Just In
- 3 hrs ago
করোনা টিকা নিতে নিজেই রেজিস্ট্রেশন করুন, জেনে নিন সম্পূর্ণ প্রক্রিয়া
- 5 hrs ago
Women's Day 2021 : নারী দিবসে আপনার মা ও স্ত্রীকে এই সুন্দর উপহারগুলি দিতে পারেন
- 9 hrs ago
মাসিক রাশিফল : মার্চ মাসে আপনার জীবনে কী ঘটতে চলেছে? জানতে পড়ুন মার্চ মাসের রাশিফল
- 17 hrs ago
দৈনিক রাশিফল : কেমন কাটবে সপ্তাহের প্রথম দিন? জানতে পড়ুন পয়লা মার্চের রাশিফল
Don't Miss
দাম্পত্য জীবনে সুখ বজায় রাখতে শোওয়ার ঘরে এই ধরনের ছবি কখনোই রাখবেন না
কথায় বলে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদুর। এমন বহু জিনিস আছে যা স্বাস্থ্য, এমনকি আপনার পারিবারিক সম্পর্কেও প্রভাব ফেলতে পারে বলে মনে করা হয়। এর পিছনে বৈজ্ঞানিক কোনও যুক্তি না থাকলেও এমনটাই বিশ্বাস করা হয়।
কিছু কিছু জিনিস মনে করা হয় ঘরের ভিতরে রাখা হলে তা নেগেটিভ এনার্জিকে আকর্ষণ করে। শুধু নেতিবাচক ব্যক্তিই নয় নেতিবাচক শক্তির থেকেও মানুষের দূরে থাকা উচিত। নেগেটিভ এনার্জি ক্রমেই আপনাকেও এক খারাপ ব্যক্তিত্বে পরিণত করে। আপনার দাম্পত্য সুখ শান্তিও নষ্ট হতে পারে।
শোয়ার ঘরে আমরা অনেকেই শখ করে বেশ কিছু পেন্টিং লাগাতে পছন্দ করি। কেউ আবার একটা বড় পেন্টিংয়েই খুশি হন। কিন্তু আপনি কি জানেন শোয়ার ঘরে কোন কোন ধরনের ছবি একেবারেই লাগানো উচিত নয়। শুধুমাত্র ভুল ছবি বাছাইয়ের কারণে আপনার দাম্পত্য জীবন পর্যন্ত নষ্ট হতে পারে তা কি আপনি জানেন?
যদি না জানেন, তাহলে এই প্রতিবেদন আপনারই জন্য। একঝলকে দেখে নেওয়া যাক শোওয়ার ঘরে কোন ধরনের ছবি এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ হবে।

বিভ্রান্তিকর আধুনিক শিল্প
আধুনিক শিল্পকলার নামে কোনও বিভ্রান্তিকর ছবি আপনার শোয়ার ঘরে রাখবেন না। এর ফলে আপনাদের সম্পর্কেও বিভ্রান্তির সৃষ্টি হতে পারে।

২টি মুখোশওয়ালা ছবি
এই ধরণের ছবি বহু লোকের বাড়িতেই দেখা যায়। কিন্তু মুখোশওয়ালা ছবি শোয়ার ঘর থেকে এখুনিই সরিয়ে দিন। এই ধরণের ছবির ফলে আপনার সম্পর্কের মধ্যে একটা অবিশ্বাসের জায়গা তৈরি হওয়ার সম্ভাবনা থেকে যায়।

বহুবিবাহ
প্রাচীন বহু ছবিতে বহুবিবাহের বিষয়টি তুলে ধরা হয়। এক পুরুষ একাধিক নারী বা এক নারী একাধিক পুরুষ, এই ধরণের ছবি শোয়ার ঘরে লাগানো এড়িয়ে চলুন।

যুদ্ধের দৃশ্য
যুদ্ধের দৃশ্যওয়ালা যে কোনও ছবি শোয়ার ঘরে রাখা এড়িয়ে চলুন। যে সমস্ত ছবিতে মৃতদেহ, গোলাগুলি, বাচ্চারা কাঁদছে এমন দৃশ্য রয়েছে তা কখনওই শোয়ার ঘরে তুলবেন না এতে স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তির বাতাবরণ তৈরি হয়।

শিকারির ছবি
শিকারিরা শিকার করছে, বা শিকার করার পর শিকারির মুখের প্রশান্তি এই ধরনের ছবি কখনওই বেডরুমে রাখবেন না। এতে স্বামী-স্ত্রীর সম্পর্ক হিংস্রাত্মক হয়ে ওঠে।