For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

শ্যাম্পু ও ডিম একসঙ্গে মিশিয়ে চুলে লাগান, বর্ষার স্যাঁতস্যাঁতে আবহাওয়ায়ও চুল হবে জেল্লাদার ও মোলায়েম!

|

সৌন্দর্য বজায় রাখতে কেবল ত্বকের যত্ন নিলেই হয় না, পাশাপাশি চুলের যত্নও খুব গুরুত্বপূর্ণ। চুলে সঠিক সময়ে তেল দেওয়া, শ্যাম্পু করা এবং অন্যান্য বিভিন্ন উপায়ে চুলের যত্ন নেওয়ার মাধ্যমে চুল সিল্কি, সফ্ট ও উজ্জ্বল হয়ে ওঠে। কিন্তু চুলের যত্নে সামান্য ঘাটতি থেকে গেলেই চুল পড়া, রুক্ষ-শুষ্ক হওয়া, চুল ফাটা, মাথায় খুশকি হওয়া শুরু হয়ে যায়।

How To Use Egg And Shampoo Together In Your Hair Know Its Benefits

আপনি যদি চুল নিয়ে এমন কোনও সমস্যায় পড়ে থাকেন, তবে শ্যাম্পু ও ডিম আপনার চুলে ব্যবহার করতে পারেন। শ্যাম্পুর সাথে ডিম মিশিয়ে চুলে লাগালে নানান সমস্যা দূর হয়। শ্যাম্পু ও ডিম একসঙ্গে ব্যবহার করলে চুল প্রোটিন পাবে, যার ফলে চুলের গ্রোথ হবে। তাহলে জেনে নিন শ্যাম্পুর সাথে ডিম ব্যবহারের সঠিক পদ্ধতি।

শ্যাম্পু সাথে ডিম কীভাবে ব্যবহার করবেন?

শ্যাম্পু সাথে ডিম কীভাবে ব্যবহার করবেন?

সিল্কি ও উজ্জ্বল চুলের জন্য, ডিমের সাদা অংশ, এক চামচ লেবুর রস এবং চুলের ধরণ অনুযায়ী শ্যাম্পু নিন। একটি বাটিতে ডিমের সাদা অংশ, লেবুর রস এবং শ্যাম্পু নিয়ে ভালভাবে মেশান। এবার এই মিশ্রণটি ভেজা চুলে লাগান। মাথার ত্বকে ম্যাসাজ করুন, তারপরে চুল ধুয়ে ফেলুন। চুল সর্বদা ঠান্ডা জলে ধোওয়ার চেষ্টা করবেন। রেজাল্ট পাবেন হাতেনাতে!

শুষ্ক চুলের জন্য শ্যাম্পু এবং ডিমের ব্যবহার

শুষ্ক চুলের জন্য শ্যাম্পু এবং ডিমের ব্যবহার

আপনার চুল যদি শুষ্ক-রুক্ষ হয় তাহলে ডিমের কুসুম, এক চামচ অলিভ অয়েল বা নারকেল তেল এবং শ্যাম্পু নিন। একটি বাটিতে ডিমের হলুদ অংশ, নারকেল তেল বা অলিভ অয়েল ভাল করে মিশিয়ে নিন। এর পরে এতে আপনার ব্যবহার করা শ্যাম্পু দিয়ে মিশ্রিত করুন। এরপর এই মিশ্রণটি চুলে লাগিয়ে চুল ধুয়ে ফেলুন।

শ্যাম্পুর সাথে ডিম ব্যবহার করার উপকারিতা

শ্যাম্পুর সাথে ডিম ব্যবহার করার উপকারিতা

শ্যাম্পুর সাথে ডিমের ব্যবহারে চুলের রুক্ষ-শুষ্ক ভাব দূর হয়। চুলে জট কম পাকে। চুল নরম ও সিল্কি হয়। এর ব্যবহারে স্ক্যাল্পের চুলকানি বন্ধ হয়। চুল পড়াও বন্ধ হতে পারে। এছাড়াও, চুল ফাটা থেকে মুক্তি পেতেও এই উপায় প্রয়োগ করতে পারেন।

আরও পড়ুন : ফেসিয়াল করার পর এই ৬টি ভুল কখনই করবেন না, ত্বকের মারাত্মক ক্ষতি হতে পারে

English summary

How To Use Egg And Shampoo Together In Your Hair Know Its Benefits In Bengali

Hair care Tips : How To Use Egg And Shampoo Together In Your Hair Know Its Benefits In Bengali. Read On.
X
Desktop Bottom Promotion