For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

জানেন কি বিয়ের আংটি কেন বাম হাতের অনামিকায় পরানো হয়?

|

সিনেমায় বা বাস্তবেও আমরা দেখেছি বিয়ে বা বাগদানের আংটি সাধারণত বাম হাতের অনামিকায় পরাতে। বিয়ের আংটির নির্দিষ্ট এবং উপযু্ক্ত স্থান শুধুই অনামিকা। প্রায় গোটা বিশ্বেই বিবাহের আংটি হাতের আঙুলের মধ্যে অনামিকায় পরানোর চল আছে। নারী বা পুরুষ বিয়েতে একে অপরের প্রতি বিশ্বাস ও আনুগত্যের নির্দেশ করতে এটি পরিধান করে।

wedding ring on which finger

কয়েক শতাব্দী ধরে, মানুষ বাম হাতের অনামিকায় বাগদান বা বিয়ের আংটি পরার প্রথাটিকে বিশ্বাস এবং অনুসরণ করে চলেছে। কিন্তু, আপনি কি কখনও ভেবে দেখেছেন যে, মেয়েরা কেন তাদের বিয়ের আংটি বাম হাতের অনামিকায় পরিধান করে? কেন তর্জনী, মধ্যমা বা কনিষ্ঠাতে বিয়ের আংটি পরানো হয় না? আমরা এখানে এর কয়েকটি কারণ দিয়েছি, দেখে নিন সেগুলি -

বাম হাতের অনামিকায় রিং পরার প্রাচীন বিশ্বাস

প্রাচীন কালের মানুষরা বিশ্বাস করতেন যে, বাম হাতের অনামিকা সরাসরি হৃৎপিণ্ডের সঙ্গে সংযুক্ত। আর, সেই আঙুলে একটি বৃত্তাকার রিং পরা, জীবন সঙ্গীর সাথে চিরন্তন প্রেম এবং সংযুক্তির প্রতীক। কারণ, বৃত্তের যেমন কোনও প্রান্ত নেই, তেমনই ভালোবাসারও যাতে কোনও প্রান্ত না থাকে, তারই চিন্হ ছিল এই আংটি। লাতিন ভাষায়, বাম হাতের অনামিকা 'ভেনা অ্যামোরিস' নামে পরিচিত, যার অর্থ 'ভালোবাসার ধমনী'।

আরও পড়ুন : ফেব্রুয়ারি ২০২০ : আপনি কি ফেব্রুয়ারিতে বিয়ের পরিকল্পনা করছেন? দেখে নিন শুভ তারিখগুলি

সম্ভবত মানুষ বিশ্বাস করে যে, বাম হাতের অনামিকায় বাগদানের আংটি পরলে তা কোনও নারীকে তার জীবনসঙ্গীর সাথে মানসিক বন্ধন গড়ে তুলতে সহায়তা করবে। এছাড়াও, এটি দেখায় যে, আপনার জীবনসঙ্গী হলেন তিনিই যিনি আপনার হৃদয়ের সবচেয়ে কাছের।

কিন্তু, বিজ্ঞানীরা হয়তো এই জাতীয় তত্ত্বগুলিতে বিশ্বাস করতে পারেন না। তাঁদের মতে, প্রতিটি আঙুলই আমাদের হৃদয়ের সাথে সংযুক্ত থাকে।

এছাড়াও, প্রাচীন কাল থেকেই হাতের পাঁচটি আঙুলের সঙ্গে আমাদের জীবনের পাঁচ গুরুত্বপূর্ণ সম্পর্ক জড়িয়ে থাকার ইঙ্গিত রয়েছে -

১) অঙ্গুষ্ঠা বা বুড়ো আঙুল নির্দেশ করে বাবা,মা-কে।

২) তর্জনী নির্দেশ করে ভাই-বোনদের।

৩) মধ্যমা নির্দেশ করে নিজেকে।

আরও পড়ুন : পায়ে কেন কালো সুতো বাঁধা হয় জানেন? রইল এর আসল কারণ

৪) অনামিকা নির্দেশ করে আমাদের জীবনসঙ্গীকে।

৫) কনিষ্ঠা নির্দেশ করে সন্তানদের।

English summary

Why Women Wear Wedding Ring On Their Left Ring Finger

Why women wear their wedding or engagement ring on the left ring finger? We have listed some reasons, check them out!
X
Desktop Bottom Promotion