For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

হিন্দু দেব-দেবতাদের পুজো করার সঠিক নিয়মগুলি সম্পর্কে জানা আছে?

কেউই জেনে ওঠার চেষ্টা করেন না পুজো করার প্রকৃত নিয়ম সম্পর্ক। ফলে দেব-দেবীর আরাধনা তো করা হয়, কিন্তু যথার্থ ফল পাওয়া যায় না।

By Nayan
|

কম-বেশি সকলেই আমরা পুজো করে থাকি। বাড়ির মহিলারা স্নান সেরে পুজো সারেন, আর যারা সকাল সকাল অফিস বেরন, তারা তো কোনও মতে ধূপ-ধুনো জ্বেলে কর্তব্য সারেন। কিন্তু কেউই জেনে ওঠার চেষ্টা করেন না পুজো করার প্রকৃত নিয়ম সম্পর্ক। ফলে দেব-দেবীর আরাধনা তো করা হয়, কিন্তু যথার্থ ফল পাওয়া যায় না। তাই আপনিও যদি সংখ্যাগরিষ্ঠদের একজন হন, তাহলে দয়াকরে এই প্রবন্ধে একবার চোখ রাখুন। দেখবেন সুখের ঝাঁপি কোনও দিন খালি হবে না।

দেব-দেবীরা হলেন সেই শক্তির আধার, যার সন্ধান পেলে জীবন সরলতার সন্ধান পায়। কষ্ট দূরে পালায়। আর সমৃদ্ধি এবং সাফল্য রোজের সঙ্গী হয়। আর এই শক্তির প্রকাশ বা আশীর্বাদ তখনই আমাদের উপ পরে যখন ঠিক ঠিক নিয়ম মেনে আমরা এই শক্তির আরাধনা করে থাকি। তাই তো এই প্রবন্ধটি লেখার সিদ্ধান্ত নেওয়া। কারণ বোল্ডস্কাইয়ের প্রতিটি পাঠককে যদি এই অজানা পথের সন্ধান দেওয়া যায়, তাহলে সবার জীবনই আনন্দে ভরে উঠবে। আর একজন লেখকের কাছে এর থেকে বড় স্বীকৃতি আর কী হতে পারে বলুন!

তাহলে আর অপেক্ষা কেন চলুন জেনে নেওয়া যাক হিন্দু দেব-দেবীদের পুজো করার প্রকৃত নিয়মগুলি সম্পর্কে।

১. পঞ্চদেবের পুজো:

১. পঞ্চদেবের পুজো:

যে কোনও বিশেষ পুজো শুরু করার আগে পঞ্চদেব, অর্থাৎ শিব, গণেশ, দুর্গা, সূর্যদেব এবং বিষ্ণুর পুজো করা জরুরি। কারণ এমনটা করলে পরিবারে পজেটিভ এনার্জির বিকাশ ঘঠে। সেই সঙ্গে সমৃদ্ধির পথও প্রশস্ত হয়। প্রসঙ্গত, শাস্ত্রে এমনও উল্লেখ পাওয়া যায় যে প্রতিদিন যদি পঞ্চদেবের পুজো করা যায়, তাহলে মা লক্ষী খুব প্রসন্ন হন। ফলে অর্থনৈতিক উন্নতি ঘটতে সময় লাগে না।

২. কোন কোন ভগবানকে তুলসি পাতা দেওয়া চলবে না?

২. কোন কোন ভগবানকে তুলসি পাতা দেওয়া চলবে না?

পুজোর কাজে তুলসি পাতার ব্যবহার যুগ যুগ ধরে হয়ে আসছে। আপনারাও নিশ্চয় একই কাজ করে থাকেন? তাই তো একথা জেনে নেওয়াটা জরুরি যে কোন কোন দেব-দেবীর পুজোয় তুলসি পাতার ব্যবহার করা উচিত নয়। প্রসঙ্গত, হিন্দু শাস্ত্র মতে গণেশ, মহাদেব এবং ভৈরবের পুজো করার সময় ভুলেও তুলসি পাতা দেওয়া উচিত নয়। কারণ এই দেবতারা তুলসি পাতা একেবারেই পছন্দ করে না।

৩. সব দেবতাকেই কি দুর্বা ঘাস দেওয়া যায়?

৩. সব দেবতাকেই কি দুর্বা ঘাস দেওয়া যায়?

তুলসি পাতার মতই দুর্বা ঘাসকেও পুজোর নানা উপাচারে ব্যবহার করা হয়ে থাকে। কিন্তু একথা কি জানা আছে যে মা দুর্গার পুজো করার সময় দুর্বা ঘাস ব্যবহার করা একেবারেই উচিত নয়। কিন্তু যদি গণেশ দেবের কথা বলেন, তাহলে তার পুজোয় দুর্বা ঘাস থাকা মাস্ট!

৪. সূর্য দেব এবং জল:

৪. সূর্য দেব এবং জল:

নানা দেব-দেবীর পুজোর সময় শঙ্খের মধ্যে জল নিয়ে আরতি করা হয়ে থাকে। কিন্তু সূর্য দেবের পুজো করার সময় এমনটা করা একেবারেই উচিত নয়। কারণ তিনি এমন আরতি পছন্দ করেন না। তাই ভুল করেও শঙ্খ আরতি করে ফেলবেন না সূর্য দেবের পুজোর সময়।

৫. তুলসি পাতা সংগ্রহ করার নিয়ম:

৫. তুলসি পাতা সংগ্রহ করার নিয়ম:

পুজোর কাজে ব্যবহার হতে চলা তুলসি পাতা সংগ্র করার আগে ভাল করে স্নান করে নেওয়া উচিত। কারণ অপরিষ্কার জামা কাপড়ে তোলা তুলসি পাতা দেব-দেবীরা গ্রহণ করেন না। ফলে এমন নিবেদনের কোনও মানে হয় না।

৬. গঙ্গা জল কেমন পাত্রে রাখা উচিত জানা আছে?

৬. গঙ্গা জল কেমন পাত্রে রাখা উচিত জানা আছে?

খেয়াল করে দেখবেন অনেকেই পুজোর ঘরে গঙ্গা জল রাখেন প্লাস্টিকের পাত্রে। এমনটা করা একেবারেই উচিত নয়। কারণ শাস্ত্র মতে গঙ্গা জল রাখতে হবে সব সময় কাঁসার পাত্রে। আর যদি এমনটা করতে না পারেন, তাহলে কিন্তু গঙ্গা জল একেবারেই শুদ্ধ থাকবে না। ফলে সেই জল পুজোর কাজে লাগালে কোনও ফলই পাবেন না।

৭. মনকামনা পূরণের সময়:

৭. মনকামনা পূরণের সময়:

দৈনিক পুজো করার সময় আমরা অনেকই মনে মনে ভগবানের কাছে নানা কিছু চেয়ে থাকি। এই সময় অল্প কিছু টাকা দক্ষিণা হিসেবে দিলে নাকি মনের ইচ্ছা পূরণ হতে একেবারেই সময় লাগে না। এই বক্তব্যের মধ্যে কতটা সত্যতা আছে জানা নেই। কিন্তু হিন্দু শাস্ত্রের উপর লেখা একাধিক গ্রন্থে এমনটা লেখা আছে বৈকি।

৮. বেল ফল:

৮. বেল ফল:

ভগবান শিবের সবথেকে প্রিয় ফল হল বেল। তাই দেবাদিদেবের পুজো করার সময় এই ফলটি নিবেদন করতে ভুলবেন না যেন! কারণ এমনটা করলে সর্বশক্তিমানকে সন্তুষ্ট করাটা আপনার পক্ষে একটু সহজ হয়ে যাবে।

Read more about: ধর্ম
English summary

কেউই জেনে ওঠার চেষ্টা করেন না পুজো করার প্রকৃত নিয়ম সম্পর্ক। ফলে দেব-দেবীর আরাধনা তো করা হয়, কিন্তু যথার্থ ফল পাওয়া যায় না। তাই আপনিও যদি সংখ্যাগরিষ্ঠদের একজন হন, তাহলে দয়াকরে এই প্রবন্ধে একবার চোখ রাখুন। দেখবেন সুখের ঝাঁপি কোনও দিন খালি হবে না।

Obtaining happiness and success have always been the sole purpose behind worshipping and following the almighty. Since ages people have been following many rituals and customs in search of peace and satisfaction. This is true that praying God with all your heart will make you have your wishes fulfilled, but mythology says that implementing certain rules will make your prayer more productive. Failing to execute these rules may lead to a lesser effective prayer or may even derail the purpose.
Story first published: Saturday, February 24, 2018, 12:25 [IST]
X
Desktop Bottom Promotion