Just In
- 1 hr ago
Budh Gochar August 2022 : কন্যা রাশিতে বুধের গোচর, কোন রাশির উপর কেমন প্রভাব পড়বে? জেনে নিন
- 9 hrs ago
Ajker Rashifal : আজ আপনার জীবনে কী ঘটবে? জানতে দেখুন ১৯ অগস্টের রাশিফল
- 20 hrs ago
রোজ একই রকম ভাবে ওটস খেতে খেতে বিরক্ত? স্বাদ বদলাতে বানিয়ে নিন ওটসের উপমা
- 20 hrs ago
গর্ভাবস্থায় খিদে মেটাতে ডায়েটে রাখুন এই ৫ পুষ্টিকর খাবার!
Planet Transit in July 2022 : জুলাইয়ে রাশি পরিবর্তন করবে ৫ গ্রহ, এই রাশির জাতকদের জীবনে আসবে বড় পরিবর্তন!
২০২২ সালের জুলাই মাসে ৫টি গ্রহ রাশি পরিবর্তন করতে চলেছে। মাসের শুরুতেই বুধ মিথুন রাশিতে গোচর করবে। ১২ জুলাই বক্রি শনি তাঁর নিজস্ব রাশি মকরে গোচর করবে। তার পরের দিন অর্থাৎ ১৩ জুলাই শুক্র গ্রহ মিথুন রাশিতে প্রবেশ করবে। এর পর সূর্য রাশি পরিবর্তন করবে। মাসের শেষের দিকে বৃহস্পতি মীন রাশিতে বক্রি হবে।
আসুন জেনে নেওয়া যাক, জুলাইয়ে এই ৫ গ্রহের রাশির পরিবর্তনের ফলে কোন রাশির উপর কেমন প্রভাব পড়বে।

বুধের রাশি পরিবর্তন
জুলাই মাসে তিন বার রাশি পরিবর্তন করবে বুধ। ০২ জুলাই সকালে মিথুন রাশিতে গোচর করবে। এর পরে, ১৬ জুলাই কর্কট রাশিতে প্রবেশ করবে বুধ এবং মাসের শেষে ৩১ জুলাই সিংহ রাশিতে প্রবেশ করবে।

শনির রাশি পরিবর্তন
১২ জুলাই কর্মফলের দেবতা শনি কুম্ভ রাশি ত্যাগ করে বক্রী চলনে উল্টো দিকে গমন করে মকর রাশিতে প্রবেশ করবে।

শুক্রের গোচর
১৩ জুলাই শুক্র বৃষ রাশির যাত্রা শেষ করে মিথুনে প্রবেশ করবে। শুক্র মিথুন রাশিতে প্রবেশের ফলে সূর্য ও বুধের সঙ্গে মিলনে ত্রিগ্রহী যোগ তৈরি হবে। যে কোনও একটি রাশিতে তিনটি গ্রহের মিলন হলে তাকে ত্রিগ্রহী যোগ বলা হয়।

সূর্যের রাশি পরিবর্তন
জ্যোতিষশাস্ত্রের গণনা অনুসারে, সূর্য প্রতি মাসে রাশি পরিবর্তন করে। ১৬ জুলাই সূর্য মিথুন থেকে বেরিয়ে কর্কট রাশিতে প্রবেশ করবে।

বৃহস্পতির বক্রি চলন
বৃহস্পতি একটি রাশিতে প্রায় ১২ মাস অবস্থান করে। জুলাইয়ের ২৮ তারিখ বৃহস্পতি মীন রাশিতে বক্রি হবে। তার পরে ২৪ নভেম্বর মার্গী হবে।

এই রাশির উপর সবচেয়ে বেশি প্রভাব পড়বে
জ্যোতিষীদের মত অনুযায়ী, জুলাই মাস মেষ, মিথুন, কর্কট, সিংহ ও মকর রাশির জাতক জাতিকাদের খুব ভাল যাবে। ধন লাভ হবে এবং ভাগ্যের সঙ্গ পাবেন। আর, কন্যা, তুলা এবং বৃশ্চিক রাশির জাতক জাতিকারা কোনও সমস্যায় পড়তে পারেন। এছাড়া, বৃষ, ধনু, কুম্ভ ও মীন রাশির জাতক জাতিকাদের এই মাসটি মোটামুটি কাটবে।
Disclaimer : এই আর্টিকেলটি সাধারণ তথ্যের উপর ভিত্তি করে লেখা। বোল্ডস্কাই বাংলা এর সত্যতা যাচাই করেনি বা কাউকে মানতে বাধ্য করছে না৷ এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত।