয়ে উঠতেও সময় লাগবে না।

৫.ফর্সা ত্বক পেতে:

৫.ফর্সা ত্বক পেতে:

অল্প দিনেই ফর্সা এবং উজ্জ্বল ত্বকের অধিকারি হয়ে উঠতে এই ফেস প্যাকটিকে কাজে লাগাতে ভুলবেন না যেন! এক্ষেত্রে আপনার প্রয়োজন পরবে ১ চামচ মুলতানি মাটি, ১ চামচ মধু এবং ১ চামচ পেঁপের। সবকটি উপাদান ভাল করে মিশিয়ে নিতে হবে প্রথমে। তারপর মুখটা ভাল করে ধুয়ে নিয়ে পেস্টটি লাগাতে হবে। যখন দেখবেন পেস্টটি ভাল রকমভাবে শুকিয়ে গেছে, তখন মুখটা ধুয়ে নিতে হবে। প্রসঙ্গত, সপ্তাহে ২-৩ বার এই মিশ্রনটিকে কাজে লাগিয়ে ত্বকের পরিচর্যা করলে অল্প দিনেই স্কিন টোনের উন্নতি ঘটতে শুরু করবে।

Read more about: শরীর রোগ
English summary

এই প্রবন্ধে মুলতানি মাটির সঙ্গে আরও বেশ কিছু উপাদান মিশিয়ে কীভাবে নানা ধরনের ফেসপ্যাক বানাতে হয়, সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল। যেগুলিকে কাজে লাগালে ত্বকের স্বাস্থ্যের উন্নতি ঘটতে সময় লাগে না।

Simple Face Packs Using Multani MittiMultani mitti is highly beneficial for oily and acne-prone skin. Its lime content is known to kill harmful bacteria and remove excess oil and dirt, thus leaving the skin clean and soft. It offers a cooling effect to the skin and relieves the inflammation caused due to severe acne. Fuller’s earth also helps tighten the skin, which further reduces wrinkles and fine lines. Whether you have dry skin or a normal one, multani mitti won’t dissapoint you!
Story first published: Monday, March 5, 2018, 15:32 [IST]
X
Desktop Bottom Promotion