For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

কোজাগরী লক্ষ্মী পুজো: আজ মায়ের আগমণ ঘটুক আপনার বাড়িতে এমনটা চাইলে এই কাজগুলি করতে ভুলবেন না!

এই লেখায় যে যে বিষযগুলির উল্লেখ করা হবে, সেগুলি যদি আজকের দিনে বাড়িতে রাখা যায়, তাহলে সে গৃহস্থে মা লক্ষ্মী স্বয়ং নিজ আসন পাতেন।

|

হিন্দু শাস্ত্র আজকের দিনটার গুরুত্ব অপরিসীম। কারণ আজকের দিনে সারা বঙ্গ দেশ যখন পূর্ণিমার রূপালী আলোয় স্নান করবে, তখন ঘরে ঘরে বেজে উঠবে শঙ্খ ধ্বনি। আর সেই সঙ্গে শুরু হয়ে যাবে মা লক্ষ্মীর অরাধনা। এমনটা বিশ্বাস করা হয় যে আজকের দিনে দেবীর আরাধনা করলে মা এতটাই প্রসন্ন হন যে ভক্তের সব ধরনের মনস্কামনা পূরণ হতে সময় লাগে না। বিশেষত, অর্থনৈতিক উন্নতি ঘটতে তো সময় লাগেই না। সেই সঙ্গে টাকা-পয়সা সংক্রান্ত নানা সমস্যাও মিটে যায় চোখের পলকে। আর কোজাগরী লক্ষ্মী পুজোর দিন মায়ের মনকে কীভাবে প্রসন্ন করবেন সে সম্পর্কে তো গত কালই আলোচনা করা হয়েছে। তাই সেদিকে আর যাচ্ছি না। বরং আজ এই প্রবন্ধে এমনটা বিষয়ের উপর আলোকপাত করার চেষ্টা করা হবে, যা বেজায় গুরুত্বপূর্ণ।

কী বিষয়? এমনটা বিশ্বাস করা হয় এই লেখায় যে যে বিষযগুলির উল্লেখ করা হবে, সেগুলি যদি আজকের দিনে বাড়িতে রাখা যায়, তাহলে সে গৃহস্থে মা লক্ষ্মী স্বয়ং নিজ আসন পাতেন। আর যে বাড়িতে মায়ের আগমণই ঘটে, সেই পরিবারের প্রতিটি সদস্যের জীবন যে আনন্দে ভরে উঠবে, তা কি আর বলার অপেক্ষা রাখে! তাই তো বলি বন্ধু, মা লক্ষ্মীর আশীর্বাদে বাকি জীবনটা বেজায় আনন্দে এবং সুখে-শান্তিতে কাটুক, এমনটা যদি চান, তাহলে যে যে জিনিসগুলি বাড়িতে রাখতেই হবে, সেগুলি হল...

১. শ্রী যন্ত্র:

১. শ্রী যন্ত্র:

তন্ত্র বিজ্ঞান অনুসারে শ্রী যন্ত্রের থেকে শক্তিশালী আর কিছু হয় না। তাই তো এই জিনিসটি আজ বাড়িতে এনে প্রতিষ্টিত করে ভাল করে পুজো করলে দেবী বেজায় প্রসন্ন হবেন। আর মা লক্ষ্মী একবার কুশি হলে গৃহস্থে তাঁর আগমণ ঘটতে একেবারেই সময় লাগে না। তাই তো বলি বন্ধু, বাকি জীবন মাথার উপর মায়ের আশীর্বাদের হাত থাকুক, এমনটা যদি চান, তাহলে এই বিশেষ যন্ত্রটি বাড়িতে আনতে দেরি করবেন না যেন!

২. পদ্ম বীজ:

২. পদ্ম বীজ:

হিন্দু শাস্ত্র অনুসারে মা লক্ষ্মী, পদ্ম ফুলের শরীরে অবস্থান করেন। তাই তো এই বিশেষ ফুলটির শরীর থেকে জন্ম নেওয়া বীজ দিয়ে বানানো মালা আজ দেবীর সামনে রাখলে দেবী এতটাই খুশি হন যে মায়ের আশীর্বাদে পরিবারে সুখ-সমৃদ্ধির ছোঁয়া লাগতে যেমন সময় লাগে না, তেমনি ঘরের প্রতিটি কোণায় খারাপ শক্তির মাত্রা কমতে শুরু করে। ফলে কোনও ধরনের বিপদ ঘটার আশঙ্কাও হ্রাস পায়।

৩. কড়ি রাখা জরুরি:

৩. কড়ি রাখা জরুরি:

এমনটা করার প্রয়োজন কেন? কারণ শাস্ত্র মতে সমুদ্রে তৈরি হয় কড়ি, আর দেবী লক্ষীরও আগমণ ঘটে সমুদ্র থেকে। তাই তো ঠাকুর ঘরে কড়ি রাখলে মা লক্ষীর প্রবেশ ঘটে গৃহস্থে। আর এমনটা হওয়া মাত্র সুখের সময় শুরু হতেও সময় লাগে না। তাই পরিবারের প্রতিটি সদস্যকে সুখের হদিশ দিতে কড়ির সঙ্গ নেওয়াটা জরুরি!

৪. রুপোর পা:

৪. রুপোর পা:

রুপো দিয়ে তৈরি মা লক্ষীর পা ঠাকুর ঘরে রাখা খুব শুভ। আর আজ যদি মায়ের পায়ের পুজো করতে পারেন, তাহলে তো কথাই নেই! কারণ এমনটা করলে মায়ের আগমণ ঘটতে সময় লাগে না।

৫. কুবের দেবের মূর্তি:

৫. কুবের দেবের মূর্তি:

এমনটা বিশ্বাস করা হয়, বাড়িতে ধন দেবতা কুবেরের মূর্তি রাখলে দেবীর আগমণ ঘটতে সময় লাগে না। আর বাড়িতে একবার মায়ের পায়ের ছাপ পরলে যে কোনও সমস্যা, তা অর্থনৈতিক হোক, কী জীবন সংক্রান্ত, তা মিটে যেতে সময় লাগে না। প্রসঙ্গত, ঠাকুর ঘরের যে স্থানে কুবের দেবের ছবি বা মূর্তি রাখবেন, সেই জায়গাটা প্রতি দিন ভাল করে পরিষ্কার করতে ভুলবেন না যেন!

৬. গণেশ এবং লক্ষী দেবীর রুপোর মূর্তি রাখতে হবে:

৬. গণেশ এবং লক্ষী দেবীর রুপোর মূর্তি রাখতে হবে:

শাস্ত্র মতে আজ বা কাল, বাড়িতে বা অফিসে রুপো দিয়ে তৈরি গণেশ এবং লক্ষী দেবীর মূর্তি রাখা এবং তার পুজো করা খুব শুভ। এমনটা যদি করতে পারেন, তাহলে যে কোনও চিন্তা থেকে মুক্তি পেতে দেখবেন সময়ই লাগবে না।

৭. ছোট নারকেল:

৭. ছোট নারকেল:

একাধিক প্রাচীন গ্রন্থ অনুসারে আজ ঠাকুর ঘরে ছোট একটা নারকেল রেখে তার পুজো শুরু করলে বাড়িতে মায়ের আগমণ ঘটে। আসলে এমন নারকেলকে হিন্দু শাস্ত্রে "শ্রী ফল" নামে ডাকা হয়ে থাকে। অর্থাৎ যে ফল মা লক্ষীর। তাই তো নিয়মিত নারকেলের পুজো করার অর্থ হল মায়ের পুজো করা।

৮. এক চক্ষু নারকেল:

৮. এক চক্ষু নারকেল:

খেয়াল করে দেখবেন কিছু নারকেলের শরীরে মানব চক্ষুর মতো ক্ষত থাকে। এমন নারকেল বাড়িতে এনে পুজো করা শুরু করলে দেবী লক্ষী খুব প্রসন্ন হন এবং সেই পরিবারের উপর সব সময় নিজের নেক দৃষ্টি রাখেন। আর মায়ের আশীর্বাদ একবার কেউ পেলে তাকে যে আর কখনও পিছনে ফিরে তাকাতে হয় না, সে কথা কি আর বলে দিতে হবে!

৯. মার্কারি দিয়ে তৈরি মায়ের মূর্তি:

৯. মার্কারি দিয়ে তৈরি মায়ের মূর্তি:

এমনটা মানা হয় যে আজ যে বাড়িতে মার্কারি দিয়ে তৈরি দেবী লক্ষীর মূর্তি পুজো করা হবে সেই পরিবারে সমৃদ্ধি এবং সুখের আগমণ ঘটতে সময় লাগবে না। সেই সঙ্গে অর্থনৈতিক অবস্থারও উন্নতি ঘটবে। তাই আপনার জীবনে কখনও যদি কোনও অর্থনৈতির সমস্যা থেকে থাকে, তাহলে আজ দেবীর এমন মূর্তির পুজো করতে ভুলবেন না যেন! এমনটা করলে দেখবেন বিপদের মেঘ কেটে যেতে সময় লাগবে না।

আজ বা কাল দেবীর পুজোর সময় যে যে সামগ্রির প্রয়োজন পরবে:

আজ বা কাল দেবীর পুজোর সময় যে যে সামগ্রির প্রয়োজন পরবে:

উপরে আলোচিত জিনিসগুলির পাশাপাশি আজ বা কাল মা লক্ষ্মীর পুজো করার সময় বিশেষ কিছু জিনিস বেট চড়াতে ভুলবেন না যেন! যেমন ধরুন- সরষের তেল, গঙ্গা মাটি, হলুদ, পার্ফিউম, ছোট একটা পাথর, দানা শস্য়, দুব্য় ঘাস, ফুল এবং পাঁচ ধরনের ফল, যার অন্য়তম হতে হবে কালা। আর একটা কাঁদিতে ১২ টা কলা একসঙ্গে রয়েছে, এমনটা নিবেদন করবেন। সেই সঙ্গে মায়ের সামনে রাখতে হবে দই, ঘি, শঙ্খ, কাজল এবং সোনা, রুপো অথবা তামার কয়েন। প্রসঙ্গত, এই জিনিসগুলি নিবেদন করে দেবীর অরাধনা করলে দেখবেন বাকি জীবনে আর কখনও ফিরে তাকাতে হবে না।

Read more about: ধর্ম
English summary

these things that attract Goddess Lakshmi to your house on kojagori lakshmi puja

Lakshmi is considered as the presiding deity of money. People also believe that if they propitiate Lakshmi appropriately, they will invite more money to them. Let's explore some ideas that can help you in this.
Story first published: Tuesday, October 23, 2018, 11:06 [IST]
X
Desktop Bottom Promotion