For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

আপনার সন্তানের ঘর সাজান বাস্তু মেনে, ফল মিলবে হাতেনাতে!

|

বাস্তুশাস্ত্র-এর ওপর কম-বেশি আমরা সবাই ভরসা করি। বাস্তু মেনে আমরা ঘরের রং করাই, বাড়ির প্রতিটা কোণ সাজিয়ে তুলি। রান্নাঘর, সিঁড়ি, বাথরুমও বাস্তু মেনেই করা উচিত। এছাড়াও, সন্তানের ঘর সাজানোর সময়ও একটু বেশি সতর্ক থাকুন। কারণ, তাদের সামনে রয়েছে সোনালি ভবিষ্যৎ। বাস্তু মেনে ঘর তৈরি না করার কুপ্রভাব আপনার সন্তানের জীবনেও পড়তে পারে। তাই বাস্তু মতে সন্তানের ঘর সাজিয়ে তুলুন, ভাল ফল পাবেন।

Vastu Tips for Kids’ Bedroom

বাস্তুর সঠিক নিয়ম মেনে ঘর-বাড়ি তৈরি করলে জীবনে সুখ-সমৃদ্ধি ভরে ওঠে! ঘরে ইতিবাচক শক্তি বিরাজ করে! তাহলে জেনে নিন বাচ্চার ঘর কীভাবে সাজাবেন।

১) বাচ্চাদের ঘর বাড়ির উত্তর-পূর্ব, পূর্ব বা উত্তর-পশ্চিম দিকে হলে খুব ভাল হয়। দক্ষিণ-পূর্বেও করতে পারেন, কিন্তু ভুলেও দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিকে আপনার সন্তানের ঘর রাখবেন না।

২) বাড়ির উত্তর-পূর্ব দিকে বাচ্চার ঘর থাকলে বেগুনি রঙের পর্দা লাগান। আর অন্য কোনও দিকে ঘর হলে হালকা সবুজ বা হালকা নীল রঙের পর্দা লাগাতে পারেন।

৩) বাচ্চার ঘরের পূর্ব-পশ্চিম দিক করে বিছানা রাখুন, আর শোওয়ার সময় মাথা যেন পূর্ব দিকে থাকে সেটা অবশ্যই নজরে রাখবেন।

৪) বাস্তু মতে, বাচ্চার ঘরের রং হালকা হওয়াই সবচেয়ে ভাল - সাদা, হালকা নীল, হালকা গোলাপী, হালকা সবুজ, হালকা কমলা, ইত্যাদি। এই সব রঙ আপনার বাচ্চার উপর পজিটিভ এফেক্ট ফেলবে।

৫) আপনার সন্তান পড়তে বসার সময় যেন তার মুখ পূর্ব দিকে থাকে, সেভাবেই পড়ার টেবিল সেট করবেন। পড়ার টেবিলের পাশেই বুক শেলফ রাখুন।

৬) পড়ার টেবিলের উপর প্লাস্টিক, তামা অথবা ক্রিস্টালের ত্রিভুজ রাখতে পারেন। এছাড়া, সরস্বতী মায়ের ছবিও রাখতে পারেন। এতে আপনার সন্তানের উপর ভাল প্রভাব পড়তে পারে।

আরও পড়ুন : বাড়ির সিঁড়ি বানান বাস্তুশাস্ত্র মেনে, সৌভাগ্য আসবে আপনার ঘরে!

English summary

Vastu Tips for Kids’ Bedroom in Bengali

Check out these six Vastu tips according to the Vastu Shastra (ancient architectural studies of India) that will act as a catalyst in your kid’s success.
X
Desktop Bottom Promotion