For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Vijaya Dashami 2023: দশমীতে শমী গাছের পুজো করলেই ঘুচবে সকল দুঃখ-দুর্দশা! জেনে নিন পৌরাণিক কাহিনী

|

অসত্যের ওপর সত্যের জয়ের দিন হল বিজয়া দশমী বা দশেরা। পশ্চিমবঙ্গে এ দিন সিঁদূর খেলা হয়, মা দুর্গাকে বরণ করে বিদায় জানানো হয়। আবার এ দিনই ভারতের অনেক জায়গায় রাবণ দহন করা হয়। আশ্বিন মাসের শুক্লপক্ষের দশমী তিথিতে প্রতি বছর এই উৎসব পালিত হয়।

এ বছর দশেরা বা বিজয়া দশমী উদযাপিত হবে ২৪ অক্টোবর, মঙ্গলবার। বিজয়া দশমীর দিনে অনেক জায়গায় শমী গাছের পুজো করা হয়ে থাকে। এছাড়া, শমী পাতা বিতরণও করা হয়। বিশ্বাস করা হয়, দশমীর দিন শমী গাছের পুজো করলে সকল মনস্কামনা পূরণ হয়। ঘরে সর্বদা দেবী লক্ষ্মী বাস করেন, সমস্ত দেবী-দেবতার আশীর্বাদ মেলে এবং ঘর থেকে নেতিবাচক শক্তি দূর হয়।

Significance of Shami Tree Puja on Vijaya dashami

পৌরাণিক কাহিনী অনুসারে, কৌত্স ছিলেন মহর্ষি বর্তন্তুর শিষ্য। শিক্ষা পূর্ণ হওয়ার পর গুরুদক্ষিণা হিসেবে ১৪ কোটি সোনার মুদ্রা চেয়েছিলেন মহর্ষি বর্তন্তু। গুরু দক্ষিণা দেওয়ার জন্য কৌত্স মহারাজ রঘুর কাছে যান। কিন্তু মহারাজ রঘুর কোষাগার শূন্য হওয়ায় তিনি কৌত্স-এর কাছে তিন দিনের সময় চেয়ে নেন। স্বর্ণ মুদ্রার জন্য নানান উপায় খুঁজে বের করতে শুরু করেন রাজা। অবশেষে স্বর্গ আক্রমণের পরিকল্পনা করেন রাজা রঘু। রাজার এই চিন্তায় দেবরাজ ইন্দ্র ভীত হয়ে পড়েন এবং তিনি কুবেরকে রঘুর রাজ্যে স্বর্ণমুদ্রা বর্ষণ করার নির্দেশ দেন। ভগবান ইন্দ্রের নির্দেশে কুবের রাজার কাছে উপস্থিত শমী গাছের পাতাকে সোনায় পরিবর্তন করে দেন। মনে করা হয়, যে তিথিতে শমী গাছ থেকে স্বর্ণ মুদ্রার বৃষ্টি শুরু হয়, সেই তিথিটি ছিল বিজয়া দশমী।

এছাড়াও, শ্রী রামচন্দ্র যুদ্ধে যাওয়ার আগে শমী গাছের পূজা করেছিলেন। আর, পাণ্ডবরা যখন বনবাসে ছিলেন, তখন তাঁরা তাঁদের সমস্ত অস্ত্রশস্ত্র লুকিয়ে রেখেছিলেন শমী গাছেই।

শমী পূজার উপকারিতা

১) বিজয়া দশমীর দিন শমী গাছের পুজো করলে জীবনের সকল ঝুট-ঝামেলা থেকে মুক্তি মেলে। প্রতিটি ক্ষেত্রে সাফল্য আসে।

২) এ দিন শমী পুজো করা হলে ঘর থেকে সব ধরনের তন্ত্র মন্ত্রের প্রভাব দূর হয়ে যায়।

৩) শমী পূজা করলে সব ধরনের দোষ দূর হয়, যেমন - শনি সাড়েসাতি, আড়াই ইত্যাদি।

Disclaimer : উপরোক্ত তথ্যে এটা কখনই দাবি করা হচ্ছে না যে এটা সম্পূর্ণরূপে সত্য এবং সঠিক। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত।

English summary

Significance of Shami Tree Puja on Vijaya dashami

Do not forget Shami Puja on Dussehra, know the auspicious tradition of Vijayadashami. Read on.
X
Desktop Bottom Promotion