Just In
- 1 hr ago
দুধের সঙ্গে ভুলেও খাবেন না এই খাবারগুলি, শরীরের মারাত্মক ক্ষতি হতে পারে!
- 11 hrs ago
শুধু রান্নার কাজেই নয়, ত্বক ও চুলের যত্নেও দারুণ উপকারী অলিভ অয়েল! দেখুন কী ভাবে কাজে লাগাবেন
- 11 hrs ago
Shani Jayanti 2022 : শনিদেবকে তুষ্ট করতে পালন করুন শনি জয়ন্তী, জেনে নিন তিথি ও শুভক্ষণ
- 17 hrs ago
Ajker Rashifal : কেমন যাবে আজকের দিন? দেখুন ২৫ মে-র রাশিফল
Surya Gochar 2022 : সূর্য প্রবেশ করছে বৃষ রাশিতে, ১৫ জুন পর্যন্ত এই রাশির জাতকরা শুভ ফল পাবে!
বুদ্ধ পূর্ণিমার ঠিক একদিন আগে অর্থাৎ ১৫ মে সূর্যের রাশি পরিবর্তন হতে চলেছে। সমস্ত গ্রহের অধিপতি সূর্য ১৫ মে সকালে মেষ থেকে বৃষ রাশিতে প্রবেশ করতে চলেছে। ১৫ জুন পর্যন্ত এই রাশিতেই থাকবে, তারপরে মিথুন রাশিতে গোচর করবে।
জ্যোতিষীদের মতে, সিংহ রাশির অধিপতি সূর্যের রাশি পরিবর্তনের প্রভাব সব রাশির জাতকদের উপর পড়বে। কয়েকটি রাশির জাতকদের থাকতে হবে সাবধানে। আসুন জেনে নেওয়া যাক, সূর্যের বৃষ রাশিতে গোচরের ফলে কোন রাশির উপর কেমন প্রভাব পড়বে -

মেষ রাশি
যাঁরা ব্যবসা করছেন অথবা শেয়ার বাজারে কাজ করছেন, তাঁদের এই সময়টি ভাল কাটবে। অর্থ প্রাপ্তির সম্ভাবনা আছে। স্বাস্থ্যের যত্ন নিন। সম্পত্তি সংক্রান্ত ঝামেলা এই সময় মিটে যাবে।

বৃষ রাশি
এই সময় মান-সম্মান ও প্রতিপত্তি বৃদ্ধি পাবে। স্বাস্থ্য ভাল থাকবে না। কেন্দ্র বা রাজ্য সরকারের দপ্তরে প্রতীক্ষিত কাজ এই সময় সম্পন্ন হবে। আপনি যদি কোনও নতুন টেন্ডারের জন্য আবেদন করতে চান, তাহলে সেই দিক থেকেও এই গোচর অনুকূল। সন্তানকে নিয়ে দুশ্চিন্তা কমবে।

মিথুন রাশি
বন্ধুবান্ধব ও আত্মীয়দের কাছ থেকে অপ্রীতিকর সংবাদ পাওয়ার সম্ভাবনা আছে। কোর্ট-কাছারির মামলায় আপনার পক্ষে সিদ্ধান্ত আসতে পারে। ব্যাংক থেকে বেশি ঋণ না নেওয়াই ভাল।

কর্কট রাশি
আয়ের উৎস বাড়বে। আপনার নেওয়া সিদ্ধান্ত এবং আপনার করা কাজ প্রশংসিত হবে। শিক্ষার্থীদের এই সময়টি দারুণ কাটবে।

সিংহ রাশি
আপনি যদি চাকরি পরিবর্তনের জন্য চেষ্টা করেন, তবে সেই দিক থেকে এই সময়টি অনুকূল। সরকারি চাকরিতে আবেদন করার ক্ষেত্রে সময়টি অনুকূল। আপনি যদি রাজনীতিতে নামতে চান, তাহলে ভাল সুযোগ আসবে।

কন্যা রাশি
এই সময় ধর্ম এবং আধ্যাত্মিকতার প্রতি গভীর আগ্রহ তৈরি হবে। নব বিবাহিত দম্পতিদের সন্তান লাভ হতে পারে। আপনি যদি আপনার সমস্ত কৌশল এবং পরিকল্পনা গোপন রেখে কাজ করেন, তাহলে সফল হবেন।

তুলা রাশি
এই সময় তুলা রাশির জাতকদের অনেক অপ্রীতিকর পরিণতির সম্মুখীন হতে হবে। কাজে বাধা আসতে পারে। স্বাস্থ্যের যত্ন নিন। অর্থ প্রাপ্তি হতে পারে। টাকা ফেরত আসতে পারে। পৈতৃক সম্পত্তি সংক্রান্ত বিরোধ মিটে যাবে।

বৃশ্চিক রাশি
রোজগারের দিকে করা প্রচেষ্টা সফল হবে। জীবনসঙ্গীর স্বাস্থ্য খারাপ হতে পারে। দাম্পত্য জীবনে তিক্ততা আসতে পারে।

ধনু রাশি
এই সময়ের মধ্যে কাউকে বেশি টাকা ধার দেবেন না, অন্যথায় আপনি আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন। সেই টাকা সময়মতো নাও পেতে পারেন। খুব সাবধানে যাত্রা করুন।

মকর রাশি
শিক্ষার্থীরা ভাল ফল পাবেন। নতুন দম্পতিদের সন্তান লাভ হতে পারে। পরিবারের সঙ্গে ভাল সম্পর্ক রাখার চেষ্টা করুন।

কুম্ভ রাশি
পারিবারিক কলহ বাড়তে পারে। মানসিক অশান্তি চলতে থাকবে। বন্ধুবান্ধব ও আত্মীয়দের কাছ থেকে খারাপ খবর পেতে পারেন। আপনি যদি আপনার সমস্ত পরিকল্পনা গোপন রেখে কাজ করেন, তাহলে সফল হবেন। গাড়ি কেনার জন্য সময়টি অনুকূল।

মীন রাশি
এই সময় আপনার নেওয়া সিদ্ধান্ত এবং আপনার করা কাজ প্রশংসিত হবে। পরিবারের সাপোর্ট পাবেন। শিক্ষার্থীরা ভাল ফলাফল পাবেন।
Disclaimer
:
এই
আর্টিকেলে
যে
তথ্য
দেওয়া
হয়েছে
তা
যে
সম্পূর্ণ
মিলে
যাবে,
এমনটা
দাবি
করছে
না
বোল্ডস্কাই
বাংলা।
জ্যোতিষীর
তথ্যের
ভিত্তিতে
এই
আর্টিকেলটি
লেখা
হয়েছে।