Just In
- 7 hrs ago
দৈনিক রাশিফল : লক্ষ্মীবারে লক্ষ্মীলাভ হবে কি? জানতে পড়ুন ২৫ ফেব্রুয়ারির রাশিফল
- 17 hrs ago
রান্নাঘরের সিঙ্কের নীচে এই জিনিসগুলি ভুলেও রাখবেন না, বিপদ হতে পারে
- 19 hrs ago
খুশকিতে অতিষ্ঠ হয়ে উঠেছেন? এর থেকে বাঁচতে কীভাবে লেবু ব্যবহার করবেন দেখুন
- 23 hrs ago
Maha Shivaratri 2021 : কবে পড়েছে মহাশিবরাত্রি? জানুন তারিখ ও পুজোর নির্ঘণ্ট
Don't Miss
(ছবি) পৃথিবীর বিভিন্ন দেশের নানা কুসংস্কার
কুসংস্কার বা অন্ধবিশ্বাসের ব্যাখ্যা এক একজনের কাছে এক একরকমের। সাধারণত অপবিজ্ঞানের আর এক নামই কুসংস্কার। বিজ্ঞান হল সত্য আর কুংস্কার হল অসত্যের উপর ভিত্তি করে গড়া ভাবনা। এর দ্বারা মানুষকে খুব সহজেই বিভ্রান্ত করা যায়।
এই ১০টি কুসংষ্কার মেনে চলে অধিকাংশ ভারতীয়
এই ১০টি জিনিসে আক্কেল গুড়ুম হয় প্রত্যেক ভারতীয়র
সমাজের নানা স্তরের মানুষের মধ্যে নানা ধরনের সংস্কার রয়েছে। এর কোনটি ভালো বা কোনটি মন্দ তা একধরনের আপেক্ষিক বিষয়। কোনও ধারণা একজনের কাছে ভালো হলেও অপরজনের কাছে মন্দ হতে পারে। আবার উল্টোটাও হতে পারে।
কিছু জিনিস যা নিয়ে আফশোস করে সব ভারতীয়
এই ১০ টা ভুল পুরুষেরা আকছার করেই থাকে
ভারতের মতো দেশে কুসংস্কারের অভাব নেই। নানা জাতি-ধর্ম-প্রদেশ নির্বিশেষে হাজারো কুসংস্কার রয়েছে আমাদের। তবে শুধু আমাদের দেশই নয়, বিদেশেও অনেক ধরনের কুসংস্কার রয়েছে। তার কয়েকটি নিচের স্লাইডে দেওয়া হল।

বিয়ের সময়ে মুখ ঢাকা
রোমান ইতিহাস অনুযায়ী বিয়ের সময়ে কনের মুখ ঢাকা থাকা আবশ্যক। এর ফলে সমস্ত অপশক্তির হাত থেকে রক্ষা পাওয়া যাবে। কারণ মুখ ঢাকা থাকায় কনেকে চেনা যাবে না।

লেটুস পাতা খাওয়া
লেটুস পাতা খাওয়া অত্যন্ত উপকারী। তবে ১৯ শতকে ইংরেজ পুরুষেরা সন্তানের জন্ম দিতে ইচ্ছুক থাকলে লেটুস পাতা খাওয়া এড়িয়ে চলতেন। এতে নাকি সন্তান ধারণে অসুবিধা হতো।

রাতে চুয়িংগাম চেবানো
রাতে চুয়িংগাম চেবানো মানে নাকি মরা মানুষের মাংস চেবানো! দীর্ঘদিন ধরে এমনই কুসংস্কার চলে আসছে তুরস্কে।

মধ্যরাতে আঙুর খাওয়া
স্পেনে নববর্ষের সময়ে পরিচিতরা একে অপরকে শুভেচ্ছা জানান না। তার বদলে ১২টি করে আঙুর খান স্পেনীয়রা। মনে করা হয়, এতে নাকি ১২ মাসই ভালো কাটবে।

পাখির মল ভালো
রাশিয়াতে উড়তে থাকা পাখির মল গায়ে-মাথায় এসে পড়াকে শুভ বলে ধরা হয়। এতে নাকি ধনসম্পত্তি বৃদ্ধি পায়।