For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Ram Navami: জেনে নিন রামনবমীর আচার-অনুষ্ঠান এবং তাৎপর্য সম্পর্কে

|

রামনবমী হিন্দুধর্মাবলম্বীদের কাছে একটি গুরুত্বপূর্ণ উৎসব। এই দিনটি ভগবান শ্রীরাম-এর জন্মবার্ষিকী উপলক্ষে পালিত হয়। প্রতি বছর, রামনবমী চৈত্র মাসের শুক্লপক্ষের নবমীতে পালিত হয়। এই দিনটি চৈত্র নবরাত্রিরও শেষ দিন। তাই, রামনবমী রাম নবরাত্রি হিসেবেও পরিচিত। এই বছর রামনবমী ৩০ মার্চ ভারতজুড়ে পালন করা হবে।

ram navami rituals

রামনবমীর আচার-অনুষ্ঠান

১) খুব সকালে ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ হয়ে নিন।

২) পরিষ্কার কাপড় পরুন এবং ভগবান সূর্যকে অর্ঘ্য (জল বা দুধের নৈবেদ্য) দিন।

৩) তুলসী পাতা, পদ্ম ফুল, চন্দন, গঙ্গাজল, ফুল, ধান বা চাল ইত্যাদি প্রয়োজনীয় পূজা সামগ্রী দিয়ে ভগবান রামের উপাসনা করুন।

৪) প্রভুর জন্য ফল এবং মিষ্টি নৈবেদ্য প্রস্তুত করুন।

৫) ভগবান রামকে হলুদ রঙের পোশাক অর্পণ করুন এবং তাঁর কপালে তিলক লাগান। আপনার পরিবারের সদস্যদের কপালেও এই তিলক লাগান।

৬) পূজা শেষ হয়ে গেলে, প্রসাদ বিতরণ করুন।

রামনবমীর তাৎপর্য

১) ভগবান রামের ভক্তরা এটিকে অত্যন্ত শুভ দিন হিসেবে বিবেচনা করে এবং তারা এই গোটা দিনটিতে ভগবান রামের কাহিনী শোনেন।

২) এই দিনে রাম মূর্তির পূজা করা হয় এবং ভক্তরা নদী ও জলাশয়ে পবিত্র ডুব দেন।

৩) ভক্তরা ভগবান রামকে সন্তুষ্ট করতে এবং তাঁর কাছে নিজেকে উৎসর্গ করার জন্য এই দিনে উপবাস করেন।

৪) ভক্তরা ভগবান রামের কীর্তন এবং ভজনে নিজেকে জড়িত রাখেন।

৫) ভগবান রাম ও তাঁর ভাইদের জন্মস্থান অযোধ্যাতে এই উৎসবটি অত্যন্ত নিষ্ঠার সহিত উদযাপিত হয়। গোটা দেশের মন্দিরগুলি, এইদিনে বিশেষ পুজোর আয়োজন করে থাকে।

English summary

Ram Navami 2023: Rituals And Significance

This year the festival will be observed across India on 30 March 2023. In order to know more about the festival, scroll down the article to read more.
X
Desktop Bottom Promotion