Just In
- 3 hrs ago
Aloe Vera For Hair: চুলের নানা সমস্যা দূর করবে অ্যালভেরার হেয়ার মাস্ক! দেখে নিন কী ভাবে ব্যবহার করবেন
- 5 hrs ago
সারাদিন AC চালিয়েও কম আসবে ইলেকট্রিক বিল! কীভাবে? জেনে নিন
- 11 hrs ago
Mangal Gochar 2022 : মীন রাশিতে মঙ্গলের প্রবেশ, ৪০ দিন দুর্দান্ত কাটবে এই রাশির জাতকদের!
- 19 hrs ago
Ajker Rashifal : আজ আপনার ভাগ্যে কী আছে? দেখুন ১৬ মে-র রাশিফল
শীতে চুল রুক্ষ হয়ে যাচ্ছে? মোলায়েম ও ঝলমলে চুল পেতে ব্যবহার করুন গ্লিসারিন!
ত্বকের যত্নে গ্লিসারিনের ব্যবহার সম্পর্কে কম-বেশি আমরা সকলেই অবগত। গ্লিসারিন ত্বককে নরম করার পাশাপাশি ত্বকের দাগও দূর করে এবং রিঙ্কেলস কমাতে পারে। তবে আপনি হয়তো জানেন না, ত্বকের পাশাপাশি চুলের যত্নেও গ্লিসারিন ব্যবহার করা হয়। শীতকালে চুলের রুক্ষ-শুষ্কভাব কমাতে গ্লিসারিন খুবই কার্যকরী বলে মনে করা হয়।
শীতকালে ত্বকের মতো চুলও শুষ্ক হয়ে যায়। শুষ্ক আবহাওয়ার কারণে এমনিই এই সময় চুলের একটু বাড়তি পরিচর্যা লাগে। তাই শীতের সময় চুলের যত্ন নিতে, আপনি গ্লিসারিন ব্যবহার করতে পারেন। আসুন জেনে নিই, কীভাবে চুলে গ্লিসারিন ব্যবহার করবেন।

হেয়ার সিরাম
শীতের সময় চুল শুষ্ক-রুক্ষ হয়ে যাওয়ার সমস্যা নতুন নয়। চুলের শুষ্কভাব কমাতে গ্লিসারিন ব্যবহার করতে পারেন। হাতে কিছুটা গ্লিসারিন নিয়ে তাতে জল মিশিয়ে নিন। তারপর চুলে লাগান। সবসময় শ্যাম্পুর পরে ভেজা চুলে এটি লাগাবেন।

কন্ডিশনার হিসেবে ব্যবহার করুন
কন্ডিশনার হিসেবেও গ্লিসারিন ব্যবহার করতে পারেন। চুল ধোওয়ার পর কন্ডিশনারের সঙ্গে গ্লিসারিন মিশিয়ে নিন। এই ৩০ এমএল কন্ডিশনারে ৪ এমএল গ্লিসারিন মেশাতে হবে। খুব অল্প পরিমাণ গ্লিসারিন মেশাতে হবে। তারপর এটি চুলে লাগান, দেখবেন চুল সফ্ট ও শাইনি হয়ে যাবে।
আরও পড়ুন :শুষ্ক ত্বকের জন্য মুখের গ্লিসারিন ব্যবহার করুন, ত্বক হবে নরম ও উজ্জ্বল

হেয়ার মাস্কে গ্লিসারিন ব্যবহার করুন
শীতে চুলের রুক্ষ-শুষ্কভাব কমাতে আপনার হেয়ার মাস্কেও গ্লিসারিন ব্যবহার করতে পারেন। হেয়ার মাস্কে গ্লিসারিন ব্যবহার করলে চুলের স্বাভাবিক আর্দ্রতা বজায় থাকে, যার ফলে চুল নরম ও মসৃণ দেখায়।