Just In
- 3 hrs ago
দুধের সঙ্গে ভুলেও খাবেন না এই খাবারগুলি, শরীরের মারাত্মক ক্ষতি হতে পারে!
- 12 hrs ago
শুধু রান্নার কাজেই নয়, ত্বক ও চুলের যত্নেও দারুণ উপকারী অলিভ অয়েল! দেখুন কী ভাবে কাজে লাগাবেন
- 13 hrs ago
Shani Jayanti 2022 : শনিদেবকে তুষ্ট করতে পালন করুন শনি জয়ন্তী, জেনে নিন তিথি ও শুভক্ষণ
- 19 hrs ago
Ajker Rashifal : কেমন যাবে আজকের দিন? দেখুন ২৫ মে-র রাশিফল
Saraswati Puja 2022 : পুজোর দিন ভুলেও এই কাজগুলো করবেন না, দেবী রুষ্ট হবেন!
হিন্দুধর্ম মতে, শিক্ষা, শিল্প ও সঙ্গীতের দেবী হলেন সরস্বতী। তিনি বিদ্যাদেবী, জ্ঞানদায়িনী, বীণাপাণি, প্রভৃতি নামে অভিহিতা। মূলত মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে সরস্বতী পুজো হয়। এই দিনটি আবার বসন্ত পঞ্চমী নামেও পরিচিত। বিভিন্ন স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে মহা সাড়ম্বড়ে বাগদেবীর আরাধনা করে পড়ুয়ারা। বিদ্যা, বুদ্ধি ও জ্ঞানের প্রার্থনা করেন সরস্বতী মায়ের কাছে। আমাদের মনের সমস্ত অন্ধকার, খারাপ শিক্ষা দূর করে সঠিক শিক্ষার আলোয় জীবন আলোকিত করার জন্যই আমরা ঘরে ঘরে দেবীর পুজো করে থাকি। পঞ্জিকা অনুযায়ী, ২০২২ সালে সরস্বতী পুজো পড়েছে ৫ ফেব্রুয়ারি, শনিবার।
এই দিন নিষ্ঠা ভরে, সঠিক বিধি মেনে মায়ের পুজো করলে তাঁর আশীর্বাদ পাওয়া যায়। তবে এমন কিছু কাজ রয়েছে যেগুলি সরস্বতী পুজোর দিন করলে দেবী রুষ্ট হন। তাহলে জেনে নিন কোন কোন কাজগুলি পুজোর দিন করা উচিত নয়।
সরস্বতী পুজোর দিন যে কাজগুলো করবেন না
১) দেবী সরস্বতীর পুজোর সময় জ্বালানো প্রদীপ যাতে কোনওভাবে পুজো চলাকালীন নিভে না যায়, সেদিকে বিশেষ নজর দিন। কারণ পুজো চলাকালীন প্রদীপ নিভে যাওয়া ঘোর অমঙ্গল বলে মনে করা হয়।
২) সরস্বতী পুজোর দিন হলুদ বা সাদা পোশাক পরার চল রয়েছে, অন্য রঙের বস্ত্র না পরাই ভাল।
৩) সরস্বতী পুজোর দিন ভুল করেও সেলাইয়ের কোনও কাজ করতে নেই।
৪) সরস্বতী পুজোর দিন গাছ কাটা বা খেতের ফসল কাটা একেবারেই উচিত নয়, কারণ হিন্দুশাস্ত্র মতে, এই সময় গাছেরাও উৎসবের আনন্দে মেতে ওঠে। বরং এই বিশেষ দিনে গাছ লাগানো খুব শুভ বলে বিশ্বাস করা হয়।
৫) সরস্বতী পুজোর দিন ক্রোধ নিয়ন্ত্রণ করতে হয়।
৬) কাউকে খারাপ কথা বলবেন না, কারণ এই পুজোর সময় দেবী সরস্বতী আমাদের জিহ্বায় অবস্থান করেন।
৭) এই দিন হাত-পায়ের নখ ও চুল কাটবেন না, তবে খুব প্রয়োজন হলে সরস্বতী পুজোর আগের বা পরের দিন কাটতে পারেন।
আরও পড়ুন : এই সরস্বতী পুজোয় আপনার রাশি অনুযায়ী মন্ত্র জপ করুন, মিলবে সাফল্য!