For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

তুলসি মালা পরলে কী কী উপকার পাওয়া যায় জানা আছে?

বাড়িতে তুলসি গাছ রাখলে যে দারুন সব উপকার মেলে সে বিষয়ে নিশ্চয় সবারই জানা আছে। কিন্তু একথা জানেন কি তুলসি মালা পরলে কী কী উপকার মিলতে পারে?

|

বাড়িতে তুলসি গাছ রাখলে যে দারুন সব উপকার মেলে সে বিষয়ে নিশ্চয় সবারই জানা আছে। কিন্তু একথা জানেন কি তুলসি মালা পরলে কী কী উপকার মিলতে পারে?

অনেকেই যে এই বিষয়ে খোঁজ রাখেন না, তা আর বলার অপেক্ষা রাখে না। তাই তো এই প্রবন্ধটি লেখার সিদ্ধান্ত নেওয়া। প্রসঙ্গত, তুলসি গাছের নানা অংশ দিয়ে বানানো হয় এই মালা। কৃষ্ণ ভক্তরা যেমন এই মানা পরে থাকেন, তেমনি কালো তুলসি মালা জপ করে থাকেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। কিন্তু মজার বিষয় হল, যে কেউ এবং যে কোনও বয়সেই এই মালা পরা যেতে পারে। আর তার জন্য যে আপনাকে কৃষ্ণ ভক্ত হতে হবে, এমন কোনও কথা নেই কিন্তু!

এত দূর পড়ার পর ভাবতে পারেন, আজ হঠাৎ করে তুলসি মালা নিয়ে আলোচনা করছি কেন? আসলে তুলসি মালা পরলে একাধিক উপকার মেলে, যে সম্পর্কে এই প্রবন্ধে বিস্তারিত আলোচনা করা হল। তবে একটা কথা বলতে পারি বন্ধু, এই লেখাটিকে বিশ্বাস করে যদি একবার তুলসি মালা পরেন, তাহলে নানাবিধ উপকার যে পাবেন, সে বিষয়ে কোনও সন্দেহ নেই! আর আমি যে ভুল কথা বলছি না, তার প্রমাণ আপনাকে দিতে পারেন অমিতাভ বচ্চন এবং স্পিন বোলার মুরলি কার্তিক। কারণ এরাও এক সময় এই মালা পরতেন এবং এমনটা করার কারণে যে তারা উপকার পয়েছিলেন,তা বলিউডের শাহেনশাহ এবং মুরলি কার্তিকের ইন্টারভিউ শুনলেই জানতে পেরে যাবেন।

এখন প্রশ্ন হল, তুলসি মালা পরলে কী কী উপকার মিলতে পারে?

১. খারাপ চিন্তা থেকে মুক্তি মেলে:

১. খারাপ চিন্তা থেকে মুক্তি মেলে:

মন এবং মস্তিষ্ক নিয়ে যারা গবেষণা করেন, তারা বলে থাকেন আমরা যে সব বিষয় নিয়ে সারা দিন চিন্তায় থাকি, তার অধিকাংশই বাস্তবে ঘটে না। কিন্তু তবু আমরা চিন্তায় চিন্তায় জীবনকে দুর্বিসহ করে তুলি। এমন দুশ্চিন্তার ফাঁদে যদি পরতে না চান, তাহলে তুলসি মালা পরতে দেরি করবেন না। এমনটা করলে দেখবেন মন তো শান্ত হবেই, সেই সঙ্গে খারাপ চিন্তাও দূরে পালাবে। ফলে জীবন সুন্দর হয়ে উঠতে দেখবেন সময় লাগবে না।

২. পাপের শাস্তির হাত থেকে মুক্তি মিলবে:

২. পাপের শাস্তির হাত থেকে মুক্তি মিলবে:

শাস্ত্রে বলে এ জীবনে করা নানা খারাপ কাজের কারণে যাতে শাস্তি পেতে না হয়, তা সুনিশ্চিত করে তুলসির মালা। আসলে ১০৮ টি পুঁথি গেঁথে বানানো এই মালা পরলে সব পাপ ধুয়ে যায়। সেই সঙ্গে জীবন পবিত্রতার ছোঁয়া লাগে। ফলে পাপের আগুনে জ্বলতে তো হয়ই না, সেই সঙ্গে কোনও ধরনের খারাপ ঘঠনা ঘটার আশঙ্কাও যায় কমে।

৩. রোগ-ব্যাধির প্রকোপ কমে:

৩. রোগ-ব্যাধির প্রকোপ কমে:

এমনটা বিশ্বাস করা হয় যে তুলসি মালা পরলে শরীরের অন্দরে এমন কিছু পরিবর্তন হতে শুরু করে যে রোগ-ব্যাধির খপ্পর থেকে বেঁছে থাকা সম্ভব হয়। প্রসঙ্গত, যিনি তুলসি মালা পরেছেন, কেবল তিনিই যে এই সুফল ভোগ করেন, তা নয় কিন্তু, তার পরিবারের প্রতিটি সদস্যের স্বাস্থ্যের উন্নতি ঘটে। তাই তো বলি বন্ধু, রোগমুক্ত জীবন পেতে যদি চান, তাহলে তুলসি মালা পরতে ভুলবেন না যেন!

৪. পরিবের সুখ-শান্তি বজায় থাকে:

৪. পরিবের সুখ-শান্তি বজায় থাকে:

তুলসি মালা পরলে গৃহস্থের অন্দরে পজেটিভ শক্তির প্রভাব বাড়তে শুরু করে। ফলে নেগেটিভ শক্তি দূরে পালায়। আর এমনটা হলে পরিবারে সুখ এবং সমৃদ্ধির ছোঁয়া লাগতে সময় লাগে না। শুধু তাই নয়, পজেটিভ শক্তির প্রভাবে কর্মক্ষেত্র থেকে সামাজিক জীবন, সবতেই সম্মান বৃদ্ধি পায় চোখে পরার মতো।

৫. খারাপ শক্তির থেকে বেঁচে থাকা সম্ভব হয়:

৫. খারাপ শক্তির থেকে বেঁচে থাকা সম্ভব হয়:

অনেকে এমনটা বিশ্বাস করেন যে তুলসি মালা পরলে ভূত-প্রেত ধারে কাছেও ঘেঁষতে পারে না। সেই সঙ্গে খারাপ দৃষ্টির কারণে কোনও ক্ষতি হওয়ার আশঙ্কাও কমে। তবে এখানেই শেষ নয়, শাস্ত্র মতে এই মালার প্রভাবে পজেটিভ এনার্জির মাত্রা এতটা বৃদ্ধি পায় যে অশুভ শক্তি দূরে পালায়। ফলে কোনও ধরনের খারাপ ঘটনা ঘটার সম্ভাবনা যায় কমে।

৬. স্ট্রেস কমায়:

৬. স্ট্রেস কমায়:

তুলসি মালা পরলে শরীর এবং মস্তিষ্কের অন্দরে এমন কিছু পরিবর্তন হয় যে মানসিক অবসাদ এবং স্ট্রেস লেভেল কমতে সময় লাগে না। শুধু তাই নয়, ব্রেন পাওয়ারও এতটা বৃদ্ধি পায় য়ে স্মৃতিশক্তি এবং মনোযোগ ক্ষমতাও উন্নতি ঘটে। প্রসঙ্গত, সম্প্রতি প্রকাশিত একাধিক রিপোর্ট অনুসারে গত কয়েক বছরে আমাদের দেশের যুব সমাজের মধ্যে যে যে মারণ রোগের প্রকোপ বৃদ্ধি পেয়েছে, তার অধিকাংশের সঙ্গেই স্ট্রেসের যোগ রয়েছে। তাই তো বন্ধু অল্প বয়সে যদি মরতে না চান, তাহলে স্ট্রেস লেভেলকে হাতের বাইরে যেতে দেবেন না যেন! আর এক্ষেত্রে আপনাকে সাহায্য করতে পারে এই মালাটি।

৭. ত্বকের রোগের প্রকোপ কমে:

৭. ত্বকের রোগের প্রকোপ কমে:

শুনতে অবাক লাগলেও এ কথা ঠিক যে নানাবিধ ত্বকের রোগের প্রকোপ কমাতে বাস্তবিকই তুলসি মালার কোনও বিকল্প হয় না বললেই চলে। আসলে এই মালাটি পরলে এমন কিছু ঘটনা ঘটে যে, যে কোনও ধরনের ত্বকের রোগ সেরে যেতে সময় লাগে না। তাই যারা সোরিয়াসিস বা একজিমার মতো রোগে ভুগছেন, তারা একবার তুলসি মালা পরে দেখতেই পারেন। এমনটা করলে যে উপকার মিলবেই, সে বিষয়ে কিন্তু কোনও সন্দেহ নেই!

Read more about: ধর্ম
English summary

tulsi mala spiritual connection and benefits

Tulsi Mala is one of the most popular malas worn by Indians. Many famous people have been seen adorning Tulsi Mala like Amitabh Bachchan and Murali Kartik. Made from one of the most auspicious plants in the Hindu religion, it is a beautiful string of beads made from the woody parts of Tulsi plant. While Hindus prefer to use the white beads Tulsi Mala, Buddhists also chant using it but they prefer the black one. Made of 108 beads, the biggest one represents Lord Krishna and crossing over of this one is considered incorrect and inauspicious. Chanting with Tulsi Mala brings forth greater concentration and more piousness in prayers and meditation. According to ancient scriptures like Vedas, Tulsi Mala can be worn by anyone without any restrictions on age, gender or caste. There is no need for elaborate rituals and prayers to adorn Tulsi Mala. While it has special importance in devotees of Lord Krishna, anyone can wear it.
Story first published: Saturday, May 19, 2018, 11:28 [IST]
X
Desktop Bottom Promotion