For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

নতুন ফ্ল্যাটের বাস্তু টিপস

নতুন ফ্ল্যাট কেনার আগে বাস্তু ভালো করে বিবেচনা করে নেওয়া একান্ত দরকার।

|

প্রত্যেক মানুষই চায় এই জীবনে প্রতিষ্ঠিত হতে।নিজের পায়ে দাঁড়িয়ে নিজের উপার্জনে নিজের জন্য এবং নিজের পরিবারের জন্য সুখ-স্বাচ্ছন্দ জোগাড় করা আমাদের এই প্রতিষ্ঠিত হওয়ার মধ্যে অন্যতম প্রাধান্য পায়। বিলাসব্যসন এর সাথে সাথে চলে আসলেওআমাদের প্রথম উদ্দেশ্য থাকে পায়ের তলার মাটি যেন শক্ত হয় এবং মাথার উপরে ছাদ যেন শক্ত থাকে। তাই প্রত্যেকেই চায় নিজের জন্য বাড়ি বানাতে, নিজের মতো করে পছন্দের ঘর বানাতে।

অনেকে নিজেদের জন জন্য বাড়ি বানিয়ে নেন আবার অনেকে বাড়ি পছন্দ করে কিনে নেন বা ফ্ল্যাট বুক করেন। কিন্তু কোন ক্ষেত্রেই বা বেশিরভাগ ক্ষেত্রে কেউই ফ্ল্যাটের বা বাড়ির বাস্তু বিচার বিবেচনা করে দেখেন না। অনেকে আবার মনে করেন যে যেহেতু বাড়ি কেনার ক্ষেত্রে নিচের তলার খবর নিচ্ছেন না ফলে বাস্তু বিবেচনা করে দেখার কোন দরকার নেই কিন্তু আদপে এই ধারণা একান্তই ভুল কারণ উপরের তলার ঘর বা ফ্ল্যাট নিলেও সেটাও মাটির সাথে সংযোগ রাখে। ফলে সেক্ষেত্রেও বাস্তু ভালো করে বিবেচনা করে নেওয়া একান্ত দরকার।

flat

আজকের টপিক এ আমরা সেটাই বলবো যে নতুন বাড়ি বা ফ্ল্যাট কেনার সময় বাস্তুশাস্ত্রের কোন কোন দিক গুলো যাচাই করে নেওয়া একান্ত দরকার।

১. আকার:

বাস্তুশাস্ত্র মতে বাড়ি বা ফ্ল্যাট কেনার সময় অবশ্যই দেখে নেবেন যে ফ্ল্যাট বাড়ির আকার বা আকৃতি ঠিক কেমন। অদ্ভুত টাইপের কোন আকার বা আকৃতি যুক্ত বাড়ি বা ফ্ল্যাট না কেনাই ভালো। চেষ্টা করুন বেশির ভাগ সময় রেক্টাঙ্গুলার বা চতুর্ভুজাকৃতির যেন হয়।

২. জলের উৎসের দিক:

বাস্তুশাস্ত্রে জলের উৎসের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। বাস্তুশাস্ত্র বলে যে সেই সব অ্যাপার্টমেন্ট ভক ফ্লাট বাড়ি কেনা থেকে বিরত থাকুন যে ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্টের দক্ষিণ-পশ্চিম কোণে বা শুধুমাত্র দক্ষিণ বা শুধুমাত্র পশ্চিম কোণে কোন জলের উৎস রয়েছে।

৩. ঢোকার মুখ:

বাস্তুশাস্ত্র অনুযায়ী যে কোন ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্টে প্রবেশের মুখ অবশ্যই দিক নির্ভর হয়। অর্থাৎ কোন দিক দিয়ে আপনি আপনার ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্টে প্রবেশ করছেন তার উপর আপনার অ্যাপার্টমেন্টের ভালো-খারাপ নির্ধারিত হয়। বাস্তুশাস্ত্র মতে জলের উৎসের মত প্রবেশের পথ কখনই দক্ষিণ-পশ্চিম কোণে বা শুধুমাত্র দক্ষিণ বা শুধুমাত্র পশ্চিম কোণে থাকা উচিত নয়। এই ধরনের ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্ট অবশ্যই কেনা থেকে বিরত থাকা উচিত। উত্তর বা উত্তর-পূর্ব দিকে, বা শুধুমাত্র পূর্ব দিকে যদি প্রবেশের পথ থাকে তা অবশ্যই আপনার বাড়ি বা ফ্ল্যাট এর জন্য ভালো।

৪. রান্নাঘর:

বাড়ির প্রত্যেক সদস্যের জন্য খাবার তৈরীর একমাত্র জায়গা হচ্ছে রান্না ঘর। অর্থাৎ প্রতিদিনের চলে ফিরে জীবন ধারণ করার যাবতীয় শক্তির উৎস হচ্ছে ওই রান্নাঘর। বাস্তুশাস্ত্র অনুযায়ী তাই বলা হয় যে রান্না ঘরের মুখ যেন কখনোই প্রবেশপথের সরাসরি না হয়।বাস্তুশাস্ত্র অনুযায়ী এটা মনে করা হয় যে রান্না ঘরের মুখ যদি পূর্ব দিক করে থাকে তাহলে তা ফ্ল্যাট এর জন্য বা অ্যাপার্টমেন্ট এর জন্য অবশ্যই ভালো হয়।কারণ এটা মনে করা হয় যে রান্না করতে গেলে অবশ্যই আগুনের দরকার আর এই আগুন অবশ্যই নিয়ন্ত্রিতভাবে ব্যবহার এবং পরিচালনা করা উচিত। তাই বাস্তুশাস্ত্র অনুযায়ী অগ্নি যার অন্য পরিচয় প্রাকৃতিকভাবে আমাদের সূর্য দেবতা, তার উঠার দিকে অর্থাৎ পূর্ব দিকে মুখ করে থাকা দরকার। রান্না ঘরের রং চেষ্টা করুন সবুজ অথবা সবুজের কোন সেড দেওয়ার।

৫. বারান্দা:

অনেকেই নিজের বাড়িতে এক টুকরো শান্তির জায়গা হিসেবে বেছে নেন নিজের বাড়ির বারান্দায় ব্যালকনি। কিন্তু বাস্তুশাস্ত্র বলছি এই ব্যালকনি সময় বাড়ি বা অ্যাপার্টমেন্ট কেনার ক্ষেত্রে দিকে নেওয়া উচিত যে ব্যালকনির পজিশন কোন দিকে। যদি পশ্চিম বা দক্ষিণমুখী হয় তাহলে চেষ্টা করুন সেই ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্ট কেনা থেকে বিরত থাকার। একই সাথে নতুন কেনা ফ্ল্যাটে অনেক সময় পার্ক বা ছোটখাটো খেলার জায়গা তৈরি করে রাখা হয়। চেষ্টা করতে হবে যে সেই লন বা খেলার জায়গা বা পার্ক যেন বাড়ির উত্তর পূর্বদিকে হয়।

৬. সম্পত্তি হিসাবে:

অনেকেই নিজের বাড়ি থাকা সত্ত্বেও নতুন কোন ফেক বা অ্যাপার্টমেন্ট কিনে রাখতে চান ভবিষ্যতের কথা ভেবে। পিসাব করছে চেষ্টা করবেন যে ফ্ল্যাট বাড়ি চিনতে তার পর্যন্ত যেন ভালোভাবে ইটের গাঁথনি দিয়ে ঘেরা থাকে। এক্ষেত্রে নিরাপত্তাও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চেষ্টা করুন এমন ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্ট কেনার বা হাউসিং কম্প্লেক্স, বাড়ি কেনার যেখানে নিরাপত্তা আধিকারিকের ঘর বা কেবিন যেন উত্তর-পূর্ব দিকে হয়।

৭. জানলা, দরজা:

বাড়ি বা অ্যাপার্টমেন্ট পছন্দ করার পর দেখুন যে সেখানে জানলা দরজা জোড় সংখ্যায় আছে না বিজোড় সংখ্যায় আছে। যদি জোড় সংখ্যায় থাকে তবে ঠিক আছে। এরপর দেখুন জানালা বা দরজার পাল্লা গুলো ঘরের ভিতরের দিকে খোলে কিনা। যদি ভিতরের দিকে খুলে তার মানে আপনার ঘরের যে শক্তি বা এনার্জি টা ভিতরেই থাকছে।

৮. রং:

অনেকেই বাড়ির জন্য নানান ধরনের রং পছন্দ করলেও বাস্তু শাস্ত্র বলে যে নতুন বাড়ির রং বা অ্যাপার্টমেন্টের বা ফ্ল্যাটের রঙ যেন দেখে নেওয়া হয় যে তা হালকা রঙের।এমনকি ঘরের ভিতরে দেওয়ালের রঙ যেন হালকা সবুজ বা হালকা আকাশী বা হালকা হলুদ রং ধরনের হয়। অতিরিক্ত কালো বা ধূসর রঙের যেন ঘরের রং না হয়।

৯. কেনার দিন :

বাস্তুশাস্ত্র অনুযায়ী মানতে গেলে অবশ্যই নতুন বাড়ি বা ফ্ল্যাট বা এপার্টমেন্ট কিনতে গেলে শুভ দিন দেখে তবেই কিনুন। এবং অবশ্যই খেয়াল রাখুন যেন কোনভাবে সেই দিন সপ্তাহের মঙ্গলবার বা শনিবার না হয়।

Read more about: টোটকা
English summary

Vastu tips for flat

Planning to buy new flat? Here are some Vastu tips.
Story first published: Wednesday, June 12, 2019, 10:59 [IST]
X
Desktop Bottom Promotion