For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

নবরাত্রি ২০২০ : দেখে নিন ঘট স্থাপনের শুভ সময়, পূজা বিধি ও তাৎপর্য

|

শরৎ কালে ভারতের একপ্রান্ত যখন দেবী দুর্গার আরাধনায় মেতে ওঠে, তখন অন্যপ্রান্ত মেতে ওঠে নবরাত্রি পালনে। প্রতিপদ থেকে নবমী, এই নয় রাত্রি ধরে মা দুর্গার নয়টি শক্তির পূজাকেই 'নবরাত্রি' বলা হয়। মা দুর্গার এই নয়টি শক্তি 'নবদুর্গা' নামে পরিচিত। প্রত্যেকটি রুপ আলাদা আলাদা অর্থ বহন করে। একে শারদীয়া নবরাত্রিও বলা হয়।

Navratri 2020 : Muhurat, Puja Vidhi And Significance Of Ghatsthapana

শারদীয়া নবরাত্রির প্রথম দিনে দেবী দুর্গার নামে ঘট স্থাপন করা হয়। এই দিন থেকেই শুরু হয় নবরাত্রি পূজা। এই বছর অর্থাৎ ২০২০ সালে ১৭ অক্টোবর থেকে শুরু হবে নবরাত্রি। প্রথম দিনে দেবী দুর্গার প্রথম রূপ শৈলপুত্রীর পূজা করা হয়। তাহলে জেনে নিন নবরাত্রির প্রথম দিনের শুভ সময়, পূজা বিধি এবং তাৎপর্য।

ঘট স্থাপনের শুভ সময়

ঘট স্থাপনের শুভ সময়

যেহেতু প্রতিপদে ঘট স্থাপন করা হয়, তাই প্রতিপদের শুভ সময়ও জেনে রাখা প্রয়োজন। এই বছর প্রতিপদ তিথি শুরু হবে ১৭ অক্টোবর মধ্যরাত ১টায় এবং রাত ০৯টা ০৮ মিনিট পর্যন্ত থাকবে। ঘট স্থাপনের শুভ সময় পড়েছে সকাল ০৫টা ৩৪ থেকে সকাল ০৯টা ২৬ মিনিট পর্যন্ত।

নবরাত্রি ২০২০ : জেনে নিন নবরাত্রির নয়টি রাতের তাৎপর্যনবরাত্রি ২০২০ : জেনে নিন নবরাত্রির নয়টি রাতের তাৎপর্য

পূজা বিধি

পূজা বিধি

ঘট স্থাপনের জন্য প্রয়োজন একটি তামা, সিলভার বা পিতলের ঘট, একটি নারকেল, জল, পান এবং আম পাতা। এছাড়াও, মাটি, এক টুকরো নতুন কাপড়, নয় প্রকারের শস্য, মুদ্রা, হলুদ, সুতো এবং ফুল। এবার ঘট স্থাপনের জন্য এই পদক্ষেপগুলি অনুসরণ করুন।

১) প্রথমে ঘট বা কলসের উপর হলুদ লাগান, তারপরে তাতে জল ভরে দিন। পুকুর, নদী বা সমুদ্র থেকে জল এনে ঘটে ঢালতে হবে।

২) এবার কিছু মুদ্রা ঘটের মধ্যে রাখুন।

৩) ঘটের মুখে আমের পাতা রাখুন।

৪) এরপর একটি নতুন কাপড়ে নারকেলটি জড়িয়ে ঘটের উপর রাখুন।

৫) হলুদ ও কুমকুম দিয়ে ঘটে টিকা লাগান।

৬) এবার নরম মাটি দিয়ে একটি বৃত্তের আকার তৈরি করুন।

৭) তার মধ্যে শস্যগুলি পুঁতে দিন এবং মাটি দিয়ে তাদের ঢেকে দিন।

৮) মাটির উপর কিছুটা জল ছিটিয়ে তার উপর ঘট রাখুন।

৯) এর পরে, ঘটে ফুলের মালা অর্পণ করুন।

১০) এবার সম্পূর্ণ নিষ্ঠার সহিত নবরাত্রি পালন করা শুরু করুন।

১১) প্রদীপ জ্বালান এবং ঘটের পূজা করুন। পান পাতা, ফুল, কিছু শস্য, ফল এবং দুধ অর্পণ করুন।

১২) ক্ষীর, খিচুড়ি, মিষ্টি, ইত্যাদি ভোগ হিসেবে অর্পণ করুন।

১৩) দেবী দুর্গার আরতির মাধ্যমে পুজো শেষ করুন।

ঘট স্থাপনের তাৎপর্য

ঘট স্থাপনের তাৎপর্য

১) নবরাত্রির সময় ঘট স্থাপন অন্যতম গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। এই আচার ছাড়া নবরাত্রির পূজা শুরু করা যায় না।

২) ভক্তরা বিশ্বাস করে যে, ঘট হল দেবী দুর্গার প্রতীক। তাই, যারা ঘট স্থাপন করেন, তারা পুজোর নয় দিন উপোস থাকেন।

৩) হয় তারা দুগ্ধজাত পণ্য এবং ফল খেয়ে থাকে। নাহলে পেঁয়াজ-রসুন ছাড়া প্রস্তুত খাবার গ্রহণ করে।

৪) নবরাত্রির প্রতিদিনই ঘটের পূজা করা হয়।

English summary

Navratri 2020 : Muhurat, Puja Vidhi And Significance Of Ghatsthapana

Today we are going to tell you or about Ghatasthapana and its significance. Read the article below to know more about this day.
X
Desktop Bottom Promotion