For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

শীতে ত্বকের সব সমস্যা দূর করবে আমলকি! দেখুন কী ভাবে ব্যবহার করবেন

|

আমলকির গুণের শেষ নেই। সর্দি-কাশি তো দূরে রাখেই, এমনকি ব্যাকটেরিয়া সংক্রমণের হাত থেকেও বাঁচায় আমলকি। প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকায়, এটি শরীরের রোগ প্রতিরোধ শক্তি বাড়াতেও সাহায্য করে। আবার ক্যান্সার সেলের সংখ্যাও কমাতে পারে আমলকি। রোজ সকালে খালি পেটে এক টুকরো আমলকি বা আমলকির রস। ব্যস, তাতেই রোগমুক্ত থাকবে শরীর।

Amla For Winter Skin care

আমলকি এমন একটি উপকারী ফল, যা শারীরিক বিভিন্ন উপকারের পাশাপাশি রূপচর্চায়ও সমান প্রশংসার যোগ্য। বিশেষ করে, ত্বকের যত্নে আমলকির উপকারিতা অনেক। ব়্যাশ, জ্বালা ভাব, ব্রণ, পিম্পলের সমস্যা প্রতিরোধ করে এই ফল। সূর্যের অতিবেগুনি রশ্মির হাত থেকেও ত্বককে রক্ষা করে। এমনকি শীতের সময়ে ত্বকের পরিচর্যায় আমলকি ব্যবহার করে ফর্সা ও সুন্দর ত্বক পেতে পারেন। এতে রয়েছে অ্যান্টি-এজিং বৈশিষ্ট্য, যা ত্বকে বার্ধক্যের ছাপ পড়তে দেয় না। জেনে নিন, ত্বকের পরিচর্যায় কী ভাবে ব্যবহার করবেন আমলকি -

আমলকি ও হলুদের ফেস প্যাক

আমলকি ও হলুদের ফেস প্যাক

শীতকালে ত্বকের যত্নে সেরা এই ফেস প্যাক। ব্ল্যাকহেডস, ব্রণ এবং কালো দাগছোপ সবই কমবে এই প্যাক ব্যবহারে। দুই চামচ আমলকির পাউডার, দুই চা চামচ হলুদ এবং লেবুর রস মিশিয়ে মুখে লাগান। ১৫ মিনিট পর মুখ ধুয়ে ফেলুন।

আমলকি ও মধুর ফেস মাস্ক

আমলকি ও মধুর ফেস মাস্ক

ত্বকের উজ্জ্বলতা বাড়াতে মধু এবং আমলকির মাস্কও ব্যবহার করতে পারেন। এর জন্য - পেঁপের পাল্প, আমলকির রস এবং মধু একসঙ্গে মিশিয়ে মুখে লাগান। ১০ মিনিট পরে হালকা গরম জলে মুখ ধুয়ে ফেলুন। এতে আপনার ত্বকের আর্দ্রতা বজায় থাকবে এবং ত্বক কোমল হবে।

আমলকি ও অ্যালোভেরা জেল

আমলকি ও অ্যালোভেরা জেল

এক চামচ অ্যালোভেরা জেল এবং এক চামচ আমলকির পাউডার মিশিয়ে মুখে লাগান ভাল করে। কয়েক মিনিট পর মুখ ধুয়ে ফেলুন। এই ফেস প্যাক শীতে আপনার ত্বক সুন্দর রাখবে।

আমলকি ও দইয়ের ফেস প্যাক

আমলকি ও দইয়ের ফেস প্যাক

এই ফেস প্যাক শীতকালে আপনার ত্বক ময়েশ্চারাইজ করবে। এক চা চামচ দইয়ের সঙ্গে এক চা চামচ আমলকির গুঁড়ো মিশিয়ে মুখে লাগান। ১৫ মিনিট রাখার পরে জল দিয়ে ধুয়ে ফেলুন। এই প্যাক ব্রণ, দাগছোপ এবং ব্ল্যাকহেডসও দূর করবে।

আমলকির রস প্রয়োগ করুন

আমলকির রস প্রয়োগ করুন

শীতকালে ব্রণ, পিম্পল এবং দাগছোপ দূর করতে আমলকির রস ব্যবহার করতে পারেন। একটি আমলকি থেকে রস বের করে নিন। এই রস পুরো মুখে লাগিয়ে ১৫ মিনিট রাখুন। তারপর জলে ধুয়ে ফেলুন। আপনি আপনার দৈনন্দিন স্কিনকেয়ার রুটিনে এটি যোগ করতে পারেন। ভাল ফল পাবেন।

English summary

Amla For Winter Skin care : 5 Ways To Use It

Today, we will look at the benefits of amla during the cold winter months for your skin.
X
Desktop Bottom Promotion