For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Vastu Tips For Tuberose: স্বামী-স্ত্রীর সম্পর্কের মধুরতা বাড়ায় রজনীগন্ধা! বাড়ির এই বিশেষ কোণে গাছ লাগান

|

Vastu Tips for Tuberose Flowers in Bengali: ফুল ভালবাসে না এমন মানুষ হয়তো এই পৃথিবীতেই নেই। ফুল মানুষের জীবন সুখ, শান্তি ও ভালোবাসায় ভরিয়ে রাখে। অনেকেরই হরেক রকম ফুলের গাছ লাগানোর নেশা থাকে। বাড়ির বাগানে, ব্যালকনিতে অথবা ছাদে রঙবেরঙের ফুলে ভরিয়ে রাখেন। ফুলের গাছ কেবল বাড়ির সৌন্দর্যই বাড়ায় না, তাদের সুগন্ধে ভরে যায় গোটা বাড়ি। তাছাড়া, বাড়িতে ফুল গাছ লাগানো অত্যন্ত শুভ বলে মনে করা হয়। ফুল গাছ বাড়িতে রাখলে নেগেটিভ শক্তি দূর হয় এবং পজিটিভ শক্তির সঞ্চার হয়।

Vastu Tips For Tuberose flowers

বাস্তু বিশেষজ্ঞদের মতে, বাড়িতে থাকা বিভিন্ন রকমের ফুলের গাছ বাস্তু দোষ দূর করতে সাহায্য করে, ধন-সম্পদ বাড়াতে পারে এবং পরিবারে শান্তি বজায় রাখে। বিশেষ করে, বাড়িতে রজনীগন্ধার গাছ লাগালে স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্ক আরও মধুর হয় এবং আর্থিক সমস্যা থেকে মুক্তি মেলে। জেনে নিন, বাড়ির কোন দিকে রজনীগন্ধা ফুলের গাছ লাগাবেন এবং এর ফলে কী কী উপকার মিলতে পারে-

রজনীগন্ধা গাছ কোন দিকে লাগানো শুভ?

রজনীগন্ধা গাছ কোন দিকে লাগানো শুভ?

বাস্তুশাস্ত্র মতে, রজনীগন্ধা গাছ সৌভাগ্য নিয়ে আসে। ঘরে সুখ ও সমৃদ্ধি বাড়ায়। পরিবারের সকলের উন্নতি হয়। বাড়ির পূর্ব বা উত্তর দিকে রজনীগন্ধা ফুলের গাছ লাগালেই সুফল মিলবে। এতে বাড়ির সদস্যদের আয়ের নতুন পথ খুলে যায়। বাড়ির বাচ্চাদের পড়াশোনায় আগ্রহ বাড়ে।

আর্থিক সমস্যা দূর হয়

আর্থিক সমস্যা দূর হয়

বাস্তু বিশেষজ্ঞদের মতে, বাড়িতে সুখ-শান্তি বজায় রাখতে হলে প্রতিদিন বাড়ির ঠাকুরের মূর্তি ও ছবিতে টাটকা রজনীগন্ধা ফুলের মালা পরান। এর ফলে ঈশ্বরের আশীর্বাদ সর্বদা থাকবে আপনার পরিবারে।

স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্ক মজবুত হয়

স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্ক মজবুত হয়

স্বামী-স্ত্রীর মধ্যে চলমান ঝগড়া-ঝামেলা, অভিমানও দূর হয় রজনীগন্ধা লাগালে। বাড়ির আঙিনায় বা টবে রজনীগন্ধা লাগান, ফুলদানির মধ্যেও রাখতে পারেন। শোওয়ার ঘরের ফুলদানিতে রজনীগন্ধা সাজিয়ে রাখলে আরও ভালো। এতে স্বামী-স্ত্রীর সম্পর্কের মধ্যে ভালোবাসা বাড়তে পারে এবং সম্পর্ক আরও দৃঢ় হয়। পরিবারের সদস্যদের জীবন থেকে অবসাদ দূর হয় এবং পারিবারিক বিবাদও মিটে যায়। তবে ফুল শুকিয়ে গেলে তা অবশ্যই বদলে ফেলুন।

বাস্তু দোষ দূর করে

বাস্তু দোষ দূর করে

কথিত আছে, রজনীগন্ধা গাছ বাস্তু দোষের হাত থেকেও মুক্তি দেয়। রজনীগন্ধা ফুলের গন্ধ এবং রং ইতিবাচক প্রভাব ফেলে ঘরের বাতাসে। সুখ, শান্তি, সম্পদ ও সমৃদ্ধির প্রাচুর্য ঘটে পরিবারে। সেই সঙ্গে আর্থিক উন্নতিও হয়।

English summary

Vastu Tips For Tuberose Flowers: Do remedies related to tuberose to bring sweetness to married life

Vastu Tips For Tuberose flowers: Planting a Tuberose plant in the bedroom of the house maintains sweetness in the relationship between husband and wife. know more.
Story first published: Monday, January 23, 2023, 21:58 [IST]
X
Desktop Bottom Promotion