For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Saraswati Puja 2022: কবে পড়েছে এবছরের সরস্বতী পুজো? জেনে নিন পুজোর শুভক্ষণ

|

প্রতি বছর মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে দেশজুড়ে মহা ধুমধাম করে পালিত হয় সরস্বতী পূজা বা বসন্ত পঞ্চমী। দেবী সরস্বতী হলেন বিদ্যা ও শিল্পকলার দেবী। তাই এদিন স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে সাড়ম্বড়ে বাগদেবীর আরাধনা করে পড়ুয়ারা। ছোটো ছোটো ছেলেমেয়েরা যারা সবে লেখাপড়া শুরু করছে, তাদের হাতেখড়ি দেওয়া হয় এই দিন। এছাড়াও, অনেক শিল্পীরা নতুন কোনও শিল্পকর্ম শুরু করেন দেবী সরস্বতীকে প্রণাম জানিয়ে। অনেকে বাড়িতেও পুজোর আয়োজন করা হয়। সকাল থেকে উপোস করে সকলে বাগদেবীর উদ্দেশ্যে অঞ্জলি দেন।

মনে করা হয়, এই দিনই বিদ্যার দেবী সরস্বতী অবতরিত হয়েছিলেন। তাহলে আসুন জেনে নেওয়া যাক, ২০২২ সালে কবে সরস্বতী পুজো পড়েছে এবং পুজোর শুভ সময়।

Saraswati Puja 2022

২০২২ সালের সরস্বতী পুজোর দিনক্ষণ

মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে পালিত হয় সরস্বতী পুজো। এই তিথিকে বসন্ত পঞ্চমীও বলা হয়। এবছর সরস্বতী পুজো বা বসন্ত পঞ্চমী পড়েছে ৫ ফেব্রুয়ারি, শনিবার।

পঞ্চমী তিথি শুরু হবে - ৫ ফেব্রুয়ারি, ভোর ৩টা ৪৭ মিনিটে।

পঞ্চমী তিথি শেষ হবে - ৬ ফেব্রুয়ারি, ভোর ৩টা ৪৬ মিনিটে।

৫ ফেব্রুয়ারি সকাল ৬টা ৪৩ থেকে দুপুর ১২টা ৩৫ পর্যন্ত সময় সরস্বতী পুজোর জন্য সর্বাধিক শুভ।

সরস্বতী পুজো বিধি

পুজোর সময় দেবী সরস্বতীর মূর্তি, সাদা কাপড়, পলাশ ফুল, আম্রপত্র, বেলপাতা, কাঁচা হলুদ, সিঁদুর, চাল, ধান, দূর্বা, কলা এবং নারকেলসহ পাঁচ ধরনের ফল, কলস, পান-সুপুরি, প্রদীপ, ধুপকাঠি, দুধ, খাগের কলম ও দোয়াত অবশ্যই রাখবেন।

বসন্ত পঞ্চমীর দিন খুব ভোরে ঘুম থেকে উঠে স্নান সেরে ফেলুন। এদিন স্নান করার আগে মুখে এবং গায়ে নিম-কাঁচা হলুদ বাটা মাখার রীতি প্রচলিত আছে। এই দিনে বাসন্তী বা সাদা রঙের পোশাক পরা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। যে জায়গায় দেবী সরস্বতীকে বসাবেন সেই স্থানটি পরিষ্কার করুন এবং তাঁর মূর্তি স্থাপন করুন। এরপর ঘট স্থাপন করুন। চারিদিকে গঙ্গাজল ছড়িয়ে দেবেন। সরস্বতী দেবীকে হলুদ ফুল, হলুদ ফুলের মালা, বিভিন্ন ফল ও মিষ্টি নিবেদন করুন এবং হলুদ বস্ত্র পরিধান করান। শ্বেত চন্দন, হলুদ ও সাদা ফুল দেবীর পায়ে অর্পণ করতে হবে। ভক্তিভরে সমস্ত নিয়ম মেনে পুজো করুন। পূজার সময় আরতি করুন ও সরস্বতী মন্ত্র পাঠ করুন। বই, খাতা, পেন, পেন্সিল দেবীর কাছে অবশ্যই রাখবেন।

English summary

Saraswati Puja 2022 : Date, Shubh Muhurat, Puja Vidhi And Significance

Basant Panchami is a Hindu festival, celebrated during Spring usually in February. Goddess Saraswati is worshipped on this auspicious day. Check out the details of the festival in Bengali.
Story first published: Monday, January 31, 2022, 18:07 [IST]
X
Desktop Bottom Promotion