For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Dry Hair in Men: শুষ্ক-রুক্ষ চুল হয়ে উঠবে কোমল ও মসৃণ, ব্যবহার করুন এই ৩ হেয়ার প্যাক!

|

Hair Care Tips For Men in Bengali: ছেলে হোক বা মেয়ে, সুন্দর চুলই চেহারার সৌন্দর্য ধরে রাখতে পারে। শুষ্ক, রুক্ষ, অনুজ্জ্বল চুল সৌন্দর্য নষ্ট করার পাশাপাশি ব্যক্তিত্বের উপরও প্রভাব ফেলে। তাই চুলের সঠিক যত্ন নেওয়া খুবই জরুরি। তবে মেয়েরা নিজেদের চুলের যতটা যত্ন নেন, পুরুষরা তার একভাগও করেন না। ফলে চুল খুব রুক্ষ-শুষ্ক হয়ে থাকে, অকালেই মাথায় টাক পড়ে যায়

Hair care Tips To Manage Dry Hair In Men

ঘরে তৈরি হেয়ার প্যাক লাগালেই চুলের সব সমস্যা থেকে মুক্তি মিলতে পারে। তাহলে দেখে নিন, চুলের রুক্ষ-শুষ্কভাব দূর করে নরম ও মসৃণ চুল পেতে ছেলেরা কী করবেন-

ছেলেদের চুল শুষ্ক হওয়ার কারণ

ছেলেদের চুল শুষ্ক হওয়ার কারণ

ছেলেদের চুল রুক্ষ, শুষ্ক হওয়ার কারণ অনেকগুলি কারণ আছে, যেমন-

-ঘন ঘন শ্যাম্পু করা

-সূর্যের ক্ষতিকারক রশ্মি

-চুলে গরম জল ব্যবহার

-অতিরিক্ত হেয়ার ড্রায়ার ব্যবহার

-থাইরয়েডের সমস্যা

-ক্লোরিনযুক্ত জল ব্যবহার

-চুলে ঘন ঘন রঙ করা

-কেমিক্যালযুক্ত হেয়ার কেয়ার প্রোডাক্টের ব্যবহার, ইত্যাদি।

কলা, মধু এবং দইয়ের হেয়ার প্যাক

কলা, মধু এবং দইয়ের হেয়ার প্যাক

কলায় প্রচুর পরিমাণে পটাসিয়াম, কার্বোহাইড্রেট এবং ভিটামিন রয়েছে। কলা চুলের আর্দ্রতা ধরে রাখে এবং রুক্ষ-শুষ্ক হতে দেয় না। মধু শুষ্ক চুলে আর্দ্রতা এবং উজ্জ্বলতা ফিরিয়ে আনে। দই ক্ষতিগ্রস্থ চুলকে মেরামত করতে পারে।

একটি পাকা কলা চটকে, তার সঙ্গে এক টেবিল চামচ টক দই এবং এক টেবিল চামচ মধু মেশান। ভেজা চুলে এই পেস্টটি লাগিয়ে শাওয়ার ক্যাপ পরে নিন। ২০ মিনিট পর শ্যাম্পু করে ফেলুন।

মধু এবং নারকেল তেলের হেয়ার প্যাক

মধু এবং নারকেল তেলের হেয়ার প্যাক

নারকেল তেল চুলকে মসৃণ ও মোলায়েম করে। এই তেলে রয়েছে ফ্যাটি অ্যাসিড, যা চুল ভাঙতে দেয় না। মধু চুলকে ময়েশ্চারাইজ, নরম এবং উজ্জ্বল করে তোলে।

একটি বাটিতে পরিমাণমতো নারকেল তেল এবং মধু মিশিয়ে নিন ভালো করে। চুলের গোড়া থেকে আগা পর্যন্ত ভালো করে লাগান এই পেস্টটি। ১৫-২০ মিনিট রাখার পর শ্যাম্পু করে ফেলুন।

নারকেল তেল ও জোজোবা তেলের হেয়ার মাস্ক

নারকেল তেল ও জোজোবা তেলের হেয়ার মাস্ক

১ টেবিল চামচ নারকেল তেলের সঙ্গে ১ টেবিল চামচ জোজোবা অয়েল হালকা গরম করে নিন। চুল ও স্ক্যাল্পে এই তেলের মিশ্রণটি লাগিয়ে ২০ মিনিট রাখুন। তারপর শ্যাম্পু করে ফেলুন।

জোজোবা এবং নারকেল তেল, উভয়ই চুলকে ময়েশ্চারাইজ করে। নারকেল তেল মাথার ত্বক পরিষ্কার করে, চুল পড়া কমায়। আর, জোজোবা তেল খুশকি সারায়, এর পাশাপাশি চুলকে ময়েশ্চারাইজ ও মজবুত করে।

English summary

Hair care Tips To Manage Dry Hair In Men in Bengali

Here we are talking about the Natural Hair care Tips To Manage Dry Hair In Men in bengali. Read on.
X
Desktop Bottom Promotion