For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

সাদা হতে থাকা চুলকে কালো করে তুলুন ঘরোয়া টোটকার সাহায্যে!

আমাদের রান্না ঘরেই এমন অনেক উপাদান রয়েছে, যাদেরকে কাজে লাগিয়ে খুব সহজেই সাদা হয়ে যাওয়া চুলকে কালো করে ফেলা সম্ভব।

|

পরিবেশ দূষণ, স্ট্রেস এবং আরও নানা কারণে অনেকেরই কম বয়সে চুল যাচ্ছে পেকে। ফলে বয়স ৪০ পেরতে পেরতেই অর্ধেক মাথা ছেয়ে যাচ্ছে সাদায়। অগত্যা চুলে রং করার প্রয়োজন বাড়ছে। এতে সাদা চুল কালো হচ্ছে ঠিকই। কিন্তু ধীরে ধীরে খারাপ হচ্ছে চুলের স্বাস্থ্য। কারণ প্রায় প্রতিটি বাজার চলতি রঙেই ব্যবহার করা হয় প্রচুর মাত্রায় কেমিকেল, যা মোটেও চুলের জন্য উপকারি নয়। ফলে একটা সমস্যা কমে ঠিকই, কিন্তু অসময়ে মাথা ফাঁকা হয়ে যাওয়ার আশঙ্কাও যায় বেড়ে। তাহলে উপায়?

এই প্রশ্নের উত্তর খুঁজতেই অনুসন্ধান শুরু করা হয়েছিল। তাতে যা জানা গেছে, তা বাস্তিবকই আশার বিষয়। জানা গেল আমাদের রান্না ঘরেই এমন অনেক উপাদান রয়েছে, যাদেরকে কাজে লাগিয়ে খুব সহজেই সাদা হয়ে যাওয়া চুলকে কালো করে ফেলা সম্ভব। আর সবথেকে ভাল খবরটা হল এইসবকটি উপাদানই প্রকৃতিক, ফলে এগুলি ব্যবহার করলে চুলের কোনও ক্ষতি হওয়ার কোনও আশঙ্কাই থাকে না। ফলে স্বাভাবিকভাবেই চুল পড়ে যাওয়ার আশঙ্কাও কমে।

এত দূর পড়ার পর নিশ্চয় আর অপেক্ষা করতে মন চাইছে না! চলুন তাহলে আর সময় নষ্ট না করে জেনে নেওয়া যাক সেইসব ঘরোয়া উপাদানগুলি সম্পর্কে, যা চুলের কোনও ক্ষতি না করেই সাদা চুলকে করে তোলে কালো।

এক্ষেত্রে চুলের পরিচর্যায় যে যে উপাদানগুলির প্রয়োজন পরবে, সেগুলি হল...

১. লাল চা:

১. লাল চা:

শুনতে অবাক লাগলেও একাধিক গবেষণায় দেখা গেছে ঠিক ঠিক পদ্ধতিতে লাল চাকে কাজে লাগালে বাস্তবিকই চুলের স্বাস্থ্যের উন্নতি ঘটানো সম্ভব। এক্ষেত্রে লালা চা খাওয়ার পরিবর্তে চুলে লাগাতে হবে। এমনটা যদি নিয়মিত করতে পারেন, তাহলে এক মাথা কালো চুলের স্বপ্ন পূরণ হবে একেবারেই সময় লাগবে না। সেই সঙ্গে চুল, তার হারিয়ে যাওয়া পুষ্টিও ফিরে পাবে।

২. বাদাম তেল:

২. বাদাম তেল:

বেশ কিছু কেস স্টাডিতে দেখা গেছে নিয়মিত বাদাম তেল চুলে লাগিয়ে মাসাজ করলে স্কাল্পের অন্দরে পুষ্টির ঘাটতি দূর হতে শুরু করে। ফলে চুলের আদ্রতা ধীরে ধীরে ফিরে আসে। সেই সঙ্গে সূর্যের ক্ষতিকার প্রভাব এবং পরিবেশ দূষণের হাত থেকেও চুল রক্ষা পায়। আর এমনটা হওয়ার কারণে পুনরায় চুল সাদা হয়ে যাওয়ার সম্ভাবনা যেমন কমে, তেমনি সাদা হয়ে যাওয়া চুল, নিজের পুরনো অবস্থায় ফিরে আসতেও সময় লাগে না। তাই নানা কারণে যদি আপনার সিংহভাগ চুলই নিজ রং হারিয়ে ফেলে থাকে, তাহলে আজ থেকেই এই ঘরোয়া টোটকাটিকে কাজে লাগাতে ভুলবেন না যেন!

৩. আলুর মাস্ক:

৩. আলুর মাস্ক:

হারিয়ে যাওয়া কালো কুচকুচে চুলকে কি খুব মিস করছেন? তাহলে আজ থেকেই আলুকে কাজে লাগানো শুরু করুন। এইভাবে চুলের পরিচর্যা করলে দেখবেন অল্প দিনেই সাদা চুল পুনরায় কালো হতে শুরু করেছে। আসলে আলুর অন্দরে উপস্থিত একাধিক পুষ্টিকর উপাদান চুলের হারিয়ে যাওয়া আদ্রতাকে ফিরিয়ে আনে। ফলে স্বাভাবিকভাবেই পরিবেশ দূষণের কারণে চুল খারাপ হয়ে যাওয়ার আশঙ্কা যেমন কমে, তেমনি সাদা চুল ধীরে ধীরে কালো হতেও শুরু করে। প্রসঙ্গত, এক্ষেত্রে কয়েকটি আলু নিয়ে প্রথমে সেদ্ধ করে নিতে হবে। তারপর যে জলে আলুগুলো সেদ্ধ করা হয়েছে, সেই জলটা দিয়ে ভাল করে চুলটা ধুয়ে নিতে হবে। এমনটা সপ্তাহে বার কয়েক করলেই দেখবেন অবস্থার উন্নতি ঘটতে শুরু করেছে।

৪. লাউয়ের কেরামতি:

৪. লাউয়ের কেরামতি:

অল্প দিনেই যদি সাদা চুলকে কালো করার ইচ্ছা থাকে তাহলে এই ঘরোয়া টোটকাটিকে কাজে লাগিয়ে দেখতে পারেন। এক্ষেত্রে প্রয়োজন পরবে একটি প্রমাণ সাইজের লাউয়ের। সেটি সেদ্ধ করতে হবে পরিমাণ মতো নারকেল তেলের সঙ্গে। তারপর লাউটাকে চোটকে নিয়ে সেই পেস্টটা ভাল করে স্কাল্পে লাগিয়ে কিছু সময় মাসাজ করতে হবে। সময় হয়ে গেলে ধুয়ে ফেলতে হবে মাথাটা। প্রসঙ্গত, এই হেয়ার মাস্কটি চুলের গোড়ায় পুষ্টির ঘাটতি দূর করে চুলকে যেমন শক্তপোক্ত করবে, তেমনি চুলের হারিয়ে যাওয়া রংকে ফিরিয়ে দিতেও বিশেষ ভূমিকা নেবে।

৫. কফি মাস্ক:

৫. কফি মাস্ক:

এক্ষেত্রে এক কাপ ব্ল্যাক কফি নিয়ে চুলে এবং স্কাল্পে ভাল করে লাগাতে হবে। এমনটা করলে চুলের গোড়ায় পুষ্টির ঘাটতি দূর হহতে শুরু করবেষ। ফলে সাদা চুলের সংখ্যা কমতে সময় লাগবে না। প্রসঙ্গত, নিয়মিত এই ঘরোয়া টোটকাটিকে কাজে লাগালে দেখবেন সমস্যা কমতে একেবারেই সময় লাগবে না।

৬. আমলকি মাস্ক:

৬. আমলকি মাস্ক:

চুলকে শুধু কালো করতে নয়, সার্বিকভাবে চুলের হারিয়ে যাওয়া সৌন্দর্য ফিরে পেতেও এই প্রকৃতিক উপাদানটি নানাভাবে সাহায্য করে থাকে। এক্ষেত্রে কয়েকটি আমলকি নিয়ে প্রথমে জলে সেদ্ধ করে নিতে হবে। তারপর সেগুলিকে চোটকে পেস্ট বানিয়ে নিয়ে সেই পেস্ট ভাল করে স্কাল্পে লাগাতে হবে। কিছু সময় অপেক্ষা করে ভাল করে ধুয়ে ফেলতে হবে মাথাটা। নিয়মিত চুলের পরিচর্যায় এইভাবে যদি আমলকিকে কাজে লাগাতে পরেন, তাহলে চুল সাদা হয়ে যাওয়ার আশঙ্কা একেবারে কমে যাবে।

Read more about: শরীর বিশ্ব
English summary

আমাদের রান্না ঘরেই এমন অনেক উপাদান রয়েছে, যাদেরকে কাজে লাগিয়ে খুব সহজেই সাদা হয়ে যাওয়া চুলকে কালো করে ফেলা সম্ভব।

Instead of chemically treating your hair by dying them black, there are a few naturally safer ways of turning grey hair black without compromising the hair quality. As you pamper your skin, why not Hair...Lets go through a few amazing and natural ways that will help you find the lost sheen and color of your damaged and dry hair...
Story first published: Tuesday, February 27, 2018, 15:23 [IST]
X
Desktop Bottom Promotion