Just In
- 1 hr ago
আজকের রাশিফল : ২১ জানুয়ারি ২০২১
- 10 hrs ago
ব্রণ থেকে মুক্তি পেতে ব্যবহার করুন কর্পূর ও মুলতানি মাটির ফেস প্যাক, দেখুন কীভাবে বানাবেন
- 14 hrs ago
খেলতে খেলতে চোট লেগেছে? এই পদ্ধতি প্রয়োগে নিমেষেই কমবে ব্যথা!
- 17 hrs ago
বুধ প্রবেশ করতে চলেছে কুম্ভ রাশিতে, জানুন এটি ১২টি রাশির উপর কেমন প্রভাব ফেলবে
Don't Miss
অক্টোবরে উদযাপিত হতে চলেছে নবরাত্রি, দুর্গাপূজা ও দশেরা, দেখুন এই মাসের উৎসবের সম্পূর্ণ তালিকা
এবছর অর্থাৎ ২০২০ সালের দশম মাস অক্টোবর ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। মানুষ সারা বছর যে উৎসবের জন্য অপেক্ষা করে থাকে, এই মাসে সেই সমস্ত উৎসব পালিত হতে চলেছে। অক্টোবর মাসে নবরাত্রি, বাঙালীর সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা এবং দশেরা পালিত হতে চলেছে। তাহলে দেখে নিন, অক্টোবর মাসের উৎসবের সম্পূর্ণ তালিকা।

১ অক্টোবর ২০২০ : আশ্বিন পূর্ণিমা ব্রত (অধিক)
অক্টোবর মাসের পয়লা তারিখে অধিক মাস পূর্ণিমা থাকবে। এই দিনে দান-পুণ্যের কাজ করলে উপকার হয়।

৫ অক্টোবর ২০২০ : সংকষ্টী চতুর্থী
এই দিন গণেশ চতুর্থী ব্রত আছে। এই দিনে ভগবান গণেশের পুজো করুন।

১৩ অক্টোবর ২০২০ : কমলা একাদশী
এই দিন অধিকমাসের কৃষ্ণপক্ষের একাদশী পড়েছে। এই একাদশীকে কমলা একাদশী বলা হয়। এই দিনে ভগবান বিষ্ণুর পুজো করা হয়। দান-পুণ্যের কাজও এইদিন শুভ বলে বিবেচিত হয়।

১৫ অক্টোবর ২০২০ : মাসিক শিবরাত্রি
১৫ অক্টোবর, বৃহস্পতিবার মাসিক শিবরাত্রি পালিত হবে।

১৬ অক্টোবর ২০২০ : অমাবস্যা
১৬ অক্টোবর অধিকমাসের অমাবস্যা পড়েছে। অমাবস্যার দিনে নদীতে স্নান করা হয় এবং অভাবীদের অর্থ বা খাদ্য দান করার রীতি রয়েছে।

১৭ অক্টোবর ২০২০ : শারদ নবরাত্রি, ঘটস্থাপনা
আশ্বিন মাসের নবরাত্রি ১৭ অক্টোবর, শনিবার শুরু হবে। এদিন ঘটস্থাপন করা হবে।

২২ অক্টোবর ২০২০ : মহাষষ্ঠী (দুর্গাপূজা শুরু)
৫ কার্তিক অর্থাৎ ২২ অক্টোবর, বৃহস্পতিবার পড়ছে মহাষষ্ঠী। সেদিন অধিবাসের সময়ক্ষণও থাকছে।

২৩ অক্টোবর ২০২০ : মহাসপ্তমী
মহাসপ্তমী পড়েছে ২৩ অক্টোবর অর্থাৎ ৬ কার্তিক, শুক্রবার।
দুর্গাপূজা ২০২০ : এবার দেবীর আগমন ও গমন কিসে? দেখুন এর কেমন প্রভাব পড়তে চলেছে

২৪ অক্টোবর ২০২০ : মহাষ্টমী
২৪ অক্টোবর অর্থাৎ ৭ কার্তিক, শনিবার পড়েছে মহাষ্টমী। সেদিনই কুমারী পুজো ও সন্ধিপুজো হবে।

২৫ অক্টোবর ২০২০ : মহানবমী পূজা
কার্তিক মাসের ৮ তারিখ অর্থাৎ ২৫ অক্টোবর, রবিবার পড়ছে নবমী তিথি।

২৬ অক্টোবর ২০২০ : দশমী (দুর্গা বিসর্জন), দশেরা
দশমী পড়ছে সোমবার ২৬ অক্টোবর, ৯ কার্তিক। ওই দিন বিকেলে সিঁদুর খেলায় মাততে চলেছে বাংলা।
এইদিনই দশেরা পালন করা হবে। এই উৎসব অধর্মের বিরুদ্ধে ধর্মের বিজয়কে চিহ্নিত করে। এই দিনে ভগবান রাম রাবণকে বধ করেছিলেন। একই সাথে মা দুর্গাও মহিষাসুরের থেকে এই বিশ্বকে মুক্ত করেছিলেন।

২৮ অক্টোবর ২০২০ : প্রদোষ ব্রত
২৮ অক্টোবর বুধবার, প্রদোষ ব্রত পালন করা হবে।

২৯ অক্টোবর ২০২০ : মিলাদ-উন-নবী
মিলাদ-উন-নবী, এই উৎসবটি ২৯ অক্টোবর, বৃহস্পতিবার উদযাপিত হবে।

৩০ অক্টোবর ২০২০ : শারদ পূর্ণিমা / কোজাগরী পূর্ণিমা
শারদ পূর্ণিমা পড়েছে ৩০ অক্টোবর। হিন্দু ধর্মে এই দিনটিকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই দিনটি শারদ বা কোজাগরী পূর্ণিমা নামে পরিচিত। এই দিনটিতে, ঘরে ঘরে লক্ষ্মী পূজা করা হয়।