For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

কোজাগরী লক্ষ্মী পুজো : রাশি অনুযায়ী দেবী লক্ষ্মীর কোন রূপের আরাধনা করবেন? জেনে নিন

|

আজ কোজাগরী লক্ষ্মী পুজো। তাই ইতিমধ্যেই বাংলার ঘরে ঘরে শুরু হয়ে গিয়েছে মা লক্ষ্মীর আরাধনার আয়োজন। তিথি অনুযায়ী প্রতি বছর আশ্বিন মাসের শেষ পূর্ণিমা তিথিতে কোজাগরী লক্ষ্মীপূজা হয়ে থাকে। এই বছর লক্ষ্মী পুজো পড়েছে ৯ অক্টোবর। দেবী লক্ষ্মী হলেন ধন-সম্পদ, আধ্যাত্মিক সম্পদ, সৌভাগ্য ও সৌন্দর্যের দেবী।। তাঁর অপর নাম মহালক্ষ্মী এবং বাহন পেঁচা। দীপাবলি ও কোজাগরী পূর্ণিমার দিন দেবীর বিশেষ পূজা করা হয়ে থাকে। বিশেষত, বাঙালি হিন্দুরা প্রতি বৃহস্পতিবার ভক্তিভরে লক্ষ্মীপুজো করে থাকেন।

Which Form Of Goddess Laxmi You Should Worship As Per Your Zodiac Sign

আমরা সকলেই জানি যে, মা লক্ষ্মীর অনেক স্বরূপ। তাই আজ আমরা আপনাদের জানাব, রাশি অনুযায়ী দেবীর কোন রূপের আরাধনা করা উচিত।

মেষ রাশি

মেষ রাশি

মেষ রাশির জাতকদের দেবী লক্ষ্মীর "রমা" রূপের পূজা বা আরাধনা করা উচিত। অবশ্যই ভক্তি ও নিষ্ঠাভরে পুজো করবেন।

বৃষ রাশি

বৃষ রাশি

এই রাশির জাতক-জাতিকাদের দেবীর "মোহিনী" রুপের উপাসনা করা খুবই মঙ্গলজনক।

মিথুন রাশি

মিথুন রাশি

এই রাশির জাতকদের মা লক্ষ্মীর "পদ্মাক্ষী" স্বরূপের পূজা করা উচিত।

কর্কট রাশি

কর্কট রাশি

কর্কট রাশির জাতকরা দেবীর "কমলা" স্বরূপ পূজা করুন।

সিংহ রাশি

সিংহ রাশি

সিংহ রাশির জাতকদের মা লক্ষ্মীর "ক্রান্তিমতি" স্বরূপের আরাধনা করা উচিত।

কন্যা রাশি

কন্যা রাশি

এই রাশির জাতক-জাতিকাদের "অপরাজিতা" স্বরূপের পূজা করা উচিত। তাহলে আপনার মনের ইচ্ছা পূর্ণ হবে।

তুলা রাশি

তুলা রাশি

লক্ষ্মী দেবীর "পদ্মাবতী" রূপের উপাসনা করুন, তাহলে শুভ ফল পাবেন।

আর্থিক সমস্যা দূর করার মহামন্ত্র হল অষ্টলক্ষ্মী স্তোত্র, লক্ষ্মীবারে এই মন্ত্র পাঠ করলে পাবেন উপকারআর্থিক সমস্যা দূর করার মহামন্ত্র হল অষ্টলক্ষ্মী স্তোত্র, লক্ষ্মীবারে এই মন্ত্র পাঠ করলে পাবেন উপকার

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

আপনার রাশি যদি বৃশ্চিক হয়, তাহলে আপনার দেবীর "রাধা" রূপের আরাধনা করা উচিত।

ধনু রাশি

ধনু রাশি

এই রাশির জাতকদের দেবীর "বিশালাক্ষী" স্বরূপের পূজা করা শুভ হবে।

মকর রাশি

মকর রাশি

আপনার রাশি মকর হলে দেবীর "লক্ষ্মীস্বরূপ"-এর উপাসনা করুন।

কুম্ভ রাশি

কুম্ভ রাশি

কুম্ভ রাশির জাতক-জাতিকাদের পক্ষে মা লক্ষ্মীর "রুক্মিণী" রূপের আরাধনা করা শুভ হবে।

মীন রাশি

মীন রাশি

এই রাশির জাতকদের লক্ষ্মীদেবীর "বিলক্ষণা" স্বরূপের পূজা করলে খুব ভাল হবে।

English summary

Which Form Of Goddess Laxmi You Should Worship As Per Your Zodiac Sign

Devi Lakshmi is the consort of Lord Vishnu, the protector. Dressed in red, the Devi Lakshmi is hailed as the Goddess of wealth and prosperity.
X
Desktop Bottom Promotion