For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

আপনি কি রাতে ভেজা চুলে ঘুমোতে যান? পড়ুন এর ক্ষতিকারক প্রভাবগুলি

|

মাথার চুল ধোয়ার সঠিক সময় নিয়ে নানান বিতর্ক আছে। অনেকেই রাতে চুল ধুতে পছন্দ করেন। আবার অনেকে নিজের সুবিধার্থে রাতে চুল ধুয়ে নেন। বিশেষ করে, চাকুরিজীবি মহিলারা অনেকেই সকালে সময় পান না বলে আগের দিন রাতে চুল ধুয়ে নেন। কিন্তু, আপনি কি জানেন, রাতে চুল ধোওয়া আপনার চুলের পক্ষে ক্ষতিকর। আপনি হয়তো জিজ্ঞাসা করতে পারেন কেন ক্ষতিকর? সেই কারণই এখানে দেওয়া হল।

should you wash your hair every night

রাতে ভেজা চুল নিয়ে ঘুমোতে যাওয়া খুবই ক্ষতিকারক। আসুন দেখে নেওয়া যাক, ভেজা চুল নিয়ে ঘুমানোর ক্ষতিকারক প্রভাবগুলি -

রাতে কেন চুল ধোওয়া উচিত নয়?

চুলে জট পাকতে সহায়তা করে

চুলে জট পাকতে সহায়তা করে

আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে, শুকনো চুলের তুলনায় ভেজা চুলে বেশি জট পাকে। বিশেষত, রাতে ভেজা চুল নিয়ে ঘুমোতে গেলে, বারবার ঘুমোনোর স্থান পরিবর্তন করার কারণে আমাদের চুলে জট তৈরি হয় এবং এটি চুলের ক্ষতি করে।

চুল পড়া বেড়ে যায়

চুল পড়া বেড়ে যায়

উপরিউক্ত আলোচনা অনুযায়ী, ঘুমের সময় বারবার স্থানান্তরের কারণে চুলে জটলা তৈরি হয়, যার ফলে সকালে চুল আঁচড়ানোর সময় অসুবিধা হয় এবং আমরা জোর করে চুলের জট ছাড়াই। এটি চুল পড়ার অন্যতম কারণ।

চুলের গঠন নষ্ট করে

চুলের গঠন নষ্ট করে

ঘুমোনোর সময় বালিশে ভেজা চুলের অবিরাম ঘর্ষণে আপনার চুলের গঠন নষ্ট হয়ে যায়।

চুলে ছত্রাক হওয়ার সম্ভাবনা থাকে

চুলে ছত্রাক হওয়ার সম্ভাবনা থাকে

আমরা সবাই জানি যে, ভিজে পরিবেশ ছত্রাক আক্রমণের আদর্শ জায়গা। ভেজা চুল এবং মাথার ভেজা ত্বক নিয়ে ঘুমোনোর কারণে মাথার ত্বকে ছত্রাক বৃদ্ধি হতে পারে এবং এটি খুশকি ও চুলকানির মতো সমস্যা তৈরি করতে পারে।

আরও পড়ুন : ডার্ক সার্কেল নিয়ে চিন্তিত? টমেটো ব্যবহারেই হতে পারে সমস্যার সমাধান

খুব গুরুত্বপূর্ণ একটি পরামর্শ যা মনে রাখবেন

রাতে চুল ধোয়া সমস্ত ক্ষতিকারক প্রভাবগুলি জানার পরেও, এমন পরিস্থিতি হতে পারে যখন আপনাকে রাতে চুল ধুতেই হবে। এই জাতীয় ক্ষেত্রে, আমরা আপনাকে কখনই ভেজা চুল নিয়ে ঘুমোতে যাওয়ার পরামর্শ দিই না। আপনার চুল পুরোপুরি শুকানোর জন্য ব্লো ড্রায়ার ব্যবহার করুন এবং ঘুমোতে যাওয়ার আগে আলগা করে চুলটি বেঁধে রাখুন।

Read more about: hair beauty night wash
English summary

Do You Wash Your Hair At Night?

You are damaging your hair if you wash it at night. Let's now look at the harmful effects of sleeping with wet hair.
Story first published: Thursday, January 2, 2020, 16:08 [IST]
X
Desktop Bottom Promotion