Just In
- 2 hrs ago
Ajker Rashifal : আজকের দিনটি আপনার কেমন কাটবে? জানতে দেখুন ১৭ অগস্টের রাশিফল
- 13 hrs ago
পাকা কলা তাড়াতাড়ি পচে যায়? এই ৬ উপায়েই দীর্ঘদিন তাজা থাকবে কলা!
- 15 hrs ago
ত্বকের হাজারো সমস্যা দূর করতে পারে চিয়া বীজের ফেস প্যাক! দেখে নিন কী ভাবে তৈরি করবেন
- 19 hrs ago
Janmashtami 2022 : জন্মাষ্টমীতে গোপালের কৃপা পাবে এই ৪ রাশির জাতকরা! তালিকায় কি আপনিও আছেন?
Raksha Bandhan 2022 : এ বছর কবে পড়েছে রাখী পূর্ণিমা? জেনে নিন রাখী বাঁধার শুভ সময়
ভাই-বোনের অটুট ভালবাসার প্রতীক হল রাখী বন্ধন উৎসব। হিন্দু পঞ্জিকা অনুযায়ী, শ্রাবণ মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে প্রতি বছর রাখী বন্ধন উৎসব পালিত হয়। এই পবিত্র দিনে বোন ভাইয়ের হাতে রাখী বেঁধে দেয়। ভাইয়ের দীর্ঘায়ু, সাফল্য ও সমৃদ্ধির কামনা করেন বোনেরা। আর, বোনকে আজীবন রক্ষা করার শপথ নেয় ভাইরা। চলুন জেনে নেওয়া যাক, ২০২২ সালে কবে রাখী বন্ধন উৎসব উদযাপিত হবে এবং রাখী পরানোর সঠিক নিয়ম।
রাখী বন্ধনের তিথি ও শুভক্ষণ
পূর্ণিমা তিথি শুরু হবে - ১১ অগস্ট, বেলা ১০টা ৩৮ মিনিটে
পূর্ণিমা তিথি শেষ হবে - ১২ অগস্ট, সকাল ০৭টা ০৫ মিনিটে
রাখি পরানোর শুভ সময় - ১১ অগস্ট সকাল ৯টা ২৮ মিনিট থেকে রাত ৯টা ১৪ মিনিট পর্যন্ত।
রাখী পরানোর নিয়ম
১) রাখি পরানোর উদ্দেশ্যে যে রাখি আনবেন তা অবশ্যই বাড়ির ইষ্ট দেবতার চরণে কিছু ক্ষণ রেখে দেবেন। তার পর ভাইয়ের হাতে বাঁধবেন।
২) রাখি পরানোর সময় ভাইকে পূর্ব দিকে মুখ করে বসতে হবে এবং বোন রাখি বাঁধার জন্য পশ্চিম দিকে মুখ করে বসবেন।
৩) রাখির মঙ্গল থালায় জ্বলন্ত প্রদীপ, কুমকুম এবং চন্দন রাখতে হবে।
৪) এই উৎসবে কালো রঙের কোনও জিনিস উপহার দিতে নেই।
৫) রাখি পরানোর সময় নোনতা খাবার দিতে নেই। মিষ্টি খাবার দিতে হবে।
৬) ভাইয়ের ডান হাতের কবজিতে রাখি পরিয়ে দিয়ে তাঁর কপালে তিলক পরিয়ে দেবেন বোন।