For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ত্বকের স্বাস্থ্যের উন্নতি ঘটান হোম মেড মেকআপ রিমুভার দিয়ে!

ই প্রবন্ধে এমন কিছু হোম মেড রিমুভারের প্রসঙ্গে আলোচনা করা হল, যা একদিকে যেমন মেকআপ তুলবে, অন্যদিকে ত্বকের সৌন্দর্য ধরে রাখতেও সাহায্য করবে।

By Nayan
|

পার্টি বা উইকএন্ড গেট-টু-গেদারে নিজেকে সুন্দরি করে তুলতে নামি-দামি মেকআপ সামগ্রির ব্যবহার কম বেশি সকলেই করে থাকেন। কিন্তু একথা কি জানা আছে কি নানাবিধ কেমিকাল দিয়ে তৈরি এই সব মেকআপকে যদি দিনের শেষে মুছে ফেলা না যায়, তাহলে কিন্তু ত্বকের মারাত্মক ক্ষতি হওয়ার আশঙ্কা বৃদ্ধি পায়। সেই সঙ্গে ত্বকের সৌন্দর্য কমে যেতেও সময় লাগে না। তাই এই বিষয়টি মাথায় রাখা একান্ত প্রয়োজন!

এখন প্রশ্ন হল মেক আপ তোলার জন্য বাজার চলতি যেসব রিমুভার পাওয়া যায়, তা ব্যবহার করা কতটা স্বাস্থ্যকর? বেশ কিছু স্টাডিতে দেখা গেছে বেশিরভাগ রিমুভারেই নানাবিধ কেমিকাল মেশানো হয়ে থাকে। তাই একটা কেমিকালের ক্ষতিকারক প্রভাব থেকে বাঁচতে আরেকটা কেমিকাল ব্যবহার করা কতটা বুদ্ধিমানের কাজে, সে বিষয়ে সন্দেহ থেকেই যায়। তাই তো এই প্রবন্ধে এমন কিছু হোম মেড রিমুভারের প্রসঙ্গে আলোচনা করা হল, যা একদিকে যেমন মেকআপ তুলবে, অন্যদিকে ত্বকের সৌন্দর্য ধরে রাখতেও সাহায্য করবে। তাহলে আর অপেক্ষা কেন চলুন জেনে নেওয়া যাক হোম মেড রিমুভার বানানোর নানাবিধ রেসিপি সম্পর্কে।

১. অলিভ অয়েল:

১. অলিভ অয়েল:

দিনের শেষে ভাল করে মুখ ধুয়ে নেওয়ার পর পরিমাণ মতে অলিভ অয়েল তুলোয় নিয়ে ভাল করে মেক আপ তুলে নিন। এই তেলটি কম সময়ে মেকআপ তো তোলেই, সেই সঙ্গে ত্বকের অন্দর পুষ্টির ঘাটতিও দূর করে। ফলে ত্বকের ক্ষতি হওয়ার আশঙ্কা একেবারে কমে যায়। প্রসঙ্গত, আই লাইনার এবং লিপস্টিক তুলতেও কাজে লাগানা যেতে পারে অলিভ অয়েলকে। ডার্মালজিস্টদের মতে লিপস্টিক লাগানোর কারণে অনেক সময়ই ঠোঁট বেজায় শুষ্ক হয়ে যায়, তাই তো অলিভ অয়েল লাগালে ঠোঁটের হারিয়ে যাওয়া আদ্রতা ফিরে আসতে সময় লাগে না।

২. নারকেল তেল:

২. নারকেল তেল:

মেকআপ রিমুভ করতে এই তেলটিরও কোনও বিকল্প হয় না বললেই চলে। তাই এবার থেকে ত্বকের পরিচর্যায় নারকেল তেলকে কাজে লাগাতে ভুলবেন না যেন! প্রসঙ্গত, একাধিক গবেষণায় দেখা গেছে নানাবিধ ত্বকের রোগ এবং সংক্রমণকে দূরে রাখতে এবং সার্বিকভাবে স্কিনের উন্নতি ঘটানোর মধ্যে দিয়ে সৌন্দর্য বাড়াতে নারকেল তেল বিশেষ ভূমিকা পালন করে থাকে।

৩. তুলো:

৩. তুলো:

হাতের কাছে কোনও কিছুই যদি না থাকে তাহলেও চিন্তা করার কোনও প্রয়োজন নেই। কারণ শুধুমাত্র তুলো দিয়েও মেকআপ তোলা সম্ভব। এক্ষেত্রে অল্প পরিমাণ তুলো নিয়ে খুব সহজেই তুলে ফেলতে পারেন মেকআপের পুরু স্তর। তবে রোজ রোজ এমনটা করবেন না যেন! কেবলমাত্র বিপদের দিনের সঙ্গী হিসেবেই কাজে লাগানোর চেষ্টা করবেন তুলকে। বাকি দিন হয় নারকেল তেল, নয়তো অলিভ অয়েল ব্যবহার করতে ভুলবেন না।

৪. এসেনশিয়াল অয়েল:

৪. এসেনশিয়াল অয়েল:

বেশ কিছু স্টাডিতে দেখা গেছে বাজারে যেসব এসেনশিয়াল অয়েল পাওয়া যায়, তার কোনওটাকে কাজে লাগিয়েও মেকাপ তুলতে পারেন। বিশেষত যারা ব্রণর সমস্যা ভুগছেন, তারা যদি এই ঘরোয়া টোটকাটিকে কাজে লাগান, তাহলে এই ধরনের ত্বকের রোগের প্রকোপ তো কমেই, সেই সঙ্গে মেকআপ ওটানোর কাজটাও হয়ে যায়।

৫. মধু:

৫. মধু:

একেবারেই ঠিক শুনেছেন! এই প্রকৃতিক উপাদানটি মেকআপ তোলার পাশাপাশি ব্রণর সমস্যা কমাতে, ত্বকের আদ্রতা দূর করতে এবং সার্বিকভাবে সৌন্দর্য বাড়াতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। তাই অল্প দিনে অপরূপ সুন্দরি হয়ে উঠতে চান, তাহলে ত্বকের পরিচর্যায় মধুকে কাজে লাগাতে ভুলবেন না যেন!

৬. বেবি শ্যাম্পু:

৬. বেবি শ্যাম্পু:

পরিমাণ মতো বেবি শ্যাম্পু নিয়ে তাতে অল্প পরিমাণে জল মিশিয়ে সারা মুখে ভাল করে লাগিয়ে ধুয়ে ফলতে পারেন। এই ঘরোয়া টোটকাটি মেক আপ তুলতে কিন্তু দারুন কাজে আসে। এবং এই ধরেনর প্রডাক্টে যেহেতু একেবারে কম পরিমাণে কেমিকাল থাকে, তাই ত্বকের কোনও ধরনের ক্ষতি হওয়ার আশঙ্কাও থাকে না।

৭. পেট্রোলিয়াম জেলি:

৭. পেট্রোলিয়াম জেলি:

তুলোয় অল্প পরিমাণে পেট্রোলিয়াম জেলি লাগিয়ে তা দিয়ে ধীরে ধীরে মাসাজ করলে মেকআপ উঠে যেতে একেবারেই সময় লাগে না। সেই সঙ্গে ত্বকের হারিয়ে যাওয়া আদ্রতাও ফিরে আসে। তাই ত্বকের সৌন্দর্যকে ধরে রাখতে এবার থেকে কেমিকাল মিশ্রিত মেকআপ রিমুভার ব্যবহার করা বন্ধ করুন।

৮. বেবি অয়েল:

৮. বেবি অয়েল:

যে কোনও ধরনের মেক আপ তুলে ফেলতে বেবি অয়েলের কোনও বিকল্প নেই বললেই চলে। তাই তো ডার্মালোজিস্টরা বাজার চলতি মেকআপ রিমুভার ব্যবহারের পরিবর্তে এই তেলটি মুখে লাগানোর পরামর্শ দিয়ে থাকেন। এক্ষেত্রে তুলোয় অল্প পরিমাণ বেবি অয়েল নিয়ে ভাল করে মাসাজ করলেই নিমেষে মেকআপ উঠে যায়।

Read more about: শরীর রোগ
English summary

এই প্রবন্ধে এমন কিছু হোম মেড রিমুভারের প্রসঙ্গে আলোচনা করা হল, যা একদিকে যেমন মেকআপ তুলবে, অন্যদিকে ত্বকের সৌন্দর্য ধরে রাখতেও সাহায্য করবে। তাহলে আর অপেক্ষা কেন চলুন জেনে নেওয়া যাক হোম মেড রিমুভার বানানোর নানাবিধ রেসিপি সম্পর্কে।

Ask any beauty lover — they'll all tell you that the highest priced beauty products are skincare items. From moisturizers to serums and cleansers, skincare products are not just a splurge, they’re a full-blown investment. But they don’t have to be. You can make your own DIY makeup remover with cheap ingredients and still have glowing skin.
Story first published: Thursday, February 15, 2018, 12:26 [IST]
X
Desktop Bottom Promotion