Just In
- 6 hrs ago
বাচ্চার উচ্চতা বৃদ্ধিতে সমস্যা? রোজ করান এই ৭ এক্সারসাইজ, হাইট বাড়বে দ্রুত!
- 7 hrs ago
Weight Loss Tips : চটজলদি রোগা হতে চান? আজই খাদ্যতালিকা থেকে বাদ দিন এই ৫ ফল!
- 11 hrs ago
সিঁদুরের এই সহজ টোটকায় সুখ-শান্তি বজায় থাকবে দাম্পত্য জীবনে, উন্নত হবে আর্থিক পরিস্থিতি!
- 20 hrs ago
Ajker Rashifal : আজ আপনার ভাগ্যে কী আছে? দেখুন ১৯ মে-র রাশিফল
মার্চে রাশি পরিবর্তন করবে এই ৩ গ্রহ, লাভবান হবেন এই ৪ রাশির জাতকরা!
মার্চ মাসে তিনটি গ্রহ রাশি পরিবর্তন করবে। সপ্তাহের প্রথমেই বুধ গ্রহ রাশি পরিবর্তন করবে। তারপর সূর্যের গোচর হবে এবং মাসের শেষে ও শুক্র গ্রহ রাশি পরিবর্তন করবে। গ্রহের রাশি পরিবর্তনের ফলে প্রত্যেক মানুষের জীবনেই প্রভাব পড়ে। যে কোনও গ্রহের রাশি পরিবর্তন কারও জীবনে শুভ এবং কারও জীবনে অশুভ প্রভাব ফেলে।
আসুন জেনে নেওয়া যাক, ২০২২ সালের মার্চ মাসে কোন কোন গ্রহ রাশি পরিবর্তন করবে এবং এর প্রভাব কেমন পড়তে চলেছে।

কুম্ভ রাশিতে বুধের প্রবেশ
মার্চ মাসের প্রথম সপ্তাহেই গ্রহের যুবরাজ বুধ রাশি পরিবর্তন করবে। ৬ মার্চ, রবিবার বেলার দিকে বুধ মকর থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করবে। ১৮ মার্চ, শুক্রবার বুধ গ্রহ এই রাশিতেই অস্তমিত হবে। তারপরে ২৪ মার্চ, বৃহস্পতিবার মীন রাশিতে গোচর করবে।

সূর্য প্রবেশ করবে মীন রাশিতে
১৫ মার্চ, মঙ্গলবার দুপুরে গ্রহের রাজা সূর্য মীন রাশিতে গোচর করবে।

শুক্র কুম্ভ রাশিতে প্রবেশ করবে
মাসের শেষ দিন অর্থাৎ ৩১ মার্চ, বৃহস্পতিবার সকালে কুম্ভ রাশিতে প্রবেশ করবে শুক্র গ্রহ।

মকরে চার গ্রহের উপস্থিতির প্রভাব
মার্চের প্রথম সপ্তাহে চারটি গ্রহের মিলনে চতুর্গ্রহী যোগ হবে। ০৬ মার্চের আগে, বুধ মকর রাশিতে থাকবে, যেখানে শনি এবং মঙ্গল আগে থেকেই উপস্থিত রয়েছে। এ কারণে মকর রাশিতে এই গ্রহগুলোর সংযোগ হবে।

মার্চ মাসে চার রাশির লাভ হবে
মেষ রাশি - মেষ রাশির জাতকদের জন্য এই মাসটি খুবই শুভ হবে। আর্থিক লাভ হতে পারে। চাকুরিজীবীরা এই মাসে ভালো সুযোগ পাবে।
মিথুন রাশি - এই রাশির জাতকদেরও মার্চ মাস বেশ ভালো কাটবে। হঠাৎ কোথাও থেকে আর্থিক লাভের কারণে আপনার আর্থিক অবস্থার উন্নতি হবে।
তুলা রাশি - মার্চ মাসটি নানা দিক থেকে লাভদায়ক হতে চলেছে। চাকরিতে বেতন বৃদ্ধি ও পদোন্নতির লক্ষণ রয়েছে। পরিবারের সাপোর্ট মিলতে পারে।
মীন রাশি - এই মাসে সমস্ত সমস্যা থেকে মুক্তি মিলবে। আর্থিক লাভের সুযোগ থাকবে। বিদেশ ভ্রমণের যোগ রয়েছে, যেখান থেকে আপনি প্রচুর অর্থ উপার্জনের সুযোগ পাবেন।