Just In
Don't Miss
রাখি বন্ধন ২০২০ : এই বছর কবে পড়েছে রাখি বন্ধন? জানুন দিন-ক্ষণ ও তাৎপর্য
পারিবারিক সমস্ত সম্পর্কের মধ্যে ভাই-বোন বা দাদা-দিদির সম্পর্ক যেন এক অদ্ভুত ভালোবাসা ও মিষ্টতায় ভরপুর। মারামারি, খুনসুটি, অভিমান, এগুলো ছাড়া ভাই-বোনের সম্পর্ক যেন ঠিক জমে না। আর, এই সবকিছুই পৃথিবীর সমস্ত ভাই-বোনের সম্পর্ককে আরও দৃঢ় করে তোলে। ভারতের রাখি বন্ধন বা রাখি পূর্ণিমা উৎসবটি ভাই ও বোনের মধ্যে প্রীতিবন্ধনের উৎসব। সারা বছর ধরে তারা এই দিনটির অপেক্ষায় থাকে। এই দিন দিদি বা বোনেরা তাদের ভাই বা দাদার হাতে রাখি নামে একটি পবিত্র সুতো বেঁধে দেয়। এই রাখি ভাই বা দাদার প্রতি দিদি বা বোনের ভালবাসা ও ভাইয়ের মঙ্গলকামনা এবং দিদি বা বোনকে আজীবন রক্ষা করার ভাই বা দাদার শপথের প্রতীক।
হিন্দু পঞ্জিকা অনুসারে, প্রতিবছর শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে এই উৎসব উদযাপিত হয়। তাহলে আসুন জেনে নেওয়া যাক, ২০২০ সালে রাখি বন্ধন বা রাখি পূর্ণিমা উৎসবটি কবে পড়েছে এবং রাখি বাঁধার শুভ মুহূর্ত সম্পর্কে।

২০২০ সালের রাখি বন্ধন তিথি
এই বছর রাখি বন্ধন উৎসব পালিত হবে ৩ অগাস্ট। এই দিনেই শ্রাবণ মাসের পূর্ণিমা তিথি পড়েছে এবং বোনেরা ভাইয়ের হাতে পবিত্র রাখি বাঁধবে।

রাখি বন্ধনের শুভ মুহূর্ত
রাখি বন্ধন - ৩ অগাস্ট, সোমবার
রাখি বাঁধার শুভ সময় - সকাল ০৯টা বেজে ২৮ মিনিট থেকে রাত ০৮টা বেজে ২৭ মিনিট পর্যন্ত
সময়কাল - ১০ ঘণ্টা ৫৯ মিনিট
অপরাহ্নের সময় রাখি বন্ধনের মুহূর্ত - দুপুর ০১টা ০১ মিনিট থেকে দুপুর ০৩টা ৩৯ মিনিট পর্যন্ত
প্রদোষ কালে রাখির অনুষ্ঠানের সময় - সন্ধ্যে ০৬টা ১৬ মিনিট থেকে রাত ০৮টা ২৭ মিনিট পর্যন্ত
পূর্ণিমা তিথি শুরু - ২ অগাষ্ট, রাত ০৯টা ২৮ মিনিট
পূর্ণিমা তিথি শেষ - ৩ অগাষ্ট, রাত ০৯টা ২৮ মিনিট

ভাই-বোনের অটুট বন্ধন
রাখি বন্ধনের উৎসবটি ভাই ও বোনের মধ্যে প্রীতিবন্ধনের উৎসব। পবিত্র রাখি পরানোর মাধ্যমে ভাই-বোনের সম্পর্কটি আরও দৃঢ় ও গভীর হয়ে ওঠে। একদিকে, ভাই তার বোনের প্রতি সমস্ত দায়িত্ব পালন করার প্রতিশ্রুতি দেয়, অন্যদিকে বোনও ভাইয়ের দীর্ঘায়ু কামনা করে। এই দিনে, বোন তার ভাইয়ের হাতে কেবলমাত্র একটা সুতোই বাঁধে না বরং পবিত্র এবং অটুট ভালোবাসার বন্ধন যুক্ত করে।
আর্থিক পরিস্থিতি উন্নতিতে ঘরে লাগান 'মানিপ্ল্যান্ট', জানুন বাস্তুমতে বাড়ির কোন দিকে এটি রাখা উচিত
দ্রিক পাঞ্চাং অনুসারে দিন-ক্ষণ দেওয়া হল।