For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

শুক্রবারে দেবী লক্ষ্মীকে আকৃষ্ট করার দশটি উপায়

By Super Admin
|

কে ধন-সম্পদ ও অর্থের অধিকারী হতে চায় না? আসলে, আমরা সবাই তাই চাই|আমরা সারাদিন কঠোর পরিশ্রম করে টাকা উপার্জন করি যা বেঁচে থাকার জন্য অপরিহার্য| অর্থ রোজগার করা কঠিন কাজ কিন্তু আপনার কষ্টার্জিত অর্থ টিকিয়ে রাখা আরও কঠিন কাজ|হিন্দুরা বিশ্বাস করেন যে যদি আপনি দেবী লক্ষ্মীকে খুশি রাখতে সক্ষম হন এবং আপনার বাড়িতে তার দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হন তাহলে সম্পদ ও সমৃদ্ধি আপনাকে ছেড়ে যাবে না|

দেবী লক্ষ্মী অর্থ-সম্পদের দেবতা বলে ধারণা করা হয়| যে বাড়িতে দেবী লক্ষ্মী থাকেন সে বাড়িতে অর্থ-সম্পদের অভাব থাকে না| কিন্তু লক্ষ্মী খুব চঞ্চলা এবং আরও নিষ্ঠা ও ভক্তির সন্ধানে তাঁর এক বাড়ি থেকে অন্য বাড়ি ছেড়ে যাওয়ার প্রবণতা রয়েছে|

তাই আমাদের বাড়িতে দেবী লক্ষ্মীকে আকৃষ্ট করার প্রচেষ্টা করা হয়| হিন্দু গ্রন্থে নির্ধারিত কিছু বিষয় আছে যা দেবী লক্ষ্মীর প্রিয় এবং তিনি এই সকল জিনিস দ্বারা আকৃষ্ট হন যদি আপনি তাদেরকে আপনার বাড়িতে রাখেন|এই সকল আকৃষ্ট করার জিনিস নিশ্চিত করে যে, দেবী বাড়িতে থাকবেন এবং যথেষ্ট সম্পদ ও সমৃদ্ধির সঙ্গে পরিবারকে আশীর্বাদ করবেন|দেবী লক্ষ্মীকে আকৃষ্ট করতে 10 টি বিষয় দেখে নিন|

নারকেল

নারকেল

নারকেল বা শ্রীফল যা লক্ষ্মীর ফল হিসাবে পরিচিত|নারকেল বিশুদ্ধতম ফল বিশ্বাস করা হয় এবং বাড়িতে এটা রাখলে আপনি দেবী লক্ষ্মীকে আমন্ত্রণ জানাতে পারেন|

পারদের মূর্তি

পারদের মূর্তি

বাড়িতে লক্ষ্মী ও গণেশের পারদের মূর্তি রাখা খুব শুভ হিসেবে গণ্য করা হয়|পারদ, দেবীর খুব প্রিয় এবং এর ফলে আপনি বাড়িতে তাঁর পারদ প্রতিমা রেখে তাঁকে আকর্ষণ করতে পারেন|

কড়ি

কড়ি

কড়ি একপ্রকার ঝিনুক যা সমুদ্রে পাওয়া যায়| যেহেতু বিশ্বাস করা হয় যে দেবী লক্ষ্মীর উৎপত্তি সমুদ্র থেকে, বাড়ীতে কড়ি রাখলে দেবী আকৃষ্ট হন|

লক্ষ্মী ও গণেশের মূর্তি

লক্ষ্মী ও গণেশের মূর্তি

বিশ্বাস করা হয় যে, যদি লক্ষ্মী ও গণেশের মূর্তি একত্রে রাখা হয় এবং পূজা করা হয়, দেবী সন্তুষ্ট হন| মূর্তি যদি রুপোর হয় তাহলে সম্পদ ও সমৃদ্ধি কখনও ঘর ছেড়ে যায় না|

মতি শঙ্খ

মতি শঙ্খ

এই শঙ্খ একটি বিশেষ ধরনের যা খুব শুভ বলে মনে করা হয়|

লক্ষ্মীর পদচিহ্ন

লক্ষ্মীর পদচিহ্ন

বাড়িতে লক্ষ্মীর পদচিহ্ন বা দেবীর রুপোর পাদুকা রাখা মানে দেবীকে বাড়িতে আমন্ত্রণ জানানো|যেদিকে আপনি আপনার সম্পদ রাখতে চান সেদিকে মুখ করে দেবীর পদচিহ্ন বা পাদুকা রাখতে পারেন|

পদ্ম বীজের জপমালা

পদ্ম বীজের জপমালা

যেহেতু দেবী লক্ষ্মী পদ্মের উপর বাস করেন, তাই বাড়ীতে পদ্ম বীজের জপমালা রাখলে দেবী সন্তুষ্ট হন ও নিমন্ত্রণ গ্রহণ করেন|

দক্ষিণমুখী শঙ্খ

দক্ষিণমুখী শঙ্খ

আপনার বাড়িতে দেবীকে নিমন্ত্রণ জানাতে, জল ভর্তি শঙ্খ দক্ষিণ দিকে মুখ করে রাখতে পারেন|

শ্রী মন্ত্র

শ্রী মন্ত্র

বলা হয়, এই মন্ত্রে ঐন্দ্রজালিক ক্ষমতা আছে যা সম্পদ আকর্ষণ করে| আপনার পুজোর ঘরে মন্ত্র রাখলে ধন-সম্পদকে নিমন্ত্রণ জানানো হয়|

এক চক্ষু বিশিষ্ট নারকেল

এক চক্ষু বিশিষ্ট নারকেল

এই ধরনের নারকেল তন্ত্রে ব্যবহার করা হয়| বাড়িতে এই নারকেল রাখা শুভ বলে মনে করা হয়|

English summary

শুক্রবারে দেবী লক্ষ্মীকে আকৃষ্ট করার দশটি উপায়

Who doesn't like the the idea of having a lot of wealth and money? In fact, we all do. We work hard throughout the day to make money which is essential for our survival. Earning money is a herculean task but sustaining your hard earned money is tougher than that. Hindus believe that if you are able to keep Goddess Lakshmi happy and are able to attract Her to your home then wealth and prosperity would never leave you.
Story first published: Wednesday, November 2, 2016, 11:45 [IST]
X
Desktop Bottom Promotion