For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

শ্রাবণ মাসে এবার পাঁচটি সোমবার, এই বিধি মেনে মহাদেবের পুজো করলে মিলবে সুফল

|

ভগবান শিবের আরাধনা বা উপাসনা করার জন্য শ্রাবণ মাস খুব শুভ এবং এটি মহেশ্বরের প্রিয় মাস বলে বিশ্বাস করা হয়। এই শ্রাবণ মাসকে 'শিবের মাস' বলেও মনে করা হয়। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে শ্রাবণ হল সবথেকে পবিত্র মাস। ২০২০ সালে বাংলার শ্রাবণ মাস শুরু হবে ১৭ জুলাই, শুক্রবার থেকে এবং শেষ হবে ১৭ আগষ্ট, সোমবার।

Shravan 2020 : List Of Shravan Somvar Dates, Rituals And Importance

শ্রাবণ মাসের প্রতিটি সোমবারের মাহাত্ম্য অধিক। বিশ্বাস করা হয় যে, শ্রাবণ মাসের সোমবারগুলি সৌভাগ্য ও পুণ্য অর্জনের জন্য উপযুক্ত। তাই, এই মাসের প্রতিটি সোমবার শিবের ব্রত পালন করেন হিন্দু ধর্মাবলম্বীরা। অনেকেই মনে করেন, শ্রাবণ মাসের প্রতিটি সোমবার শিবের পুজো করলে সকল মনের ইচ্ছা পূরণ হয়। তাই, রীতি অনুযায়ী প্রতি সোমবার অনেকেই শিবের পুজো করে থাকেন। এইবছর শ্রাবণ মাসে কোন কোন তারিখে সোমবার পড়েছে এবং এইদিনের মাহাত্ম্য কী জেনে নিন।

২০২০ সালে শ্রাবণে সোমবারের তারিখ

২০২০ সালে শ্রাবণে সোমবারের তারিখ

শ্রাবণ মাসে এবার পাঁচটি সোমবার পড়েছে -

১) শ্রাবণের প্রথম সোমবার - ২০ জুলাই ২০২০

২) শ্রাবণের দ্বিতীয় সোমবার - ২৭ জুলাই ২০২০

৩) শ্রাবণের তৃতীয় সোমবার - ৩ অগষ্ট ২০২০

৪) শ্রাবণের চতুর্থ সোমবার - ১০ অগষ্ট ২০২০

৫) শ্রাবণের পঞ্চম সোমবার - ১৭ অগষ্ট ২০২০

শ্রাবণে সোমবারে ব্রত করার উপকার

শ্রাবণে সোমবারে ব্রত করার উপকার

মাতা পার্বতী ভগবান শিবকে তাঁর স্বামী হিসেবে পাওয়ার জন্য শ্রাবণ মাসে উপবাস থেকে ব্রত পালন করে ভোলেনাথকে সন্তুষ্ট করেছিলেন। এই মাসে, ভক্তরা শিবের পুজো করে সুখী বিবাহিত জীবনের জন্য শুভ কামনা করেন। কোনও ব্যক্তির বিবাহিত জীবনে সমস্যা থাকলে, শ্রাবণ মাসে পুজো করে উপকার পাওয়া যায়।

শ্রাবণ মাসে এই রীতি মেনে চললে পূর্ণ হবে মনস্কামনা, জেনে নিন এই মাসের মাহাত্ম্যশ্রাবণ মাসে এই রীতি মেনে চললে পূর্ণ হবে মনস্কামনা, জেনে নিন এই মাসের মাহাত্ম্য

শ্রাবণ মাসে সোমবারের পুজোবিধি

শ্রাবণ মাসে সোমবারের পুজোবিধি

১) সোমবার সকালে উঠে স্নান সেরে মন্দিরে গিয়ে শিবের জলাভিষেক করুন। মহাদেবের পুজোয় আকন্দ ফুলের মালা, ধুতরা ফুল, বেলপাতা অবশ্যই রাখুন এবং কাঁচা দুধ দিয়ে স্নান করান।

২) শিবলিঙ্গে ভাঙ, চন্দন, চাল অর্পণ করুন। মনে করা হয় যে, মহাদেবের পুজোয় চাল অর্পণ করলে আর্থিক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় এবং অর্থ বৃদ্ধি পায়।

৩) পার্বতী এবং নন্দীকেও গঙ্গাজল ও দুধ অর্পণ করুন। সকল দেব-দেবীকে তিলক লাগান।

৪) হিন্দুশাস্ত্র অনুসারে, শ্রাবণ মাসের প্রতি সোমবার মহাদেবের পুজোয় গম অর্পণ করলে সন্তান ধারণের স্বপ্নপূরণ হয়।

৫) প্রতি সোমবার উপোস করে শিবমন্ত্র জপ করলে দ্বন্দ্ব, বিদ্বেষ থেকে মুক্তি পাওয়া যায়।

৬) মহাদেবকে ঘি ও চিনি অর্পণ করতে পারেন।

৭) মহাদেবের পুজোর সময় যব অর্পন করলে জীবনে অনেক দুর্ঘটনার হাত থেকে মুক্তি পাওয়া যায়। জীবনে সুখ শান্তি ফিরে আসে।

৮) প্রদীপ ও ধূপ জ্বালিয়ে গণেশের আরতি করুন।

৯) মহাদেবকে তিল অর্পণ করে মহামৃত্যুঞ্জয় মন্ত্র উচ্চারণ করলে দ্রুত সুফল পাওয়া যায় এবং শরীর থেকে সমস্ত রোগ নিরাময় হয়।

১০) জীবনে সমস্ত বাধা থেকে মুক্তি পেতে ভগবান শিবকে সবুজ মুগ ডাল অর্পণ করতে পারেন।

১১) সবশেষে শিবের আরতি করুন।

English summary

Shravan 2020 : List Of Shravan Somvar Dates, Rituals And Importance

Here is the list of sawan somwar dates. Read on to the importance of sawan somwar.
X
Desktop Bottom Promotion