For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Penumbral Lunar Eclipse : জুনের প্রথম সপ্তাহে হতে চলেছে চন্দ্রগ্রহণ, রইল গ্রহণ সম্পর্কিত সমস্ত তথ্য

|

চন্দ্রগ্রহণ সাধারণত তিন ধরনের হয় - পূর্ণ চন্দ্রগ্রহণ, আংশিক চন্দ্রগ্রহণ এবং পেনম্ব্রাল চন্দ্রগ্রহণ। শুধুমাত্র পূর্ণিমার ক্ষেত্রেই চন্দ্রগ্রহণ হয়। চাঁদ এবং পৃথিবী নিজ নিজ কক্ষপথে চলার সময় সূর্য, পৃথিবী ও চাঁদ যখন একই সরলরেখায় আসে এবং পৃথিবীর অবস্থান হয় সূর্য ও চাঁদের মাঝে, তখন এটি সূর্যের রশ্মিকে সরাসরি চাঁদে পৌঁছতে বাধা দেয় অর্থাৎ পৃথিবীর ছায়া গিয়ে পড়ে চাঁদের ওপর। তখনই চন্দ্রগ্রহণ হয়।

Penumbral Lunar Eclipse June 2020

২০২০ সালের জুন মাসে একটি নয়, বরং দুটি গ্রহণ হতে চলেছে। জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথি পড়েছে ৫ জুন, তাই এইদিনই চন্দ্রগ্রহণ হতে চলেছে। এই চন্দ্রগ্রহণ ৩ ঘন্টা ১৮ মিনিট পর্যন্ত থাকবে। আর, ২০২০ সালের ২১ জুন সূর্যগ্রহণও হতে চলেছে। তাহলে জেনে নিন ৫ জুনের চন্দ্রগ্রহণের বিশেষত্ব কী এবং এটি ভারতে দেখা যাবে কিনা?

৫ জুন উপচ্ছায়া চন্দ্রগ্রহণ

৫ জুন উপচ্ছায়া চন্দ্রগ্রহণ

৫ জুন উপচ্ছায়া চন্দ্রগ্রহণ বা পেনম্ব্রাল চন্দ্রগ্রহণ হতে চলেছে। সূর্য, পৃথিবী ও চাঁদ একই পথে চলে এলে গ্রহণ হয়। এই সময়ে পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়ে৷ যখন হালকাভাবে ঢাকা পড়ে চাঁদ, কমে যায় তার ঔজ্জ্বল্য, তখন তাকে বলে উপচ্ছায়া চন্দ্রগ্রহণ।

চন্দ্রগ্রহণ ২০২০ : জেনে নিন চন্দ্রগ্রহণের প্রভাব কোন রাশিচক্রের উপর কীভাবে পড়বেচন্দ্রগ্রহণ ২০২০ : জেনে নিন চন্দ্রগ্রহণের প্রভাব কোন রাশিচক্রের উপর কীভাবে পড়বে

ভারতীয় সময় অনুসারে চন্দ্রগ্রহণ

ভারতীয় সময় অনুসারে চন্দ্রগ্রহণ

চন্দ্রগ্রহণ শুরুর সময় - ৫ জুন রাত ১১টা ১৫ মিনিটে

পূর্ণাঙ্গ পর্যায়ে গ্রহণটি দেখা যাবে - ৬ জুন রাত ১২টা ৫৪ মিনিটে

উপচ্ছায়া চন্দ্রগ্রহণের শেষ সময় - ৬ জুন মধ্যরাত ২টা ৩৪ মিনিটে

চন্দ্রগ্রহণের মোট সময় - ৩ ঘণ্টা ১৮ মিনিট।

পুরো ভারত জুড়েই দেখা যাবে গ্রহণ

পুরো ভারত জুড়েই দেখা যাবে গ্রহণ

এশিয়া, ইউরোপ, অস্ট্রেলিয়া এবং আফ্রিকার বেশিরভাগ অংশে এই গ্রহণ দেখা যাবে। তবে উপচ্ছায়া চন্দ্রগ্রহণ হওয়ার কারণে স্বাভাবিক চাঁদ এবং গ্রহণের চাঁদের মধ্যে খুব বেশি পরিবর্তন দেখতে পাওয়া যাবে না।

শনিদেবকে কেন তাঁর স্ত্রী অভিশাপ দিয়েছিলেন, জানুন আসল কারণশনিদেবকে কেন তাঁর স্ত্রী অভিশাপ দিয়েছিলেন, জানুন আসল কারণ

২০২০ সালের চন্দ্রগ্রহণ

২০২০ সালের চন্দ্রগ্রহণ

২০২০ সালে মোট চারটি চন্দ্রগ্রহণ পড়েছে। যার মধ্যে প্রথমটি ১০-১১ জানুয়ারি হয়েছিল। আর দ্বিতীয়টি হতে চলেছে ৫-৬ জুনের রাতের আকাশে। ২০২০-র অন্য দুটি চন্দ্রগ্রহণ দেখা যাবে ৪-৫ জুলাই এবং ২৯-৩০ নভেম্বর রাতে।

English summary

Penumbral Lunar Eclipse June 2020 : Date, Timings And How To Watch

The second penumbral lunar eclipse of 2020 is likely to occur on the intervening night of June 5 and June 6.
X
Desktop Bottom Promotion