For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

শীতে ত্বক শুষ্ক, রুক্ষ হয়ে পড়েছে? গ্লিসারিন ব্যবহারেই ত্বক থাকবে মসৃণ ও মোলায়েম!

|

শীতকালে ত্বকে দেখা দেয় নানান সমস্যা। ত্বক শুষ্ক হয়ে যায়, ফাটতে শুরু করে। শীত যতই বাড়তে থাকে, তার সঙ্গে পাল্লা দিয়ে কমতে থাকে ত্বকের আর্দ্রতা। আর এই রুক্ষ, শুষ্ক ত্বকেই আর্দ্রতা ধরে রাখতে গ্লিসারিনের জুড়ি মেলা ভার। গ্লিসারিন ত্বককে কোমল ও মসৃণ করে, পাশাপাশি ত্বকের দাগছোপ এবং রিঙ্কেলসও কমায়। গ্লিসারিন ত্বককে রোদ থেকেও রক্ষা করে। তাহলে জেনে নিন, ত্বকের যত্নে গ্লিসারিন কী ভাবে ব্যবহার করবেন।

How To Use Glycerin on Face

মুখে গ্লিসারিন ব্যবহারের উপায়

১) প্রথমে মুখ জল দিয়ে ভাল করে ধুয়ে ফেলুন। তোয়ালে দিয়ে মুখ হালকা মুছে নিন।

২) তুলোয় সামান্য গ্লিসারিন নিয়ে পুরো মুখে লাগান। চোখের চারপাশে লাগাবেন না।

৩) কিছুক্ষণ রাখার পর মুখ ধুয়ে ফেলুন।

গ্লিসারিন খুব ভাল ক্লিনজার

এক চা চামচ গ্লিসারিনের সঙ্গে তিন চা চামচ দুধ মিশিয়ে নিন। রাতে ঘুমানোর আগে এটি আপনার মুখে লাগান। পরদিন সকালে মুখ ধুয়ে ফেলুন।

আরও পড়ুন : শীতে চুল রুক্ষ হয়ে যাচ্ছে? মোলায়েম ও ঝলমলে চুল পেতে ব্যবহার করুন গ্লিসারিন!

ফেশিয়াল ক্লিনজার

আধা কাপ জলের সঙ্গে দেড় টেবিল চামচ গ্লিসারিন এবং কর্নফ্লাওয়ার মিশিয়ে নিন। এই মিশ্রণটি কিছুক্ষণ ফুটিয়ে নিন। তারপর এটি ঠান্ডা করে ত্বকে প্রয়োগ করুন। এবার হালকা গরম জলে মুখ ধুয়ে ফেলুন। গ্লিসারিন ত্বক থেকে ময়লা, তেল এবং মেক আপ অপসারণ করে।

গ্লিসারিন টোনার

১) মুখ ধোওয়ার পরে টোনিং করার জন্য, জলে সামান্য গ্লিসারিন মিশিয়ে ত্বকে লাগান।

২) এক কাপের এক-চতুর্থাংশ গ্লিসারিনের সঙ্গে দেড় কাপ গোলাপ জল মিশিয়ে টোনার তৈরি করুন।

English summary

How To Use Glycerin on Face In Bengali

Easy tips and tricks about how to use glycerin on face. Read on.
X
Desktop Bottom Promotion