For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Kali Puja 2022 : কেন মা কালীর জিভ বেরিয়ে থাকে? কালীর পায়ের তলায় শিব শায়িত কেন? জেনে নিন পৌরাণিক কাহিনী

|

দেবী পার্বতীর উগ্র রূপ হলেন মা কালী। পুরাণ অনুসারে, পার্বতী তাঁর প্রচণ্ড ক্রোধ থেকে কালী রূপ ধারণ করেন। মা কালী বস্ত্রহীন, তাঁর বর্ণ ঘোর কালো, হাতে খাঁড়া ও ছিন্ন নরমুণ্ড। গলায় নরমুণ্ডের মালা। তাঁর লাল জিহ্বা মুখের বাইরে বের করা। শিবের বুকের উপরে দণ্ডায়মান তিনি। মা কালীর এই রূপেরই পুজো করা হয়। কিন্তু কেন মায়ের জিভ বাইরে বেরিয়ে থাকে? কেনই বা মহাদেবের বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়েছেন তিনি? আসুন জেনে নেওয়া যাক, মা কালীর এই অদ্ভুত রুপের আসল কাহিনী!

Why Is Goddess Kali Standing On Lord Shiva

কালীর পায়ের নীচে শিব কেন শায়িত থাকেন?

পুরাকালে গোটা পৃথিবীতে ত্রাস সৃষ্টি করেছিল অসুরের দল। দেবতাদের তাড়িয়ে স্বর্গ রাজ্য দখলের চেষ্টায় তারা। দেবতারাও অসুরদের অত্যাচারে স্বর্গ ত্যাগ করেন। দেবলোক থেকে বিতাড়িত হন দেবরাজ ইন্দ্র। অসুরদের অত্যাচার থেকে নিষ্কৃতি পেতে দেবরাজ ইন্দ্র শরণাপন্ন হলেন দেবী পার্বতীর। বিশ্বকে রক্ষা করতে অবতীর্ণ হলেন দেবী দুর্গা। কিন্তু সব অসুর দেবী দুর্গার হাতে নিহত হলেও ব্রহ্মার বরপ্রাপ্ত রক্তবীজ বারবার বেঁচে যায়। রক্তবীজ বর পেয়েছিল যে, তাঁর এক ফোঁটা রক্ত মাটিতে পড়লেই আরও অনেক অসুর জন্ম নেবে। এই বর পেয়ে রক্তবীজ যুদ্ধে দেবতাদের পরাজিত করতে থাকে। তখন ক্রোধাম্বিত দেবী দুর্গা তাঁর ভ্রু যুগলের মাঝ থেকে জন্ম দেন কালী-কে। কালো রূপে দেবীকে খুব উগ্র বেশে দেখা যায়। দেবী যখন এই রূপ ধারণ করেন, তখন তাঁর ক্রোধ প্রশমিত করা খুব কঠিন হয়ে পড়ে।

মা কালী বধ করতে থাকেন একের পর এক অসুরকে। রক্তবীজকে অস্ত্রে বিদ্ধ করে তাঁর শরীরের সমস্ত রক্ত পান করে নেন মা কালী। এক ফোঁটা রক্তও মাটিতে পড়তে দেন না। রক্তবীজকে এক্কেবারে রক্তশূন্য করে দেহ ছুঁড়ে ফেলে দেন।

রক্তবীজকে যুদ্ধে হারিয়ে বিজয়ের উল্লাসে তাণ্ডব নৃত্য শুরু করেন কালী। দেবীর উন্মাদ নৃত্যে স্বর্গ জুড়ে তখন ত্রাহি ত্রাহি রব। অসুরদের ধড়হীন মুণ্ড দিয়ে তিনি বানিয়ে নেন গলার মালা এবং অসুরদের হাত দিয়ে কোমরবন্ধ বানিয়ে পরেন। দেবীর ক্রোধের সামনে দেবতাদেরও দাঁড়ানো কঠিন হয়ে পড়ছিল। তখন দেবতারা মহাদেবের শরণাপন্ন হন। কারণ কালীর নৃত্যে পৃথিবী ধ্বংস হওয়ার পরিস্থিতি। মহাদেব মা কালীর রুদ্রমূর্তি শান্ত করতে উদ্যত হলেন। কিন্তু উন্মাদিনী কালী কোনও কথা শুনতেই পেলেন না। উপায় না দেখে মহাদেব মা কালীর পায়ের নীচে সশরীরে শায়িত হন।

নৃত্যরতা মা কালী মহাদেবের বুকে পা দিয়ে ফেলায় এক প্রকার সম্বিৎ ফিরে পান এবং স্বামীর বুকে পা দিয়েছেন দেখে লজ্জায় তাঁর জিভ বেরিয়ে আসে। পৌরাণিক এই কাহিনী অবলম্বনেই পূজিত হয়ে আসছেন মা কালী।

English summary

Kali Puja 2022 : Why Is Goddess Kali Standing On Lord Shiva?

We may see the idol of Goddess Kali and wonder that why is she standing on top of Lord Shiva, with a tongue let out? There are many stories with meanings and indications as to why the idol of kali is such, or rather, why her form is such.
X
Desktop Bottom Promotion