For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

লকডাউনে মাথার চুল কাটা নিয়ে সমস্যায় পড়েছেন, দেখুন ঘরেই চুল কাটার সহজ পদ্ধতি

|

করোনার কারণে দেশজুড়ে চলছে লকডাউন। দীর্ঘদিন ধরে স্কুল-কলেজ, অফিস, দোকান-বাজার, সেলুন-পার্লার সমস্ত কিছুই বন্ধ। স্তব্ধ হয়ে গেছে জনজীবন। দীর্ঘদিন লকডাউন এর ফলে গৃহবন্দি অবস্থায় রয়েছেন মানুষজন। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে বাইরের আবহের থেকে। এমন অবস্থায় পুরুষেরা সমস্যায় পড়েছেন তাদের চুল নিয়ে। সেলুন বন্ধ থাকার ফলে কাটতে পারছেন না বাড়ন্ত চুল ও দাড়ি। যার ফলে এই প্যাচপ্যাচে গরমে অস্বস্তিতে ভুগছেন সকলে।

আরও পড়ুন : নখ বাড়তে চাইছে না? সুন্দর এবং লম্বা নখ তৈরি করতে রইল কিছু ঘরোয়া প্রতিকার

যদি আপনিও এমন সমস্যায় ভুগে থাকেন তবে চিন্তা করার দরকার নেই, সেলুন ছাড়াই নিজের চুল নিজেই কাটতে পারবেন। আসুন জেনে নিন ঘরে বসে চুল কাটার সহজ উপায়।

how to haircut yourself during the lockdown at home

বাড়িতে চুল কাটলে আপনি হয়তো সেলুনের মত লুকস পাবেন না বা বিভিন্ন হেয়ার স্টাইল করতে পারবেন না, তবে সাধারণ স্টাইলে কাটতে পারবেন নিজের চুল। তবে চলুন সবার আগে দেখে নিন ঘরে চুল কাটতে কী কী সরঞ্জাম ব্যবহার করবেন।

চুল কাটার সরঞ্জাম

চুল কাটতে ধার যুক্ত কাঁচি এবং চুলের ট্রিমার প্রয়োজন। কানের পাশে এবং ঘাড়ে সমান করতে নতুন ধারালো ব্লেড, সেফটি রেজার বা ক্ষুর। সঙ্গে রাখবেন দুটি আয়না। ট্রিমার দিয়ে চুল কাটতে একেবারেই ঝুঁকি থাকে না, তবে সাবধানতা অবলম্বন করা জরুরী।

চুল কাটার পদ্ধতি

১) প্রথমে ভালো করে শ্যাম্পু করে চুল ধুয়ে নিন।

২) চুলে চিরুনি দিয়ে চুলকে সমান করে নেবেন।

৩) এরপর ট্রিমার দিয়ে প্রথমে ডান কানের পাশ থেকে উপরের দিকে এক ইঞ্চি বা তার থেকে একটু বেশি পরিমাণ চুল ছোট করে ফেলুন।

৪) একইভাবে সমান মাপে বাম কানের পাশ থেকে উপরের অংশের চুল ছোট করে কেটে ফেলুন।

৫) ঠিক একইভাবে পেছনের চুল ছোট করে নিন।

৬) চুলগুলো ছোট করে নেওয়ার পর কাঁচি দিয়ে উপরের চুলগুলোকে দুটো আঙুলের ফাঁকে রেখে কেটে ফেলুন।

৭) মাঝের চুল যত বড় রাখতে চান সেই মাপটি নিজে থেকে দেখে নেবেন।

৮) এবার সাইডের চুল এবং মাঝের চুলকে ভালোভাবে সেট করে নিন। এক্ষেত্রে সাবধানে কাচির সাহায্যে অল্প অল্প চুল কেটে সেট করুন।

৯) নিজে থেকে সেট করতে না পারলে বাড়ির কারোর সাহায্য নিন।

১০) চুল সেট হয়ে যাওয়ার পর কান ও পেছনের অংশ সেফটি রেজার বা ক্ষুর দিয়ে চেঁচে নিন।

Read more about: haircut hair lockdown boys
English summary

how to haircut yourself during the lockdown at home

Here we are talking about hair cutting at home Know How To Haircut Yourself For Boys During The Lockdown Coronavirus At Home. read on.
X
Desktop Bottom Promotion