Just In
Don't Miss
দুর্গাপূজা ২০২০: কেন থিমের প্রতি আকর্ষণ? বাস্তবতা খুঁজতেই কি ভিড় জমছে পুজো মণ্ডপে!
'দুর্গাপুজো',এই শব্দটিতেই জড়িয়ে রয়েছে বাঙালির মায়াযুক্ত আবেগ। সমস্ত দুঃখ, আনন্দ দূরে সরিয়ে রেখে বছর বছর মা মৃন্ময়ীর আসার অপেক্ষায় থাকে আপামর বাঙালি। অবসান সেই অপেক্ষার। শুরু হয়ে গেছে বাঙালির শ্রেষ্ঠ 'দুর্গোৎসব'। প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী ছাড়িয়ে আজ মহাপঞ্চমী-তে পা দিয়েছে পুজোর সন্ধিক্ষণ।
দিন ক্রমশ কমতে থাকলেও সপরিবারে বাঙালি কিন্তু মজেছে আনন্দ-উৎসবে। থিমের কারুকার্য ও প্রতিমার বাহার দেখতে প্যান্ডেলে প্যান্ডেলে ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা। এই থিমের জন্যই বিখ্যাত কলকাতার পুজো। বর্তমানে এই ট্র্যাডিশন ছড়িয়ে পড়েছে গ্রামগঞ্জের পুজো প্যান্ডেলগুলিতেও।
সাবেকিয়ানা, ঘরোয়া বারোয়ারি পুজো সবেতেই মজে মন দর্শনার্থীদের। কিন্তু তাও যেন থিমের প্রতি বেশি আকৃষ্ট হয়ে পড়েছেন সাধারণ মানুষ। কি থিম? কেন এই থিম? এই প্রশ্নগুলি মাথায় নিয়ে তাঁরা পৌঁছে যাচ্ছেন প্যান্ডেলে প্যান্ডেলে।
এখন প্রশ্ন কেন এত আকর্ষিত এই থিম পুজো! এর সঠিক উত্তর পাওয়া প্রায়ই অসম্ভব। কিন্তু সামরিক পর্যালোচনা করলে দেখা যাবে,'অজানাকে জানার, অদেখাকে দেখার'- এই আগ্রহ থেকেই হয়তো মানুষ থিমের প্রতি আকৃষ্ট হয়ে উঠেছেন। কি এই থিম? কেন এই থিম? কীভাবেই বা তৈরি? তাদের এই সমস্ত প্রশ্নের উত্তর সম্পূর্ণ হয় প্যান্ডেল দর্শনের মাধ্যমে।
সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন মাধ্যমের মধ্যে দিয়ে পৌঁছে যাচ্ছে কোথায় কোন থিমের পুজো। সবচেয়ে বড় দুর্গা, হাজার হাত, বাহুবলী, চন্দ্রযান, কোথায় আবার পাঞ্জাবের স্বর্ণ মন্দির থেকে তাজমহল। এই সমস্ত ঐতিহাসিক ঐতিহ্য ও আধুনিক ভাবনার বহিঃপ্রকাশ হচ্ছে পূজোর থিমে। এই সমস্ত ভাবনার বাস্তবিক রূপ হয়তো অনেকের কাছেই অজানা। তারা সিনেমায় দেখেছে বাহুবলি, টিভিতে দেখেছে চন্দ্রযান, তাজমহল ও পাঞ্জাবের স্বর্ণ মন্দির। বাস্তবে তা ঠিক কেমন? কি দিয়ে তৈরি? এই সমস্ত কিছু জানার উৎকণ্ঠা থেকেই দেশ বিদেশ থেকে ছুটে আসেন দর্শনার্থীরা। খুঁজে পান তাদের মনে জমে থাকা সব প্রশ্নের উত্তর।
বর্তমানে নানান ঘরোয়া সাবেকি পুজোও মজেছে থিমে। কোথাও প্যান্ডেলের জৌলুস ততটা পরিবর্তন না হলেও প্রতিমা গঠনে রয়েছে থিমের ছোঁয়া। কোথাও প্রকাশ পাচ্ছে "নারীশক্তি"। কোথায় প্রকাশ পাচ্ছে 'মা' ও মেয়ের পুরুষতান্ত্রিক সমাজে টিকে থাকার লড়াই।এই সবকিছুই কিন্তু আমাদের বাস্তব জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত রয়েছে। তাই হয়তো মানুষ ভুলে থাকা নিজের বাস্তব জীবনকে ফিরে পেতে, জীবনের ভাষা পরিভাষাকে বুঝতে আকৃষ্ট হচ্ছে এই সমস্ত থিম পূজার প্রতি।