For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

(ছবি) কমবয়সেই চুল ওঠার সমস্যায় ভুগছেন? জেনে নিন আসল কারণ

|

ক্লান্তি, অবসাদ, ভুল ডায়েট, শরীরচর্চা না করা, চিকিৎসকের পরামর্শ ছাড়াই ওষুধ খাওয়া ইত্যাদি নানা কারণে খুব কম বয়সেই মাথা হালকা হয়ে যেতে পারে আপনার।

যদি স্নান করতে গিয়ে বা আঁচড়ানোর সময় দেখেন, বেশিমাত্রায় চুল উঠছে তবে অবশ্যই সাবধান হোন। এখন থেকেই যত্ন না নিলে কিন্তু মাথা জোড়া টাক হতে বেশি সময় লাগবে না।

সঠিক কারণগুলি জানা থাকলে তবেই আপনি চুল পড়ার সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। নিচের স্লাইডে জেনে নিন কী কী কারণে কমবয়সে চুল পড়ে যাচ্ছে আপনার।

ক্লান্তি

ক্লান্তি

ক্লান্তি ধীরে ধীরে আমাদের শরীরের নানা ক্ষতি করে। চুল পড়াতেও অনুঘটক হিসাবে কাজ করে শারীরিক ও মানসিক ক্লান্তি।

মাতৃত্ব

মাতৃত্ব

মাতৃত্বের কারণে বহু মহিলাই চুল পড়ার সমস্যায় ভোগেন। যদিও বেশিরভাগ মায়েদের ক্ষেত্রেই সন্তান জন্মের তিনমাস পর ফের চুল ওঠে মাথায়। তবে কারও কারও সমস্যা হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

ভিটামিন এ-র অভাব

ভিটামিন এ-র অভাব

শরীরে ভিটামিন এ-র অভাব হলে তা সবচেয়ে বেশি বোঝা যায় যখন মাথার চুল ঝরতে শুরু করে।

প্রোটিনের অভাব

প্রোটিনের অভাব

নানা ধরনের প্রোটিন আপনার শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে। শরীরে প্রোটিনের অভাব হলেই চুল পড়ার সমস্য়া হয়।

বংশগত পরম্পরা

বংশগত পরম্পরা

অনেকে বংশগতভাবে চুল পড়ার শিকার হন। তবে তেমন শতাংশে অনেক কম।

হরমোনের কারণে

হরমোনের কারণে

অনেকের হরমোনজনিত কারণে কমবয়সে চুল পড়ে যায়।

অ্যানিমিয়া

অ্যানিমিয়া

শরীরে আয়রনের খামতি হলে নানা ধরনের শারীরিক সমস্য়া হয়। চুল পড়া ছাড়াও চামড়া খসখসে হওয়া, ঔজ্জ্বলতা হারানো, দুর্বলতা, মাথাধরা ইত্যাদির সমস্যা হয়।

থাইরয়েড

থাইরয়েড

থাইরয়েডের সমস্যা হলে চুল পড়ার পাশাপাশি মাংসপেশিতে টান, শরীরের ওজন বেড়ে যায়।

ভিটামিন বি

ভিটামিন বি

ভিটামিন বি-র খামতিতেও চুল পড়তে পারে। শরীরে ভিটামিনের খামতি ঢাকতে ডিম, শাক-সবজি ও মাছ খেতে হবে প্রচুর পরিমাণে।

ওজন কমে যাওয়া

ওজন কমে যাওয়া

বেশিমাত্রায় শরীরচর্চা ও ডায়েট কন্ট্রোল করাও চুল পড়ায় ইন্ধন যোগায়।

পিসিওডি

পিসিওডি

এখনকার দিনে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম প্রতি ১০ জনে ৪ জন মহিলার হয়। এই কারণেও চুল পড়ার সমস্যা হয়।

মেডিকেসন

মেডিকেসন

চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ খাওয়া অভ্যাস করলে, কিছু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায় চুল পড়ে যায়।

English summary

Health Reasons For Loss Of Hair Under 25

Health Reasons For Loss Of Hair Under 25
Story first published: Thursday, July 2, 2015, 17:18 [IST]
X
Desktop Bottom Promotion