For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ওঁ নমঃ শিবায় –এর স্তব কেন করা উচিৎ

By Super Admin
|

ভগবান শিব, দেবাদিদেব নামে পরচিত, যার মানে উনি দেবতাদেরো দেবতা। তাঁর কোন আদি নেই, না রয়েছে কোন অন্ত। তিনি সর্বত্র বিদ্যমান, সর্বশক্তিমান।

তিনি ত্রিশক্তির অন্যতম একটি স্তম্ভ। সেখানে ভগবান ব্রহ্মা সৃষ্টিকর্তা, ভগবান বিষ্ণু রক্ষাকর্তা ও ভগবান শিব ধ্বংসকর্তা। এই তিনজন জীবনের শ্বাশত সত্যকে বোঝান, "প্রত্যেক সৃষ্টিরই বনাশ রয়েছে"।

শৈবরা যখন ধ্যান করেন তখন তারা ওঁ নমঃ শিবায় এর স্তব করেন। কিন্তু এটি কেবলমাত্র তাদের জন্যই না, এই স্তব করার এতো কারণ রয়েছে যে, সমগ্র মানবসমাজই এই স্তব করতে পারে। এখন প্রশ্ন, কেন কেউ ওঁ নমঃ শিবায় এর স্তব করবে?

করবে?

যখনই এই শব্দকটি আপনি, সম্পূর্ণ উতসর্গিত হয়ে ও একাগ্র চিত্তে উচ্চারণ করবেন, আপনার মানসিক শক্তি, কর্মশক্তি ও প্রেরণা উদ্দীপিত হবে, যা আপনাকে জীবনের লক্ষ্য অর্জন করতে এগিয়ে নিয়ে যাবে।

আজকাল, মানুষের জীবনকে মানসিক চাপ ও উদ্বেগ বেশিরভাগ অধিকার করে রয়েছে। এও মানসিক অশান্তিগুলি আমাদের মানিসিক ও শারীরিক শান্তি বিঘ্নিত করছে। প্রায়শই আপনি, এমন কিছু পরিস্থিতির সম্মুখীন হয়ে থাকেন যা কাটিয়ে উঠতে আপনি মানসিক দ্বন্দ্বের শিকার হয়ে থাকেন। জীবনের বিভিন্ন নেতিবাচক দিকগুলি থেকে আপনি ভীত এবং আপনার মন যন্ত্রণাতুর হয়ে পরে।

ওঁ নমঃ শিবায় এর স্তব করার অন্যতম একটি কারণ হল, এটি আপনার জীবনে আধ্যাতিক ও মানসিক শক্তি বৃদ্ধি করে, আপনাকে জীবনের বাধা-বিঘ্নগুলি অতিক্রমে সাহায্য করে। তাই, ওঁ নমঃ শিবায় এর স্তবের চমৎকার কিছু তাৎপর্য বোঝাতে এখানে কিছু কারণ দেওয়া হল।অবশ্যই দেখে নিন।

ওঁ নমঃ শিবায় –এর স্তব কেন করা উচিৎ

১. মানসিক স্থিরতা ফিরিয়ে আনুনঃ জীবন কখোনই কোন পুষ্পশয্যা নয়, কিন্তু কাঁটা যদি ক্রমাগত আপনাকে খোঁচাতে থাকে, আপনার মনেহবে সারা জগৎ-সংসার আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে চলেছে। আপনার মানসিক শান্তি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যাবে। তখন এটিই একটি মন্ত্র যা আপনার মানসিক শান্তি। ও স্বচ্ছতা ফিরিয়ে আনতে পারে, যার ফলে আপনি যুক্তিযুক্তভাবে চিন্তা করতে পারবেন।

২. ভগবান শিবের কাছে মাথা নত করুনঃ এই মন্ত্রের অর্থ হল, "আমি ভগবান শিবের কাছে মাথা নত করি", যেখানে শিব অর্থে প্রত্যেক মানুষের অন্তরাত্মা বা বিবেককে বোঝায়। এটিই আপনার আসল পরিচয়ের নাম। তাই এই স্তব এও বোঝায় যে বিশ্বকে জানার আগে নিজেকে ভালকরে জানা প্রয়োজন।

৩. একটি শক্তশালী মন্ত্রঃ আপনি কি "ওঁ নমঃ শিবায়" মন্ত্রোচ্চারণের কারণ জানেন? কথিত আছে যে, এটই একটি শক্তিশালী মন্ত্র। যদি এটি আপনি ক্রমাগত আপনার মনে যপতে থাকেন, তবে কোন ধর্মীয় আচার, যোগব্যায়ামের অনুশীলন বা ধ্যানের প্রয়োজন নেই আপনার। এই মন্ত্র উচ্চারণ এর কোনো বাধানিষেধ নেই। যে কেউ যে কোন জায়গায় এটা উচ্চারণ করতে।

৪. পাঁচটি অক্ষরের অর্থঃ এই মন্ত্রটি পাঁচটি অক্ষর যথা, 'ন', 'ম' 'শি', 'বা', 'য়' নিয়ে গঠিত। হিন্দু পুরান অনুযায়ী, এই পাঁচটি অক্ষর, পাঁচটি উপাদান যথা পৃথিবী, জল, অগ্নি, বায়ু এবং মহাকাশ এর প্রতীক। এও মন্ত্রোচ্চারণের মাধ্যমে আপনি স্বীকার করে নিচ্ছেন যে ভগবান সর্বত্র বিরাজমান।

৫. জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত তাৎপর্যঃ "ওঁ নমঃ শিবায়" স্তব করার কারণ খুঁজতে গিয়ে আপনি দেখে নিতে পারেন জ্যোতিষশাস্ত্র এ সম্বন্ধে কি বলেছে। এখানে বলা হয়ে থাকে যে, এই মন্ত্র এতোটাই শক্তিশালী যে এটি গ্রহের নেতিবাচক প্রভাবকে হ্রাস করে এবং নাক্ষত্রিক অবস্থানের অপ্রীতিকর প্রভাব থেকে আপনাকে পুনরুদ্ধার করে।

৬. সাউন্ড থেরাপিঃ মুনি-ঋষিরা বিশ্বাস করেন যে এই মন্ত্রের ক্রমাগত উচ্চারণ, আপনারকে রোগ হতে আরোগ্য এবং আত্মিক শান্তি এনে দেয়। এটি আনন্দে আপনার মন ভরিয়ে দেয় ও এতোদিন যে নেতিবাচক প্রভাবগুলি আপনাকে বিরক্ত করছিল, সেগুলি দূর করে দেয়।

তাই এখন থেকে, আপনার দিন শুরু করার আগে, ভগবান শিবের নাম নিন ও "ওঁ নমঃ শিবায়" এই সুন্দর মন্ত্রটির যপ করুন।

Read more about: বিশ্বাস
English summary

ওঁ নমঃ শিবায় –এর স্তব কেন করা উচিৎ

Lord Shiva is known as 'Devadidev’, which means he is the god of gods. There is no beginning of him, and also, there is no end to him. He is the omnipresence and omnipotent form.
Story first published: Monday, October 17, 2016, 16:45 [IST]
X
Desktop Bottom Promotion