For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Rath Yatra 2021 : রথের দিন এই কাজগুলি করলে পূণ্যলাভ হয়! দেখে নিন এবছরের রথযাত্রার দিন-ক্ষণ

|

হিন্দু ধর্মের অন্যতম পবিত্র উৎসব হল রথযাত্রা। হিন্দু পঞ্জিকা অনুসারে, রথযাত্রা প্রতিবছর আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে পালিত হয়ে থাকে। জগন্নাথদেরের স্মরণে এই উৎসব উদযাপিত হয়। রথযাত্রার দিন জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে রথে বসিয়ে, শোভাযাত্রা সহকারে গুণ্ডিচা নামক মন্দিরে তাঁদের মাসির বাড়ি নিয়ে যাওয়া হয়। সাত দিন বাদে আবার তাঁরা ফিরে আসেন। রথে চড়ে এই গমন ও প্রত্যাগমনকে সোজা রথ এবং উল্টো রথ বলে।

Rath Yatra 2021 : Date, Time, Religious Importance and Significance

এবার ১২ জুলাই, সোমবার পড়েছে রথ। ওড়িশা রাজ্যের পুরীর রথযাত্রা বিশ্ব বিখ্যাত। এছাড়াও রয়েছে কলকাতায় ইস্কনের রথযাত্রা উৎসব, হুগলি জেলার মাহেশের রথযাত্রাও বিখ্যাত। প্রতিবছর পুরীর জগন্নাথ মন্দিরে মহা সমারোহে পালিত হয় রথযাত্রা। তবে এবার করোনার সমস্ত বিধি মেনে রথযাত্রার সমারোহে খানিকটা রাশ টানা হয়েছে।

২০২১ সালের রথযাত্রার দিন-ক্ষণ

এই বছর রথযাত্রা পড়েছে - ১২ জুলাই, সোমবার।

দ্বিতীয়া তিথি শুরু - ১১ জুলাই, সকাল ০৭টা ৪৭ মিনিটে।

দ্বিতীয়া তিথি শেষ - ১২ জুলাই, সকাল ০৮টা ১৯ মিনিটে।

পুরীর রথযাত্রায় ব্যবহৃত তিনটি রথের ভিন্ন ভিন্ন নাম থাকে। জগন্নাথদেবের রথের নাম 'নান্দীঘোষ', বলরামের রথের নাম 'তালধ্বজ' এবং সুভদ্রার রথের নাম 'দর্পদলন'। হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস, রথের দড়ি স্পর্শ করলে বা দড়ি টানলে পূণ্য লাভ হয়। শাস্ত্রমতে, রথযাত্রার পূণ্য তিথি যেকোনও কাজ শুরুর ক্ষেত্রে অত্যন্ত শুভ।

রথযাত্রার দিন কী করা উচিত

১) এই দিন গঙ্গা স্নান করুন, এতে পূণ্যলাভ হয়।

২) জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মূর্তিতে তুলসী এবং গোলাপের মালা দিন, এর সঙ্গে একটি গোটা ফল রাখুন। তবে মালা নিজে হাতের তৈরি হলে ভাল।

৩) রথের দিন দান-ধ্যান করলে শুভ ফল পাওয়া যায়।

৪) রথযাত্রার দিন অন্তত একবার রথের দড়ি টানার বা স্পর্শ করার চেষ্টা করুন।

৫) এই দিন যেকোনও শুভ কাজ করতে পারেন, যেমন - ভিত পুজো, গৃহপ্রবেশ বা নতুন দোকান, নতুন অফিস উদ্বোধন।

৬) রথের দিন বৃক্ষরোপণ করা শুভ। বিশ্বাস করা হয় যে, এই দিনে গাছ লাগালে পূণ্য লাভ হয়।

৭) এই দিন জগন্নাথ মন্ত্র জপ করলেও পূণ্য লাভ হয়।

English summary

Rath Yatra 2021 : Date, Time, Religious Importance and Significance

Read on to know the entire schedule of Lord Jagannath's Puri Rath Yatra in 2021.
Story first published: Sunday, July 11, 2021, 3:41 [IST]
X
Desktop Bottom Promotion